
গাছে গাছে ফোটে ফুল,
ফুল ছড়ায় সুবাস।
ভালো দেখায় সব ফুল,
নানা রূপের প্রকাশ।
মধু লোভী মৌমাছি,
উড়ে আসে ফুলে।
ফুল হতে ফলের,
রহস্য এর মূলে।
গায় পাখী পিউ পিউ,
খাবে পাকা ফল সে।
আহারে নেই মানা,
এবেলায় নয় আলসে।
রবি দেয় আলো বেশ,
বনে বনে লাগে দোল।
খাদ্য ও খাদকের
রকমারী শোরগোল।
আলো চায় ঘাস লতা,
ফড়িং ঘাস লতা খায়।
সেই ফড়িং ব্যাঙের খাদ্য,
সাপের প্রিয় ব্যাঙ চায়।
সাপ ধরে খায়, ঈগল পাখি,
ঈগল শিকার করে মানুষ।
শক্তি প্রবাহের প্রক্রিয়ায়
সবাই অনিবার্য, নাই হুশ।
যদি বাঁচে প্রাণি ও গাছ,
তবে বাঁচবে প্রতিবেশ।
নইলে ক্রমে ক্রমে
ধ্বংস হবে পরিবেশ।
৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আশা পুর্ন হোক। সবার মানবতা জাগ্রত হোক।
সুরাইয়া পারভীন
চমৎকার প্রকাশ। ভালোলাগা রইলো
ছাইরাছ হেলাল
অরণ্য বাঁচলে আমরা বাঁচব, এ হোক আমাদের স্লোগান।
এস.জেড বাবু
জীব বৈচিত্র রক্ষা হউক সকলের সুদূরপ্রসারি চিন্তা ভাবনা এবং কর্মে। প্রকৃতি টিকে থাকুক নিজের মতো।
চমৎকার লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য
ফয়জুল মহী
মননশীল ভাবনা । ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
“যদি বাঁচে প্রাণি ও গাছ,
তবে বাঁচবে প্রতিবেশ।
নইলে ক্রমে ক্রমে
ধ্বংস হবে পরিবেশ।”
আসুন সবাই সোচ্চার হই
বাঁচুক প্রিয় বাংলাদেশ।
খুব সুন্দর। শুভ কামনা।
হালিম নজরুল
চমৎকার ম্যাসেজসম্মৃদ্ধ লেখা।
কামাল উদ্দিন
মানে একে অপরের খাদ্য হয়ে পৃথীিটা বেঁচে আছে, এইতো?