==গণজোয়ার-২==

ভোরের শিশির ৩১ মার্চ ২০১৫, মঙ্গলবার, ০২:৪১:৩৯পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

শোষিত জনতা, মৃত মানবতা
ক্ষমতা নীতির আশ্রয়ে
কুক্ষিগত স্বাধীনতা
ভাঙ্গো, ভেঙ্গে ফেলো
এগিয়ে চলো ওহে
বধির জনতা।

শাষিত এ জনতন্ত্র
মুখোশে গণতন্ত্র
রাজ্যতন্ত্র কায়েমতন্ত্র
ক্ষমতায় সে যেন পিশাচযন্ত্র!

এসো, গর্জে এসো হে জনতা
পিছুটান ফেলে তুলে ধরো
বেঁচে থাকার সব আকুলতা…

জাগো, জেগে উঠো
চলো, মিছিলে এসো
মন্ত্র, বেঁচে থাকার স্বাধীনতন্ত্র
ছিড়ে ফেলো তথাকথিত
শকুনির স্বার্থ কায়েমতন্ত্র।

মানবতা, স্বাধীনতা
উত্থিত মুঠো ভরা
আম-জনতার আকুলতা

জেগে উঠো… গর্জে উঠো…
পাতা হাত মুঠো করে
স্বাধীন মন্ত্রে ওহে জনতা।

৫২৪জন ৫২৪জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ