সোনেলার গলি ঘুপচি ঘুরে পাক্কা দুইখানা হারানো বিজ্ঞপ্তির খোঁজ পেলাম> নিখোঁজ সংবাদের খোঁজ!! এও সম্ভব? সেই হারানো বিজ্ঞপ্তি কিসের তবে যার খোঁজ আছে?
গলি ঘুপচির হারানো বিজ্ঞপ্তি
সোনেলাতে আসা জিসান ভাইয়ার হাত ধরে।
সোনেলাতে থাকা কিন্তু অনেক কারণে, কারণ হচ্ছে-
* ব্লগিং বুঝতে না পারার কারণে অনিয়মিত হলেও টিকটিকির মতো একজন ঠিকই টিকটিক করে ঠিক ঠিক খোঁচা দিতো, খবর নিত- তিনি আর কেউই নন লীলাবতী মানে লীলাপু ^:^
* সোনেলায় এসে ‘শুন্য ভাইয়া’র পোস্ট দেখতে দেখত এক সময় নিউটনের চতুর্থ সূত্র আবিষ্কারের মতো মহান আবিষ্কার করা হয় যে শুন্যাপুই হচ্ছেন শুন্য ভাইয়া :D)
* সোনেলার প্রথম মিলনমেলায় আমার পাশে থাকা মনির ভাইয়ার মাটির মতোন সরলতা যার কোন পোস্টেই আমি কোনদিন যাই নি কিন্তু উনি ঠিকই আমার পোস্টে এসে কিছু বলে যেতেন (3
* পোস্ট নেড়েচেড়ে দেখতে দেখতে একেবারে অন্য রকম একটি ব্লগ আইডি দেখে ঢুঁ মেরেছিলাম। দু’টো গল্প পড়েই আমি রীতিমত বাক্যহারা হয়েছিলাম এবং তাঁর সেই সিকুয়্যাল প্রিকুয়্যালের লোভেই নিয়মতি চলে আসা। তিনি আর কেউই নন আমার দেখায় এই ব্লগের সেরা প্লট নির্মাতা কৃন্তনিকাপু।
* এই কয়জনের পরে একে একে বাকিরা। নাম নিতে গেলে নীলাপু, গুলতি ছুঁড়ে মারার তাজাপু, ব্লগার সজীব ভাই, ইমন ভাই (ফেবুতেই পরিচয়), ভয়ে ভয়ে ছাইরাছ হেলাল ভাইয়ার পোস্ট। আরো বেশ কিছু নাম আছে তবে আমি স্বচ্ছন্দ হয়ে উঠিনি এখনো সবার সাথে। মজাই পাই সবার কমেন্ট পড়ে। আর মজা করি নীলাপুর সাথে-সময়ের পার্থক্যের কারণে রাত জেগে উনার সাথে কমেন্টে ‘ব্লগ আড্ডাবাজি’টা শিখে ফেলছি বটে 😀
***ভাবছেন এই পোস্ট কেন? কিছু আগে দেওয়া পোস্ট লুকিয়ে ফেললাম কেন? কারণঃ
অ) যেই টিকটিকির খোঁচা আর পোস্টের জন্যে সোনেলায় থাকা শুরু সেই টিকটিকির ঠিক ঠিক করে বলা পোস্ট আসে না জুলাই ২২, ২০১৫। এই যে লীলাপু! আর কত লীলা দেখবানে?? এইবা পোস্ট দিয়ে নতুন লীলা দেখান দেখি ;?
ক) ফিউশন ধর্মী প্লটের নির্মাতা নিজেই এখন গায়েব! কিসের খোঁজে? নতুন ফিউশন নাকি? বলি আমাদের এভাবে আর কতো অপেক্ষা করাবেন শুনি? জ্বী, আপনাকে বলছি কৃন্তনিকাপু। সেই যে জুন ২৯, ২০১৫ তে পোস্ট দিলেন এরপরে একেবারেই গায়েব শুধু গত ১৪ই আগষ্টে হাজিরা দিয়েছেন তাজাপুর পোস্টে!! যদিও আপনার শেষ কিছু পোস্ট এসছে ২০ থেকে এক মাস পরপর নিয়ম করে কিন্তু এইবার যে একেবারেই মাস ছাড়িয়ে গেলেন!
যাদের সাথে সখ্যতা গড়ে উঠেছে তাঁদের বলে বলে লেখা আদায় করছি কিন্তু এই দুইজনকেই তো পাচ্ছি না কিছুতেই যে বলবো। ^:^
ভীষণ ফাঁকিবাজ হয়েছেন লীলাপু, ফেবুতে থাকলে আপনাকে পাকড়াও করতাম তাজাপুর প্রোফাইলের সেই বন্দুক দিয়ে :@
এই বিজ্ঞপ্তি নিয়ে এখন কি করি? নাকি সোনেলার গলি ঘুপচির এই হারানো বিজ্ঞপ্তি খোঁজ পাওয়ায় মডুরা নিজেরাই নিখোঁজ হয়ে যান আবার! ^:^
৫১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অবশেষে নীতেশ ও প্রকৃত ব্লগার হয়ে গেল।
আপছোচ কিছুই হওয়া হলো না।
নীতেশ বড়ুয়া
আমি বল্গার হইতেসি :D)
আপনি তো আগে থেকেই ছিলেন! নতুন করে কি হতে চান বলুন :p
প্রজন্ম ৭১
লীলাবতী এমনি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান মাঝে মাঝে।কোথায় জানকী করেন কিছুই ধারনা করতে পারিনা।
ফেইসবুকে সোনেলা গ্রুপে দেখেছিলাম যে কৃন্তনিকার বাবা আর এই এজগতে।একারনে হয়ত মন খারাপ কৃন্তনিকার।কৃন্তনিকার লেখার মান সম্পর্কে মন্তব্য করাও কঠিন।তার প্রতিটি লেখা ব্যতিক্রম ধর্মী।
আমরা চাই,লীলাবতী এবং কৃন্তনিকা রেগুলার হোক সোনেলায়।দুজনই এই ব্লগকে আলোয় আলোকিত করে রেখেছেন।
আপনি ব্লগিং টা শিখেই ফেললেন -{@
নীতেশ বড়ুয়া
লীলাপুর খোঁজে শেষে না জানি জিসান ভাইয়াকে ‘নিখোঁজ দ্য সার্চ’ পার্টি নামাতে হয় :p
কৃন্তনিকাপুর বাবার আত্মার শান্তি কামনা করছি। ফেসবুকে নেই তাই জানতাম না 🙂 🙁
আপনাকেই তো রেগুলার পাই না!! ;?
এখনো শিখে শেষ করতে পারি নি ;(
মেহেরী তাজ
ভাইয়া আমি সোনেলাই এসে অনেক নাম পেয়েছি। প্রতিদিন পেতেই আছি। এতো এতো নামের মাঝে না নিজের আসোল নামটাই ভুলে যাই। ;?
আমার বন্দুক! ? তাও আবার আমার লীলা আপুকে ধরার জন্য দেবো নায়ায়ায়ায়া।
তবে উনাকে ধরার একটা ব্যবস্থা করা উচিত।
আর কৃন্তনিকা আপু? উনার কথা আর কি বলবো? ব্লগে আসার পর থেকেই দেখছি উনি এমন। মাঝে মাঝেই ডুব মারতে খুব পছন্দ করেন। তবে ফরে আসেন বিশেষ কিছু নিয়ে।
নীতেশ বড়ুয়া
আমি আবার নাম আমার মতো করে ডাকতে পছন্দ করি তাজাপু :p
আরে দাগ থেকে যদি ভাল কিছু হয় থুক্কু বন্দুক থেকে যদি ভাল কিছু হয় তবে দেয়াই ভাল… দেখলেন না কেমন হাজিরা দিলো :v
জিসান শা ইকরাম
সবাইকে সোনেলার উঠোনে দেখতে ভালো লাগে খুব
ধীরে ধীরে ব্লগার হয়ে যাচ্ছেন পোষ্ট দাদা
পুর্বের পোষ্ট তো একজন পারফেক্ট ব্লগারের।
শুভ কামনা।
নীতেশ বড়ুয়া
জীবন শেষে যদি আমাকে জিজ্ঞেস করে যে ব্লগ কিভাবে চিনলে তো আমি এক কথায় উত্তর দেবো ‘জিসান শা ইকরাম’ আর যদি জানতে চায় কেন এই নাম তবে আবারো উত্তর দেবো ‘চতুর, সামু, আমু তে নিয়েও আমাকে চেনাতে পারে নি কিন্তু সোনেলাতে এনে আমাকে ঠিকই নিজের সময় দিয়ে বুঝিয়েছেন তাই এই নাম’
এখন অলগলিতে বাতাসে পানিতে যে হারে ব্লগার আইডেন্টিটি লাগাচ্ছে সে রকম ব্লগার হতে চাই না, সত্যি বলতে ব্লগিং করতে অনেক পড়াশোনা থাকা লাগে… ব্লগার হওয়া তাই আমার জন্য অনেক দূরের পথ 😀
রিমি রুম্মান
আমি বুঝি এখনো কারো “স্বাচ্ছন্দ্য হয়ে উঠিনি” তালিকায় পরে রইলাম… 🙁
নীতেশ বড়ুয়া
স্বাচ্ছন্দ্য হয়ে উঠলে তখন বলবেন ‘এই ঝামেলা না থাকলেই ভাল হতো’ :p
লীলাবতী
ভাইয়া কি হয়েছে,কি হয়েছে? ( খবর পেয়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করার ইমো )
নীতেশ বড়ুয়া
আপনার পোস্ট কই??? আড্ডা কই??? লীলাপুর লীলা না দেখলে কি চলে?? :@ ^:^
লীলাবতী
আমার পোষ্ট চলে এসেছে,আড্ডা ইজ রানিং বিটুইন বিভিন্ন পোষ্ট :p
নীতেশ বড়ুয়া
ইয়েহহহহ… লীলাপু আডদাফায়িং ওয়ান্স এগেইন 😀 (3 -{@ \|/
লীলাবতী
কৃন্তনিকা আপুর পাশে আমার নাম দেখে পালাতে ইচ্ছে করছে।আপুর লেখার মান আপুকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।আমি সময় পেলে এখনো আপুর বিভিন্ন লেখা পড়ি।
নীতেশ বড়ুয়া
নিখোঁজ হলে নাম পাশে থাকবেই…
আমি বারেবারেই বলেছি যে সোনেলাতে শুরু হতে আমি দুইজনে জন্য ১) জিসান ভাইয়া ২) টিকটিক লীলাপুর ফেবুতে খোঁচা।
‘কৃন্তনিকা’ আপুর পোস্টে আমি এখন আর কমেন্ট করার কিছুই পাই না… যতোবার পড়ি ততোবার মনে হয় নতুন করে পড়ছি। এতোটা অসাধারণ আর ক্রিয়েটিভ প্লট উনি কিভাবে মনের সাথে আঙ্গুলে মিলন ঘটান তা এক মাত্র কৃন্তনিকাপুইই জানেন ;?
শুন্য শুন্যালয়
শুন্য যখন ভাইয়া ছিলো, একটা লেখাও কোনদিন পড়েনি ফাঁকিবাজ দাদা। পড়লে না বুঝবে ভাইয়া না আপু। তবু ভাইয়া জেনেই ফেসবুকে আমাকে এড পাঠিয়েছেন এজন্য দাদাকে লম্বা ধন্যবাদ।
কৃন্তনিকার আইডি লিঙ্ক কিন্তু আমি দিয়েছিলাম মনে আছে? সে আমার প্রিয় গল্পকার। তার দেরিতে আসা আমাদের সহ্য হয়ে গেছে কারণ জানি সে ফিরে এলেই সোনেলায় ঈদের আসর হবে, এমনই তার লেখা।
লীলাবতী ওরফে ভত্তাবতী কে একদিন ইনবক্সে বলেছিলাম –আপনি কই থাকেন? নীতেশ দা আপনারে সোনেলায় বিচড়ায় (খোঁজে) :D)
ভালো বুদ্ধি দিছেন এইবার ঘড়ির কাঁটার পরিবর্তে তার কানের কাছে আমরা ঘন্টা বাজাবো আর নইলে তাজের বন্দুক তো আছেই 😀
ভালো কথা, তাজের বন্দুকে গুলি আছেতো?
নীতেশ বড়ুয়া
না নাআআআআআআআআআ… আমি পড়সি শুন্য ভাইয়ার লেখা ভাইয়া থাকতেই… এই জন্যই তো ফেবুতে যোগ হইসিলাম 😀 :D)
ভাইয়া থেকে শুন্যাপু হয়ে টাস্কি খাইসিলাম আর তাও কনফার্ম হইসিলাম লীলাপুকে জিজ্ঞেস করে আর জিসান ভাইয়াকে নক করে :p
কৃন্তনিকাপুর একটা প্লট পড়েছিলাম সেই মহারাজার ফিউশন প্লট! এরপরে ভুলেই গিয়েছিলাম। কিন্তু এই প্লটের সিক্যুয়েল প্রিক্যুয়েল যে আছে তা শুন্যাপু আপনি না চেনালে জানতামই না। কৃন্তনিকাপু এক কথায় ‘মাইন্ড ব্লোয়িং’ 😀
আমি উনাকে প্লটের জন্য নিরুদ্দেশ হতে দেখতে চাই নাআআআআআআআআআআআআআআআআআআআ ^:^
ভত্তাবতী~~ :D) 😀 :D) এই নামটা বেশী পছন্দ হইসে গো শুন্যাপুউউউউউউউউউউউউউউ :D)
তাজাপুর বন্দুকে গুলি আছে তো! ভত্তাবতী লীলাপু ঠা ঠা ঠা ঠা করে সে গুলি ফাটায় 😀 উনাকে পাকড়াও করতে তাজাপুর ঠা ঠা ঠা বন্দুকই লাগবে :v
এই ফাঁকে আপনি নিরুদ্দেশ হলে কিন্তু খবর দ্য নিউজ আছে কইলাম শুন্যাপু :@
শুন্য শুন্যালয়
আমি নিরুদ্দেশ? আমার দেশই তো এইটা 😀
মিছা কথাখানি হাছা বলিয়া ধরিয়া নিলাম। ভত্তাবতী আমাদের আইডির আইকন, নাম পছন্দ হইবেনা মানে, তবে আপনি তাকে ঢংগী বলেও ডাকতে পারেন, সে মাইন্ড করলেই প্রোফাইল পিকচার স্মরন করাইয়া দেবেন 😀
আর আপনি নিরুদ্দেশ হইলে কিন্তু বাঁশের কেল্লায় কন্টাক্ট করুম, নইলে লেডি সার্জন :D)
নীতেশ বড়ুয়া
নিরুদ্দেশ থেইকা ‘নি’ বাদ্দিয়া ‘শু’ লাগায়া ‘শুরুদ্দেশ’ কইরা দিমু কইলাম :@
না না মিছা না। তত্য বলতেতি তুন্যাপু আমি তুন্যভাইয়া থাত্তে দেত্তি আপনাল লেকা (3
লীলাপু ঢংগী বইলাই ভত্তাবতী :D)
উ ন্যুউউউ, লীলাপুকে আর যেখানেই দেন লেডি সার্জনের কাছে না প্লিগ :=
শুন্য শুন্যালয়
লীলাপুকে না, আপনাকে দেব নিরুদ্দেশ হইলে 😀
নীতেশ বড়ুয়া
সোনেলাকে সেখানে সাথে করে নিয়ে যাবো নিচ্চিত \|/ একসাথে সোনেলা ও আমার দেশ ভ্রমণ হবে তবে আর ফিরে এসে সোনেলা আর আমার যৌথ উদ্যোগে পোস্ট আসবে “নিরুদ্দেশ ভ্রমণ” :D)
শুন্য শুন্যালয়
সোনেলা নিয়া কই যাবার ষড়যন্ত্র করছেন? সাবধান :@
সোনেলায় জ্বিন, পরী, তাবিজ কবোচ সব আছে কিন্তু :v
নীতেশ বড়ুয়া
এইসব জ্বি, পরী, তাবিজ, কবোচ, সব ভয়ে নাচে বেতের কাছে \|/
ইয়া ইয়া দিংকি ধিংকি \|/
ব্লগার সজীব
এই সজীবের নামটা আপনার লেখার মাঝে এসেছে দেখে ভালো লাগলো।হালকা গর্ব গর্ব লাগছে।গর্বিত করার জন্য ধন্যবাদ আপনাকে। লীলাবতী দিদির এমন ড্যব দেয়া সন্দেহ জনক।দিদির নাকি এনগেজমেন্ট হয়েছে? 🙂 আর কৃন্তনিকা আপুকে সারাক্ষণই মিস করি।তবে উনি এমনই।কম লেখেন।যেটি লিখেন তাতে তার কম লেখাটা পুষিয়ে দেন।
সহ ব্লগারদের প্রতি আপনার অনুরাগ দেখে ভালো লাগলো। শুভেচ্ছা আপনাকে -{@
নীতেশ বড়ুয়া
সোনেলায় এসে যে কজনকে এখানে প্রায় সময় দেখেছি তাঁদের মধ্যে একজন আপনি যারা নিয়মিতই পাশে থেকেছেন আমার সাথে 😀
লীলাপু ওরফে ভত্তাবতী এনগেজড!!! এই জন্যই এমন আর চুপেচাপে এ কম্ম সারা করে কিচ্ছুটি বলছে না :@
কৃন্তনিকাপু মানুষ্টাকেই আমার ফিউশন প্লট মনে হয়। মনে হয় যেন উনি টাইম মেশিনে চড়ে একবার এই কাল তো আরেকবার অন্য কালে ঘুরে ঘুরে নানান পরিচয়ে হাজিরা দিচ্ছেন 😀
অনুরাগ থাকতেই হবে তো না হলে আনন্দ পাওবো কিসে 😀
শুরু থেকে পাশে থাকার জন্য আপনাকে একগুচ্ছ -{@ সজীব ভাইয়া
দাদু ভাই
অভিবাদন :c -{@ ও শুভকামনা। অন্তত এখানে মাঝে মধ্যে দেখা হবে (3
নীতেশ বড়ুয়া
দাদু ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই 😀 (3 😀 (3 😀
আপনাকে মিস করি 🙁
এখন থেকে নিয়মিত আপনাকে এখানে চাইইইইইইইইই চাই দাদু ভাই (3
কৃন্তনিকা
আপনি আমাকে হারিকেন দিয়ে খুঁজছেন জেনে ভীষণ ভালো লাগলো। ভাবলাম, নিজেই দেখা দেই :p
আপনাকে ফেসবুকে খুঁজলাম… পেলাম না। 🙁
অনেক দিন ধরেই লেখার সময় ও সুযোগ হচ্ছে না। তাছাড়া নতুন কোন প্লটও মাথায় নেই… আর আমি হুট করেই কিছু লিখতে পারি না।
সামনের কয়েক মাস হয়ত আমার সোনেলা সহচর ও সহচরীদের মন রাখতে পারবো না… সেজন্য আন্তরিকভাবে দুঃখিত…
নীতেশ বড়ুয়া
শুধু কি হারিকেন? সাথে তাজাপুর বন্দুক যার গুল্লি হচ্ছে আবার (3 তাক করলেই ঠা ঠা ঠা ঠা করে শব্দ হয়ে ছুটে যায় 😀
ফেবুতে নেই আমি বেশ কিছুদিন। ডিয়েক্টিভেট হয়ে আছি। ফিরলে আপনাকে খুঁজে পাবো কিভাবে জানি না ;?
প্লট নেই!!! তাহলে কি আমরা শীঘ্রই কিছু পাচ্ছি না!!! 🙁 ;(
দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে := -{@
নীলাঞ্জনা নীলা
নিজের নামটা দেখে খুশী এবং লজ্জ্বা দুটোই পাচ্ছি নীতেশ দাদা।
তা আজ কোথায়? আড্ডা দিতে এলাম তো। আজ আমার অফ ডে, কাজ-কর্ম নেই। \|/
;?
মেহেরী তাজ
গতকাল আপনাকে খুব মিস করেছি আপু। কই ছিলেন??
নীতেশ বড়ুয়া
উনি সাজুগুজু করে আড্ডার পাট্টিতে ছিলেন :p
নীতেশ বড়ুয়া
মন ভাল ছিল না তাই ল্যাপ্পী থেকে দূরে ছিলাম কিন্তু মোবাইল থেকে দেখেও কেন জানি না যতই কমেন্ট করি একতাও আসছিলো না ;(
ইমন
এভাবেই বন্ধুত্বের সম্পর্ক দৃর হোক, টিকে থাকুক আজীবন। শুভেচছা আপনাকে এবং সুনেলার সকল ব্লগারদের কে -{@
নীতেশ বড়ুয়া
আপনাকেও শুভেচ্ছা ইমন ভাইয়া 😀 -{@ (3 -{@
অরুনি মায়া
সবার ক্লাস নিয়েছেন দেখছি 🙂
নীতেশ বড়ুয়া
ক্লাশ? মোটেও না… এখানে ক্লাশ নেন ভত্তাবতী লীলাপু। আর সেই ক্লাশের নজরদারি করেন তাজাপু (উনার গুলতি আর বন্দুকের ভয় দেখিয়ে) কৃন্তনিকাপু হচ্ছেন সেই ক্লাশের নিত্যদিনের প্লট নির্মাতা। নীলাদি হচ্ছেন চুনসুরকির সেই ক্লাশের ছাত ভুলিয়ে আমাদের নীল রঙ এর আকাশ সাথে তারা গাছ০পালা ফুল দেখানোর মালি।এই ক্লাশের হেড কিন্তু শুন্যাপু, হাতে বেত না রাখলেও বেতের একটা আবহ তৈরী রাখেন সদা।
আর আমি?
মাঝে মাঝে উঁকি মেরে টুকি দিয়ে চলে যাই।
আপনাকেও এই ক্লাশে স্বাগতম \|/
অরুনি মায়া
কিন্তু উনারা সবাই বেশ অনিয়মিত হয়েছেন। সবাই ব্যাস্ত,,,,,, 🙂
নীতেশ বড়ুয়া
একদিন আমিও যাবো ব্যস্ত হয়ে, দরকার নেই তখন আর তাঁদের :@ ^:^ (-3
নীতেশ বড়ুয়া
আগের কথা ছিলো কথার পিঠে কথা। কিন্তু মূল কথা- রোজ ক্লাশে হাজিরা দিয়ে খাতা জমা দিবেন কিন্তু… নাহলে!!!!! :p
অরুনি মায়া
সব ফাঁকিবাজ হয়ে গেছে।
জিসান ভাই প্রিন্সিপাল।
সো তাকে বলতে হবে আরও কড়া হতে,,,,
নীতেশ বড়ুয়া
কার কথা বললেন?? প্রিন্সিপাল?? হেহ্… উনি হলেন ফাঁকিবাজের প্রিন্সিপাল ;?
অরুনি মায়া
হা হা হা এক কাজ করা যায় প্রিন্সিপাল কে হুমকি দেই। হয় সে যেন নিয়মিত হয় নয়তনয়ত আমরা কিন্তু স্কুল চেঞ্জ করলাম,,,
নীতেশ বড়ুয়া
ক্ককিইইইইইইইইইইইইইইই!!!!!! স্কুল চেঞ্জ??? মোটেও না… ^:^
প্রয়োজন প্রিন্সিপালকে হেদ শুন্যাপুর বেতের ভয় দেখাবো :D)
অরুনি মায়া
বেত্রাঘাত শেষে আমাদের পিঠে না পড়ে ভাবছি,,,,,
:p
নীতেশ বড়ুয়া
ক্লাশে নতুন এলে বেত্রাঘাতের সিস্টেম চালু করিয়ে দিতে হয়, তাই লাইনে আসুন আর বেত্রাঘাত খেয়ে নিয়মিত হোন 😀 :D) \|/
অরুনি মায়া
;( ;(
নীতেশ বড়ুয়া
😀 :D) \|/
ব্লগার সজীব
ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক! -{@
নীতেশ বড়ুয়া
ঈদ মুবারক সজীব 😀 😀 \|/ -{@ 😀