
মরলে হাতি লাখ টাকা, তাও
মরুক হাতির দল,
গাধাটাকেই আজ বেছে নাও
গাধার দলে চল।
এই বলে সব আমজনতা
ছুটল গাধার দলে,
তবুও হাতি সাদাবাড়ি
রাখবে নানান ছলে!
বলল সবাই গাধাই ভাল
হাতিই অধম জাত,
গাধাই মানুষ,হাতি কেবল
দিনকে বানায় রাত।
গায়ের জোরে জাত কেড়ে নেয়
পাত কেড়ে নেয় লোকের,
এই হাতিটাই পাল্টে খোলস
রূপ ধরে নেয় জোকের।
সুযোগ পেয়ে তাই জনগণ
উঠল গাধার পিঠে,
করল রঙিন সাদাবাড়ি
লাগছে দারুন মিঠে!
১৮টি মন্তব্য
কামাল উদ্দিন
আমেরিকার নির্বাচন এবং বাস্তব অবস্থা নিয়ে চমৎকার ছড়া। ভালোলাগা জানিয়ে গেলাম নজরুল ভাই………শুভ সকাল।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় কামাল ভাই।
রোকসানা খন্দকার রুকু
জনগন যেদিকে যায় সেদিকেই বিপদ।
ছড়াচছলে দারুন বাস্তবতা।
শুভ কামনা রইলো ভাইয়া।
হালিম নজরুল
শুভেচ্ছা অফুরান
ছাইরাছ হেলাল
দুকূল রক্ষা করে লেখা ছাড়া আর কী -ই-বা বলার আছে!!
হেরে গেলে কত কী বলে সুন্দরের আড়ালে!!
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় কবি
সুপর্ণা ফাল্গুনী
এতো সুন্দর ভাবনা টা আপনার মাথা থেকেই আসা সম্ভব। রম্যচ্ছলে সত্যিটাকে কে দারুন ভাবে তুলে ধরলেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
হালিম নজরুল
ধন্যবাদ দিদি। শুভকামনা রইল।
আলমগীর সরকার লিটন
হাতি কে পূজা করে গাদাতে খাটনি
সহজ সরল গাদাটাই আজ দেখ খাঁটি—————–
হালিম নজরুল
ধন্যবাদ
শামীম চৌধুরী
চমৎকার ছড়া।
শুভ কামনা রইলো।
হালিম নজরুল
ভালবাসা জানবেন ভাই।
ফয়জুল মহী
বাহ্ চমৎকার লিখেছন কবি,
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
হা হা। মজা পেলাম।
ওরা হারলেই কি? জিতলেই কি? নীতি তো একি থাকে
হালিম নজরুল
ঠিক বলেছেন, ধন্যবাদ।
জিসান শা ইকরাম
কি আর করা, গাধাই ভালো।
অনেক দিন পরে আসলেন,
মিস করি আপনার লেখা এবং আপনাকে।
শুভ কামনা।
হালিম নজরুল
সময়ের সাথে যুদ্ধ চলছে। খুব একটা পেরে উঠছি না। চেষ্টা চলছে। ধন্যবাদ ভাই।