
অর্থ ছাড়া কবিতার হাত পা চোখ মুখ
দেহের রূপ লাবণ্য গঠন হয় না-
চুল খসে যাওয়া ভাবনাগুলো ছাড়াও
কবিতা দুচোখে দেখাই যায় না;
গভীর থেকে সেই চিন্তা রস আনতে হবে
না হলে কবিতাকে স্পর্শও করা যাবে না
কবিতাকে একবার পলক আকর্ষণ করে না
বার- বার- বার- বার পলক ফালাতে হয়,
তাহলেই নিঃশ্বাস নেয়া যাবে কবিতার বুকে;
সব কবিতার সুর কাল্পনিক সুন্দর কারণ
গলি পথ একটাই- আমরা সেই গলি পথে হাঁটি
ইচ্ছা ফুরায়! তবুও পথ চিনতে ভুল করি
চল বার বার হেঁটে যাই কবিতার গলি পথ।
০৪ আশ্বিন ১৪২৮, ১৯ সেপ্টেম্বর ২১
১৩টি মন্তব্য
বন্যা লিপি
আমি কোন গলিতে যে হাঁটব চিন্তায় আছি….. আপনি হেল্প করতে পারবেন লিটন ভাই?
আলমগীর সরকার লিটন
জি লিপি আপু আমি হেল্প করলে আপনার পছন্দ হবে না
কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
বন্যা লিপি
বলেই দেখেন!!! তবু তো জানা যাবে…..আপনার ভাবনা…..
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভূতির ব্যক্ততা কবি দা।
তারপরও অজান্তেই যেন কবিতা লেখা।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি লিটন দা
কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
মোঃ মজিবর রহমান
কবিতা ছেড়ে গেছে আমকে ,না আমিই ছেড়েছি তাঁকে! খুব খুব মানসিক যন্ত্রনায় ,হাত পা ছাড়াতে/নাড়াতে কষ্ট হই।
এখন কবিতাকে স্পর্শ করতে পারি না।
মনে হই যোজন যোজন দূরে ……… অনেক অনেক দূরে বাস।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার প্রকাশ — “ইচ্ছা ফুরায়! তবুও পথ চিনতে ভুল করি
চল বার বার হেঁটে যাই কবিতার গলি পথ”।
শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি আলম দা
কষ্ট করে পাঠে করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভাইয়া আপনিও সুস্থ আর ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
সব কবিতার নিজস্ব সুর-ছন্দ থাকে। কবিতাকে না ছুঁয়ে সেই সুর-ছন্দ উপলব্ধ করা যায় না।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জি কবি সাবিনা আপু সুন্দর বলেছেন আর
কষ্ট করে পাঠে করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
হালিমা আক্তার
কবিতার গলিপথে, কবিতা খুঁজে বেড়াই নিরানন্দময় মন ভিজিয়ে। সে কবিতা না অ-কবিতা। ভাবা হয়নি কোনো কালে। শুভ কামনা রইলো ।