কৈশোরের চিনা রাজ পথগুলো হারিয়ে যাচ্ছে!
বয়সের নোনাটা হাত ছানি দিয়ে বুঝানোর চিহ্ন;
একে বারে গোয়াল ঘরের হাউলাপান্টির উত্তাপ
ভ্ন্নি- স্কুলে স্যারের বেত অথচ যৌবন হাসি খেলা
রঙিন মাঠ যেনো ঘুড়ি উড়ানো আকাশ প্রান্তর;
রঙধনু বিকালে সবই হারানো পথ সত্যটা মানতে
নতুন ক্ষতের বিল টলমল জল শাপলা ফুলের ঘাট
নৌকা চলানোর পূর্ণিমা রাত যেনো পূজা করার খাট
একাকার সবুজ ঘাস আর দুই এক ঘাসফড়িং উড়ন্ত
মিছিল- এই পথ খুঁজে পাওয়া, যার কোন শেষ নেই
সন্ধ্যা তারা দেখার ক্ষমতা নেই- শুধু শূন্যতার হাক!
বন্ধুত্বের ছুঁয়া নেই আহাকার ডুবানির সাঁতার নেই-
অতঃপর পথগুলো মরিচিকার শকুন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে
অবলা চোখ আঁধার দেখচ্ছে উঠানে ঘাস বৃদ্ধবয়স হচ্ছে।
১৭ ভাদ্র ১৪২৬, ০১ সেপ্টেম্বর ২০
———————————–
৩০টি মন্তব্য
সুরাইয়া পারভীন
বাস্তবতা বড়ই নিষ্ঠুর আচরণ করে মানুষের সাথে
সময়ের সাথে সাথে ফেলে আসতে হয় সব সবকিছু
ভাল লিখেছেন ভাইয়া
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুরাইয়া আপু
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
ফয়জুল মহী
মননশীল সৃজনশীল লেখা ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সুপায়ন বড়ুয়া
কৈশোরের চিনা রাজ পথগুলো হারিয়ে যাচ্ছে!
যেমন সন্ধ্যা গড়িয়ে রাতের আঁধার আসছে।
ভাল লাগলো। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সুপর্ণা ফাল্গুনী
কৈশোর পেরিয়ে বৃদ্ধ , পিছনে সরে সরে যাচ্ছে সব চেনা পথগুলো, মুখগুলো। চোখে আঁধার নেমেছে।চমৎকার কবিতা ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপার্ণা দিদি
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
রোকসানা খন্দকার রুকু।
বন্ধুত্বের ছুঁয়া নেই আহাকার ডুবানির সাঁতার নেই-
অতঃপর পথগুলো মরিচিকার শকুন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে
অবলা চোখ আঁধার দেখচ্ছে উঠানে ঘাস বৃদ্ধবয়স হচ্ছে।*****
হাহাকারে ভরে গ্যাছে চারদিক।
ভালো লাগলো। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু দিদি
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
শামীম চৌধুরী
খুব সুন্দর।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
বন্যা লিপি
চিনা রাজপথ? না চেনা রাজপথ! হাউলাপান্টি কি কবি? বুঝলাম না। নতুন ক্ষতের বিল?পুজাকরার খাট কি? বন্ধুত্বের ছুঁয়া? নাকি ছোঁয়া কোনটা?
যেকোনো লেখায় বানান এক অপরিহার্য বিষয়। বানানের কারনে লেখার সৌন্দর্য এবং ভাবার্থ লেখার মান নির্ধারন করে। যদিও অনেক সময় টাইপিংএর বেসামাল ডিগবাজি বিরক্তকর। তবুও সম্পাদনা করার অপশন যখন আছে, তখন সে সুযোগ হাতছাড়া করা উচিত নয়।
আপনার লেখার মানোন্নয়নের জন্যই কথাগুলো বললাম। আশা করবো মাইন্ড করবেন না আমার ওপর।
শুভ কামনা নিরন্তর।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি লিপি আপু আসলে আপনাকে না বুঝার জন্য আমি ভীষণ ভাবে ব্যর্থও দুংখিত
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
আরজু মুক্তা
ফুপি, হাউলাপান্টি হলো, রাখাল গরুকে মারতে যে লাঠি ব্যবহার করে।
আলমগীর সরকার লিটন
এযে আপনি বুঝতে পারলেন আর লিপি বুঝতে পারল না এটাই হলো জ্ঞানের প্রকাশ
অশেষ ধন্যবাদ আপু
ইঞ্জা
ভাই শুধু কবিতা কেন, অনুগল্প, গল্প, সমসাময়িক বিষয়, ভ্রমণ সহ ইত্যাদি বিষয় নিয়ে লিখুন, ব্লগিয় জীবন কবিতা নয় অন্য সব বিষয়ও আছে, বড় ভাই হিসাবে এই এডভাইস নিশ্চয় অনুসরণ করবেন বলে আশা রাখি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় ইঞ্জ দা আসলে অফিসে এত কাজ গল্প বা অন্যলেখার সময় একেবারে কম কবিতা দুই চার লাইল কাজের ফাঁকে লেখি
তারপরও চেষ্টা করব———–
ইঞ্জা
ভাই আমরা তো সারাদিন অফিস করিনা, যেমন আমি লিখি সন্ধ্যার পর।
আলমগীর সরকার লিটন
জ্বি দাদা সন্ধ্যা পর বাসা তিন ছেলে আলফী,আকুক ও আফীক দের একটু সময় দিতে হয়
তৌহিদ
হাহাকার নিয়েই সামনে এগিয়ে যেতে হয়।এটাই জীবনের নিয়ম। চমৎকার কবিতা পড়লাম ভাই।
ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
খাদিজাতুল কুবরা
সুন্দর কবিতা লিখেছেন লিটনদা।
চলন্ত রেলগাড়ীর মতোই সবকিছুকে পেছনে ফেলে জীবন ছুটে চলে জীবনের নিয়মে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কুবরা আপু
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
কমলিনী
বেশ লাগলো…
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কমলিনী আপু
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
আরজু মুক্তা
ভালো লাগলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সৌবর্ণ বাঁধন
মিছিল- এই পথ খুঁজে পাওয়া, যার কোন শেষ নেই- মুগধতা এই লাইনে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি বাঁধন দা
সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–