ওরে আর কত ফাঁকি দেবে মায়ের চোখ
দিনের পর দিন,হারিয়ে যাচ্ছে তদের সুখ,,
আঁচল পাঁটি,,
কাঁদছে সকাল, কাঁদছে দুপুর
কাঁদে গাঁয়ের মাটি,
কাঁদছে ঐ দিন গুলো আজ
মায়ের আঁচল পাটি !
ওরে ছুটবে কতই ফাঁকি দিয়ে
সময় দেবে ফাঁকি,
বোঝবে সেদিন এই হাসিতে
থাকবে কান্নাকাটি, !
ওরে কাঁদছে সকাল কাঁদছে দুপুর
ছেলে বেলার সাথী,
মায়ের হাতে পরি পাটি
হয়নি চুলের ঝুটি!
ওরে, কাঁদছে ঐ গাঁয়ের চাষা
বিকাল বেলার মাঠ,
ঐ মাঠে তে পড়েনা আর
চিহ্ন পাড়ার ঝাঁপ!
সঞ্জয় মালাকার/
.. ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ //২০/০৩/২০১৮/
১৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মায়ের হাত আমাদের লাগেই,
পরিপাটি হতে, সকাল দুপুর আর রাতেও।
সঞ্জয় মালাকার
হুম-ধন্যবাদ ভাইয়া।
মনির হোসেন মমি
ওরে ছুটবে কতই ফাঁকি দিয়ে
সময় দেবে ফাঁকি,
বোঝবে সেদিন এই হাসিতে
থাকবে কান্নাকাটি, !
দারুণ সব বাক্যগুলো।ঠিক তাই বাস্তব বড় নির্মম।লেখাটা ভাল লাগল।
সঞ্জয় মালাকার
হুম , ঠিকই বলছেন ভাই । ধন্যবাদ আপনাকে শুভ কামনা।
তৌহিদ
আমাদের সহজ সরল জীবনের প্রতিচ্ছবি এটি। বাস্তবে এসব আর তেমন খুঁজে পাওয়া যায়না।
সঞ্জয় মালাকার
হুম, ঠিক বলেছেন ভাইয়া,
সন্ধ্যা কালীন শুভেচ্ছা রইলো।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা ভাই
জিসান শা ইকরাম
ভালো হয়েছে লেখা।
প্রবাসে ভালো থাকুন,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
মায়ের পূর্ণতা কি কোনো কিছুতে মেলে ? বা হারানো শৈশব-কৈশোর কি ভুলে থাকা যায় ! স্মৃতির ছবিতে ফিরে ফিরে আসে কখনো ঝাপসা হয়ে কখনো উজ্বলতায়।
ভালো লিখেছেন সঞ্জয় দাদা। শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু..
সত্যি বলছে শৈশব কৈশোর ভুলে থাকা যায় না
স্মৃতি ছবি ফিরেআসে কিন্ত শৈশব আনন্দ ফিরে আসেনা।
শুভ কামনা আপু। 🌷🌷
নিতাই বাবু
মনোমুগ্ধকর একটা কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা।