
এবারের পহেলা বৈশাখটা গৃহবন্ধী হিসেবে পালন করলাম শুধু পহেলা কেন দোসরা তেসরা চৌঠা সব বৈশাখী এখন পর্যন্ত গৃহবন্ধি হিসেবে পালন করছি
বৈশাখী ঝড় কালবৈশাখীর কালো মেঘ সবই গৃহবন্ধিত্বের মধ্যে দেখছি কোথাও কোন কোলাহল নেই ভুভুজেলার পো পো শব্দ নেই নেই নাগরদোলা বৈশাখী মেলা কিছুই
টাকডুম টাকডুম করে আজ বাজেনা বাংলাদেশের ঢোল রমনা বটমূল সরোয়ার্দী উদ্যান ঢাকাসহ দেশের সব জেলায় যত উদ্যান মিলনের স্থান সব ছিল নিশ্চুপ গোরস্থান
বৈশাখ এসেছে না হোক বৈশাখী উৎসব পাহাড়ি বৈসাবি উৎসব কিন্তু বৈশাখ এসেছে
বৈশাখ এসেছে আকাশ বাতাস কাঁপিয়ে তার কাল বৈশাখী নিয়ে
বৈশাখ এসেছে শেষ বসন্তের হাওয়া নিয়ে বৈশাখ এসেছে গ্রীষ্মের প্রখরতা নিয়ে তাপের তীব্রতা নিয়ে খরা রোদের দাবদাহ নিয়ে
গৃহবন্ধী বৈশাখ ছুঁয়ে যায় তার হাওয়া বৈশাখী বাতাসে বৈশাখী অনুভবে মন আর ঘরে থাকতে চায়না ইচ্ছে করে কাল বৈশাখীর মতো দূরদিগন্তে উড়ে যেতে
কিন্তু চাইলেই আমরা উড়তে পারিনা চাইলেই আমরা গৃহ থেকে বের হতে পারিনা এই বৈশাখে গৃহত্যাগী হলে শরীর হবে প্রাণত্যাগী এজন্যই এবারের বৈশাখ গৃহবন্ধী বৈশাখ প্রকৃতির স্বরলিপিতে লিখা কালবৈশাখীর বৈশাখ
বিশেষ দ্রস্তব: ইনসেটে আমি এবারের বৈশাখে গৃহবাহির হতে পারিনি তাই গৃহের মধ্যেই বৈশাখ পালন করেছিলাম
লাল পেড়ে সাদা শাড়ী পরে গৃহবন্ধী বৈশাখ পালনে আমি গৃহেই বসে আছি
৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার আপনার লেখা ভালো লেগেছে। ঈশ্বর সহায় থাকলে খুব শীঘ্রই এ বন্দীদশা থেকে মুক্ত হবো। শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
গৃহবন্ধি থেকেও তো আপনি বৈশাখ ভালোই পালন করছেন মনে হয় আপু।
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখেছেন দিদি।
আমিও বৈশাখে সেঁজেছি, শাড়ি পড়েছি বাসায় হেঁটে বেড়িয়েছি।
দারুন সব অনুভূতি ভালোই লেগেছে, তবে বাইরে ঘুরতে পারি নাই এটা নিয়ে একটু মন খারাপ ছিলো আর কি!
ভালো থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।