ঘৃণা দেখতে চাও,ঘৃণা?
যে জননীর স্তন পান করে বেড়ে উঠেছো,
কোলে পিঠে করে বড় হয়েছো
সেই জননীকে ধর্ষকের হাতে তুলে দাও
অথবা
ধর্ষককে বুকে টেনে নাও,
বিলাপ করো রক্তচোষা বাদুরের জন্য;
তোমার নগ্ন বিবেকে একদলা থুথু ছিটিয়ে
আমি তোমায় ঘৃণা দেখাবো
যে জননীর নাভিমূল ছিন্ন-করে পৃথিবীর আলো দেখেছো
সেই জননী তোমায়
ঘৃণা দেখাবে ঘৃণা।
ভালোবেসে যে বোনটি তোমায় রাখি পরিয়ে দিলো
সেই বোনটিকে
অথবা
ভালোবেসে যে প্রেয়সী তোমায় বুকে টেনে নিলো
সেই প্রেয়সীর সম্ভ্রম
তুলে দাও লুটেরার হাতে
বিলাপ করো সেই শকুনের জন্য;
তোমার পৌরুষত্বের অহংকারে লাথি মেরে
আমি তোমায় ঘৃণা দেখাবো
লাখো লখো ধর্ষিতা তোমার উলঙ্গ চেতনায়
মুঠো মুঠো ঘৃণিত বাষ্প ছড়িয়ে
ঘৃণা দেখাবে ঘৃণা।
ঘৃণা দেখতে চাও, ঘৃণা?
শহীদ জনকের কিংবা ভাইয়ের রক্তে-
পা ভিজিয়ে, অস্তিত্বের ইতিহাসকে পুরনো অধ্যায় আখ্যা দিয়ে
ক্রন্দন করে বুকে টেনে নাও পুরনো শত্রুকে।
মাঝে মাঝে আকাশও স্তব্দ হয় বিস্ময়ে
তোমাদের মতো কুলাঙ্গার দেখে এ বিবেক
বিস্মিত হয়নি কখনো,
প্রার্থনা করেছে শুধু-
নষ্ট বাতাসে উড়ে আসা ডিম্বানুতে জন্ম যাদের,
তাদের জন্য মুঠো মুঠো ঘৃণা ছড়িয়ে পড়ুক
তারুণ্যের অন্তরে
অস্তিত্বে
যৌবনে …
শুনেছি
মায়ের স্নেহ ঢেকে রাখে পশুদেরও পাপ
এই পশুদের মায়েও দিবে অভিশাপ।।
১৭টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আমার লজ্জা হয় এদের জন্য। ভাবতে ঘৃনা বোধ করি, কতো রাজার মতো পায়ে প্রনাম জানিয়ে এসেছে এদের। কস্ট হয়।
ঘৃনা জানাবার ভাষাও জানা নেই আসলে।
নীলকন্ঠ জয়
অনেকটা কষ্ট নিয়েই লিখেছি শুন্য। আপনার আমার মতো লাখো তরুণের ঘৃণা একদিন আগুন হয়ে জ্বলবে…প্রত্যাশা সেদিনের।
লীলাবতী
এদের প্রতি সারা জীবন ঘৃনা অব্যাহত থাকবে। ভালো লিখেছেন।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ লীলাদি। তারুণ্যের মাঝে ছড়িয়ে পড়ুক ঘৃণা।
জিসান শা ইকরাম
এদের প্রতি ঘৃনা একজনমে কমবে না, এই ঘৃনা চলবে প্রজন্ম থেকে প্রজন্ম।
খেয়ালী মেয়ে
ঘৃনা ছাড়া এদের জন্য আর কি থাকতে পারে?..
নীলকন্ঠ জয়
এই ঘৃনা চলবে প্রজন্ম থেকে প্রজন্ম। (y)
অনেক ধন্যবাদ বড় ভাই।
নীলকন্ঠ জয়
সত্যিই আর কিছু থাকতে পারে না। ধন্যবাদ খেয়ালী মেয়ে।
বন্য
ঘৃণার তপ্ততা কত এবার বুঝবে তারা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঘৃনা জারি থাকবে।
নীলকন্ঠ জয়
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঘৃনা জারি থাকবে। (y)
মোঃ মজিবর রহমান
এই ঘৃণা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে চা
তাদের ধিক্কার ও ঘৃণা চল্বেই চলবে।
নীলকন্ঠ জয়
এই ঘৃণা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে চাই (y)
মোঃ মজিবর রহমান
ইয়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সেরা কবিতা জয় ভাইয়ার……………. ঘৃণা
নীলকন্ঠ জয়
ধন্যবাদ প্রিয় মনির ভাই
অলিভার
মায়ের স্নেহ ঢেকে রাখে পশুদেরও পাপ
এই পশুদের মায়েও দিবে অভিশাপ।। (y)
নীলকন্ঠ জয়
ধন্যবাদ।