
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
হেলায় জনম বৃথা যাবে
হারবে শেষে পণ –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
গড়িস নে তুই মনের কোণে
তার তরে রে ঘর,
মাপলো না যে একবারও তোর
গহর কানার জ্বর।
নরম বিছান না জেনে কার
অলীক স্বপন দেখিস নে আর
ভেবে পরম ধন –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
আকুল আশা মনটারে তোর
বাঁধলে কভু কষে,
কে দিলো এই সাধের পরাণ
ভাব নিরালায় বসে।
খেলিস নে তুই মোহের পাশা
শখ হবে রে সর্বনাশা
সেজে প্রভঞ্জন –
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
ফয়জুল মহী
মাশা আল্লাহ অনন্যসাধারণ উপলব্ধির অনবদ্য উপস্থাপন। দারুণ বোধ জাগানিয়া।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
সুরকণ্ঠ হলে খুব সুন্দর হবে কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন চিরন্তন কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
আপনজন খুঁজে পাওয়া কঠিন কাজ। এ জীবনে কেউ কারো নয়। চমৎকার লিখেছেন।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রকৃত আপনজন খুঁজে পেতে একটা জনম পার হয়ে যায়। এমনকি শেষে এসে উপলব্ধি করি নিজের কোন কিছুই নিজের নয়, ছিল না।
আহারে জীবন!
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রাণিত হলাম আপু!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
রিতু জাহান
কে যে আপন কে যে পর খোঁজা বা বোঝ মুশকিল,,,
আসলে মনে হয় না খুঁজে ফেরাই ভালো,,,
যে আসবে পরম মুহূর্তে সে-ই আপন,
গীতিকাব্য পড়ার এক মজা আছে, বেশ লিখেছন। ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
অবশ্যই আমাদের নিজেকে খুঁজে ফিরতে হবে, পাই বা না-পাই।
বোরহানুল ইসলাম লিটন
একদম অসামান্য!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।