দ্বিমুখী ধারাপাতে আমিই খুব পাকাপোক্ত;
▪
মানুষ কখনও মানুষকে গুনতে পারে না
দেখে না কেউ ভিতরে তাঁতানো আগুন
কথার বুলডোজারে ভাঙচুর স্বপ্নবাড়ি
মানুষ এখন শিকল ভাঙার কারিগর
সেই থেকে আজ-
জানিনা– শব্দে প্রচন্ড ক্ষোভ জমা রেখেছি,
উপেক্ষার তল্লাশিতে বহুবার
আটকানো মানুষ ছেড়ে গেছি বোবা দরজায়
দগ্ধ প্রাণের বিদায়ী সংবর্ধনা আমার- তোমাকে?
▪
যদি পৃথিবী থেকে সাময়িক ছুটির মহড়ায়
অতীত ভুলে ফের প্রস্তুতি সম্পন্ন করতে গেলে
আবারও আসব আমি। পায়ের আলতা শুঁকতে
শুদ্ধতার আগুনে পুড়িয়ে প্রকাশ্যে প্রেমিক হতে
তোমার নাহয়- এরপর সরাসরি কারো বিছানায়।
▪
মনে হলে খোঁজে নিও তুমি–
বিস্ফোরক শব্দে একটি বাক্য আমার
বিশ্বাসের ডেথ-সার্টিফিকেটে লিখে গেছি-
‘আমিও মানুষ ছিলাম; ভিটামিন ছিঃ যুক্ত’
৫৯৮জন
৪০৯জন
২০টি মন্তব্য
বন্যা লিপি
অনেকদিন পর এলে ছোটভাই এই উঠোনে। এমন লেখা ” অনন্য বোধের প্রকাশ।
নাজমুল হুদা
বড় আপু। হ্যাঁ অনেকদিন পর।ব্লগে লিখতে গিয়ে সমস্যা হচ্ছিলো তাই।
ভালো থাকবেন সবসময় 💞
সুপর্ণা ফাল্গুনী
ডেথ-সার্টিফিকেটে আমিও মানুষ ছিলাম, ভিটামিন ছিঃ যুক্ত। অসাধারণ ভাবনার বহিঃপ্রকাশ। অন্যরকম ভাবনার লেখার ভক্ত আমি। ভালো থাকুন সুস্থ থাকুন
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💕। সব সময় বিরক্ত করি আপনাদের লেখা পড়ার জন্য। আপনিও ভালো থাকবেন সবসময়।
ফয়জুল মহী
দারুণ লেখা । ভালো থাকুন।
নাজমুল হুদা
ধন্যবাদ প্রিয় ভাইয়া 💞।
আপনিও ভালো থাকবেন।
নীরা সাদীয়া
বিশ্বাসেের ডেথ সার্টিফিকেট! বাহ্
সময় মানুষকে অনেক কিছু শেখায়।
নাজমুল হুদা
আপু ধন্যবাদ।
বিশ্বাস যে কাউকে করতে নাই আবার বিশ্বাসহারাও হতে নাই। ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
আটকানো মানুষ ছেড়ে গেছি বোবা দরজায়
নাজমুল হুদা
হ্যাঁ, সময়ের কাছে আমরা প্রকাশ হয়ে যাই।
ভালো থাকবেন ভাইয়া 💞
কামাল উদ্দিন
ভিটামিন সি যুক্ত মানুষ, সত্যিই বেশ জটিল মানুষ
নাজমুল হুদা
ভিটামিন সি থেকে ছিঃ আমরা।
ধন্যবাদ ভাইয়া 💞
সুপায়ন বড়ুয়া
খোলস প্লাটাবে সময়
দু:সময়ের হোক অবসান।
ফিরে পাক প্রাণ।
ভাল লাগলো। শুভ কামনা।
নাজমুল হুদা
অফুরন্ত ভালবাসা দাদা।
ভালো থাকবেন সবসময় 💞
আরজু মুক্তা
দুঃসময়ের অবসান হোক। বিশ্বাস ফিরে পাক তার মর্যাদা।
আপনিও ভালো থাকেন
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। ভালো থাকবেন আপনিও।
শামীম চৌধুরী
ভাই ভিটামিন ছিঃ যুক্ত কোন কোন রোগের পরের কোন লেখায় জানাবেন। ভাল লাগলো।
নাজমুল হুদা
ভিটামিন সি থেকে ছিঃ হয়ে যাই আমরা। সময়ের কাছে সবাই প্রকাশিত যে যতই লুকিয়ে রাখুক চাকচিক্য। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
আত্মবিশ্লেষন সবাই করতে পারেনা। তুমি স্বার্থক কবি ভাইয়া।
নাজমুল হুদা
ভাইয়া অনেক ভালোবাসা আপনাকে। ভালো থাকবেন সবসময় 💞।