
টুকটাক টুকরো হাওয়ায়
বিদায়ী মাঘী-রাত শুধায়,
বসন্ত কি এসেছে বেলায়-অবেলায়
ধার করা কবিতায়, কবিতার সাথে?
হাহা অট্টহাসি
ভাঙলো বিষম অট্টালিকায়
কত-শত বাধার কাঁটা,
হরেক পদের পেরেক-আঁটা তক্তার বক্তৃতায়!!
মরীচিকার বালুমাঠে
দেখেছি বসন্তের খাবি খাওয়া,
সারা অঙ্গে ফুঁটেছিলো
জখমি-শীতের বরফি-ধুলা ;
এলেবেলে বিপুল শব্দে
রকমারি ছবির তুমুল বহরে,
বসন্ত কি লুটিয়ে গেলো
নিকানো রসুন ক্ষেতে?! 😜😜
★ জবাব পোস্ট 🙂
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এলেবেলে বিপুল শব্দে
রকমারি ছবির তুমুল বহরে,
বসন্ত কি লুটিয়ে গেলো
নিকানো রসুন ক্ষেতে? বসন্ত লুটাবে আপনার হৃদয়ে শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
হাহাহা, আচ্ছা লুটিয়ে পরুক তবে
গুটিয়ে না গেলেই হবে 😀😀
প্রথম কমেন্টের জন্যে একগুচ্ছ ফুল নিন 🌻🌺🌼🌸🌹🌷
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু একগুচ্ছ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সঞ্জয় মালাকার
এলেবেলে বিপুল শব্দে
রকমারি ছবির তুমুল বহরে,
বসন্ত কি লুটিয়ে গেলো
নিকানো রসুন ক্ষেতে?
দিদি বসন্তের শুভেচ্ছা, ফুলে ফুলে রঙিন হোক আপনার জীবন, শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
আসন্ন বসন্তের অগ্রিম শুভেচ্ছা আপনাকে দাদা।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা অফুরন্ত দিদি, আপনিও ভালো থাকবেন সব সময়।
কামাল উদ্দিন
পেয়াজ কিনতে রসুন ফুরায়, তাই এসব দামী জিনিসের নাম ভুলে ডুবে থাকতে চাই কবিতা বা অ-কবিতায়। কেন বসন্তের সাথে পেয়াজ রসুন গুলিয়ে পকেটের কম্পন বাড়িয়ে তোলেন আপু? ………শুভ সকাল।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, দারুন বলেছেন। আগে জানতাম হৃদয়ে কম্পন হয়, এখন পকেটেও কম্পন!
ইয়ে,,,, হৃৎপিণ্ড কি পকেটেও থাকে কম্পিত ভাই?
কামাল উদ্দিন
ওটা তো আপু মানি ব্যাগের কথা বলছি 🙂
নিতাই বাবু
>এলেবেলে বিপুল শব্দে
রকমারি ছবির তুমুল বহরে,
বসন্ত কি লুটিয়ে গেলো
নিকানো রসুন ক্ষেতে?!<
তাইতো দেখছি পেঁয়াজ রসুনের এতো এতো মূল্য বৃদ্ধি! সাথে ভালোবাসার দামও খুব চড়া! কবির কবিতায় এবার বুঝি পড়লো হাতকড়া।।
সাবিনা ইয়াসমিন
আমার হাতে হাতকড়া পরার উপায় নেই দাদা। এটা মহারাজের কবিতার জবাব পোস্ট ছিলো। কড়া-ফোড়া যা কিছু তারই হবে 😀😀
শুভ কামনা রইলো দাদা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
কবি অপ্রতিরোধ্য কোকিল কন্ঠের কুহু বিলাসে,
শিমুল শিউরে শীত ঘুমে ছোঁয়েছে পরশে কুজ্বটিকা অনায়াসে।
কবি শতশত আহ্বান হেমন্তের পরখ ছোঁয়া আজও বাতায়নে বহে,
কবি প্রতিক্ষারত হও আসবে বসন্ত এ ভরা ফাল্গুনে রক্তিম পলাশের ফাগুনে।
ছাইরাছ হেলাল
“হরেক পদের পেরেক-আঁটা তক্তার বক্তৃতায়!”
বিপুল পেরেকর সমারোহে বসন্ত দেখাচ্ছে তা থৈ নৃত্য
বেলা অবেলা যাই যাই শীতে ধারে পাওয়া কবিতায়!
সুপায়ন বড়ুয়া
“বসন্ত কি এসেছে বেলায়-অবেলায়
ধার করা কবিতায়, কবিতার সাথে?”
কে কার করে ধার
জানা তো হয় না আর
বসন্ত আসে প্রতিবার।
ভালো লাগলো। শুভ কামনা।
ফয়জুল মহী
চমৎকার l ♥️♥️♥️♥️
মনির হোসেন মমি
নিকানো রসুন ক্ষেতে
কী?
জিসান শা ইকরাম
শিরোনামটাই তো অনুবাদ লাগবে।
গুল- গল্প কাহাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দিন ম্যাডাম 🙂
তক্তায় হরেক পদের পেরেকই বা লাগবে কেন?
কবিদের কথা বুঝতেই তো পারিনা আজকাল।
বুঝিনা যেহেতু, সেহেতু আপনি কবি হয়ে গিয়েছেন 🙂
শুভ কামনা।
ইসিয়াক
খুব সুন্দর।