
কবিতার গায়ে সিগারেটের গন্ধ
রোজ ধোঁয়ার মধ্যেই বসবাস
অথচ ক্যান্সার ভয় পায় না !
শুধু ডাক্তার চোখেই ক্যান্সার;
এতো বুঝার পরও বদ অভ্যাস
কাটে না- রোদবিরল হেঁটেই চলছে
বর্ণমালার রঙিন প্রেম- নীল জোছনার
গায়ে আধার ফ্রেম- তবুও বুঝে না
গন্ধ, সিগারেটের গায়ে ক্যান্সার
ধোঁয়ার পিচে চিরদিনের আধার।
১১ ভাদ্র ১৪২৮, ২৬ আগস্ট ২১
১১টি মন্তব্য
আরজু মুক্তা
কবিতা না লিখলে ভালো লাগে না। এমন বুঝালেন মনে হয়।
আলমগীর সরকার লিটন
জি কবি মুক্তা আপু সত্যই সঠিক বলেছেন
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
নেশা ছাড়েনা — গন্ধ, সিগারেটের গায়ে ক্যান্সার
ধোঁয়ার পিচে চিরদিনের আধার।
আলমগীর সরকার লিটন
জি কবি আলম দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুস্থতা কামনা করছি। শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
বেশ ভাবনাময় লেখা কবি দা।
মুগ্ধতা রইল নিরন্তর।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
সৌবর্ণ বাঁধন
সুন্দর লিখেছেন। কবিতার শরীরে সিগারেটের গন্ধ আছে হয়তো। তবে এই নেশা সিগারেটের চেয়েও তীব্র।
আলমগীর সরকার লিটন
জি কবি বাঁধন দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
হালিমা আক্তার
কবিতা সিগারেটের মতো, নেশায় বুঁদ হয়ে যায়। সিগারেটের ধোঁয়া ফুসফুস পোড়ায়। আর কবিতা মন পোড়ায়। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
যার যেটা পছন্দ সে তাতেই মগ্ন হয়, লাভ ক্ষতির হিসেব ছাড়াই।
শুভ কামনা 🌹🌹