গণতন্ত্র

সাখিয়ারা আক্তার তন্নী ১১ মার্চ ২০২০, বুধবার, ০৬:৪২:১২অপরাহ্ন রম্য ২১ মন্তব্য

মনের ভিতর কি আর গণতন্ত্র  চলে?
এখানে চলে একনায়কতন্ত্র ।
এখানে আমি কাওরে নির্বাসন দেই,কাওরে জেল, ফাঁসি।
আবার কারও ক্ষেএে নিশ্চুপ,
( মানে হইলো গিয়া আড়ালে-আবডালে ভালোবাসায় সুবিধা দেই আরকি)।

ক্ষেত্র বিশেষে অতীব ভালবাসা প্রদর্শন করি,
(এটা আবার নিজের খায়েশ মতো)।
আবার কারও ক্ষেত্রে নিষ্ঠুর শাসকের রূপে করি রাজ্য শাসন….………..
(ঐ টা আবার গুরুত্ব বুঝে)।

একি অঙ্গে শত রূপ খেলা করে এই আমার…..
(দেবী রূপে করি সন্তান প্রতিপালন,আর চন্ডী রূপে   চিত্ত হারণ)।
সবার অগোচরে গড়ে উঠা আমার এই রাজ্য………….

মাঝে মধ্যে আবার অন্য রাজ্য দখলের সাধও জাগে……
দখল করি,ভোগ করি সে রাজ্য ঐশ্বর্য আপন মনে………………………
হি হি হি
সে রাজ্য রাজা টেরও পায় না।

১১৭২জন ১০৫১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ