মনের ভিতর কি আর গণতন্ত্র চলে?
এখানে চলে একনায়কতন্ত্র ।
এখানে আমি কাওরে নির্বাসন দেই,কাওরে জেল, ফাঁসি।
আবার কারও ক্ষেএে নিশ্চুপ,
( মানে হইলো গিয়া আড়ালে-আবডালে ভালোবাসায় সুবিধা দেই আরকি)।
ক্ষেত্র বিশেষে অতীব ভালবাসা প্রদর্শন করি,
(এটা আবার নিজের খায়েশ মতো)।
আবার কারও ক্ষেত্রে নিষ্ঠুর শাসকের রূপে করি রাজ্য শাসন….………..
(ঐ টা আবার গুরুত্ব বুঝে)।
একি অঙ্গে শত রূপ খেলা করে এই আমার…..
(দেবী রূপে করি সন্তান প্রতিপালন,আর চন্ডী রূপে চিত্ত হারণ)।
সবার অগোচরে গড়ে উঠা আমার এই রাজ্য………….
মাঝে মধ্যে আবার অন্য রাজ্য দখলের সাধও জাগে……
দখল করি,ভোগ করি সে রাজ্য ঐশ্বর্য আপন মনে………………………
হি হি হি
সে রাজ্য রাজা টেরও পায় না।
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এমন গণতন্ত্র সবার মধ্যেই বসত গড়ে আছে। স্বৈরাচার এর মতো দখল করতে ও মন চায় অন্যের অগোচরে। দারুন হয়েছে।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,মনের সুখ বড় সুখ
ধন্যবাদ।
ইঞ্জা
মনের রাজা তো সবাই হয়, ঠিকই বলেছেন এই মনটা কত কিছু যে করাই, কখনো কঠিন, কখনো মাখনেরঅতো নরম।
অপূর্ব মন বিশ্লেষণ করলেন, খুব ভালো লাগলো।
সাখিয়ারা আক্তার তন্নী
আপনাকে ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।
ইঞ্জা
শুভকামনা সবসময়
রেহানা বীথি
আপন মনে রাজা কিংবা রাণী আমরা সবাই। ইচ্ছেমতো যা খুশি তা-ই করতে পারি। কেউ জানবেও না, বাধাও দিতে পারবে না। 😃
বেশ লাগলো আপনার লেখা।
ভিতর, গণতন্ত্র, একনায়কতন্ত্র, ক্ষেত্রে, আড়ালে, কিঞ্চিৎ, খায়েশ, রাজ্য, রূপ, একই, চণ্ডী, গড়ে এসব বানানগুলো একটু ঠিক করে দিলে লেখাটার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,আপু ঠিক করে নিয়েছি।
ভালোবাসা নিবেন।
হালিম নজরুল
মাঝে, মাঝে মধ্যে আবার অন্য রাজ্য দখলের সাধও “জাগে……
দখল করি,ভোগ করি সে রাজ্য ঐশ্বর্য আপন মনে………………………”
———আমিও।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
শুভেচ্ছা নিবেন।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি
সাখিয়ারা আক্তার তন্নী
শুভ কামনা আপনার জন্য,
রাফি আরাফাত
মাঝে মধ্যে আবার অন্য রাজ্য দখলের সাধও জাগে……
দখল করি,ভোগ করি সে রাজ্য ঐশ্বর্য আপন মনে………………………
হি হি হি
সে রাজ্য রাজা টেরও পায় না।
আহা কি সুন্দর
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
ভালো লাগলো রম্য কবিতা।
বানানের দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। আমারও অনেক ভুল হয়। তাই খুঁজে খুঁজে আর সংশোধনে গেলাম না।
শুভ কামনা 🌹🌹
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,তবে খুঁজে দিলে ভালো হয়।
ভুল গুলা আমার চোখে পরে না তো।খুব ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
প্রথম লাইনে গণতন্ত্র, একনায়কতন্ত্র,,যেটা বীথি আপু আপনাকে ঠিক করতে বলেছেন। ওটাই করুন আপাতত। প্রথম লাইনের ভুল বানান দেখতে বেশি খারাপ দেখায় 🙂
আলমগীর সরকার লিটন
ভাল লাগল গণতন্ত্র
অনেক শুভেচ্ছা নিবেন————-
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
মোঃ মজিবর রহমান
যথার্ত বলিয়াছেন, যা ইচ্ছে তাই।
মানে যা ইচ্ছে করবে তাই করিব। থাকবেনা কোন তন্ত্র চলবে মনের তন্ত্রে।
বিচার চাই। রাম্যিক ভালই লাগিয়াছে।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভেচ্ছা নিবেন,
আর খুব,খুব ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন শুভেচ্ছা নিবেন।