রে আর কত ফাঁকি দেবে মায়ের চোখ
দিনের পর দিন,হারিয়ে যাচ্ছে তদের সুখ,,

আঁচল পাঁটি,,

কাঁদছে সকাল, কাঁদছে দুপুর
কাঁদে গাঁয়ের মাটি,
কাঁদছে ঐ দিন গুলো আজ
মায়ের আঁচল পাটি !

ওরে ছুটবে কতই ফাঁকি দিয়ে
সময় দেবে ফাঁকি,
বোঝবে সেদিন এই হাসিতে
থাকবে কান্নাকাটি, !

ওরে কাঁদছে সকাল কাঁদছে দুপুর
ছেলে বেলার সাথী,
মায়ের হাতে পরি পাটি
হয়নি চুলের ঝুটি!

ওরে, কাঁদছে ঐ গাঁয়ের চাষা
বিকাল বেলার মাঠ,
ঐ মাঠে তে পড়েনা আর
চিহ্ন পাড়ার ঝাঁপ!

সঞ্জয় মালাকার/
.. ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ //২০/০৩/২০১৮/

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ