
কারো কি মনে আছে আজ ১০ই জুন! কেউ কি জানে আজকের দিনটি সোনেলার এক বিশেষ দিন! আমি কিন্তু ভুলিনি। এই দিনক্ষণ কি ভুলে থাকা যায়! উহু, আমার মনে হয় না আজকের তারিখ ভুলে যাওয়ার 🙂
সোনেলা পরিবারের বৃক্ষরা জানে তার কথা,
সোনেলার সোনালী উঠোন প্রতিক্ষায় আছে তার পূর্ণ বিকাশের,
সোনেলায় আপন নীড় বাঁধার আগ থেকেই ব্লগাররা তাকে ভালোবেসে মনের মণিকোঠায় যতনে রেখেছেন,
সকলের স্নেহ ভালোবাসা অবিরাম বয়ে যাচ্ছে যার উপর,
তিনি আমাদের সোনেলা পরিবারের একমাত্র ক্ষুদে ব্লগার ❝যেবান সারওয়ার❞
বিশ্বস্ত সুত্র থেকে জানানো হয়েছিলো, তিনি তার জন্মের আগে থেকেই সোনেলার ব্লগার হয়েছেন!
আজ তার শুভ জন্মদিন ❤️
** এক নজরে ক্ষুদে ব্লগার এর প্রোফাইল –
* নাম- যেবান সারওয়ার
* জন্ম- ১০ই জুন
* ব্লগে নিবন্ধন- জন্মের আগ থেকেই
* পড়াশোনা- নার্সারি
* প্রিয় রঙ- পিংক ( গোলাপি না, তার পছন্দের পিংক অন্য রকম )
* প্রিয় খাবার- তাকে এখনো নির্দিষ্ট কোন খাবারের প্রতি মনোযোগ দিতে দেখা যায়নি.
* ভালোবাসে- তার ফ্যামিলির সব মেম্বারকে। এমনকি মৃত স্বজনের প্রতিও তার প্রচন্ড ভালোবাসার প্রকাশ আছে।
* প্রিয় মানুষ- মা, বাবা।
* অবসরে বিশেষ পছন্দের কাজ- ছবি আঁকা, গান গাওয়া, ছড়া আবৃত্তি করা, এবং মা বাবার যত্ন নেয়া।
* ব্লগে লিখবেন কখন থেকে- যখন থেকে তার ইচ্ছে হবে!
সোনেলার সকল ব্লগার-পাঠক-শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে আমাদের ক্ষুদে ব্লগার ❝যেবান সারওয়ার❞কে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীর প্রতিদিন, প্রতি মুহুর্ত সুন্দর হোক, আলোকিত জীবন গড়ে উঠুক, দোয়া ও ভালোবাসা তোমার জন্য।
হ্যাপি বার্থডে টু ইউ
হ্যাপি বার্থডে টু ইউ
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউউউউউউ….
হ্যাপি বার্থডে যেবান ❤️❤️❤️❤️❤️
২৭টি মন্তব্য
শাহরিন
শুভ জন্মদিন যেবান। অনেক দোয়া করি আল্লাহ যেনো তোমাকে সবসময় ভালোবাসার মানুষের প্রিয় করে রাখেন। ভালো মানুষ হও।
অনেক সুন্দর উপস্থাপন। একটি বাচ্চাকে এভাবে উপলব্ধি করা মোটেই সহজ ব্যাপার না। আমার বিশ্বাস যখন যেবান পড়তে শিখবে তখন সে এই লেখাটির মর্মার্থ বুঝতে পারবে।
সাবিনা ইয়াসমিন
পোস্ট টা ইংরেজিতে লিখতে পারলে যেবান এটা এখনই পড়তে পারতো 🙂
কিন্তু কি আর করা, পোস্টদাতার ইংরেজির দৌড় কম।
যেবানের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো ওর জন্য।
শুভ জন্মদিন ❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
শুভ জন্মদিন এর অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয় ক্ষুদে ব্লগার যেবান এর জন্য। অনেক অনেক বড় হও যেন মানুষের হৃদয়ে থাকতে পারো। ঈশ্বর মঙ্গল করুন। প্রিয় সাবিনা আপুকে ধন্যবাদ পোস্টটি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানানোর সুযোগ দেবার জন্য।
সাবিনা ইয়াসমিন
পোস্ট শেয়ার করিনি দিদিভাই, লিখেছি 🙂
আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় যেবান নিজেকে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ আপনাকে,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
পোস্ট লিখেছেন মানেই তো আমাদের সাথে শেয়ার করলেন ,নাকি ভুল বললাম? 🥰🥰🥰🥰। তাইতো আমরা পড়তে পারছি। এটাই তো একটা শেয়ার। ভালোবাসা অবিরাম 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
হা হা হা যখন মন চাইবে লিখবে। আর আমাদের লেখা কি তিনি পড়েন? বাপরে! এমন অসাধারন নিয়মিত মানুষকে অনেক ভালোবাসা না দিয়ে পারা যায় না।
আপনি একটা মিস করে গেছেন। তার অসম্ভব সুন্দর আবৃতি আপনার ওয়ালে আছে সেটা এ্যাড করলে সবাই বুঝতে পারতো তাদের কিভাবে তৈরি হওয়া দরকার।
অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া সোনা বাবু!!!🥰🥰❤️❤️❤️
সাবিনা ইয়াসমিন
সোনেলা পরিবারের ক্ষুদে ব্লগারের জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দিতে পেরে আমিও আনন্দিত। ইনশাআল্লাহ, সকলের দোয়া ও ভালোবাসায় সিক্ত এই শিশুটির প্রতি সৃষ্টিকর্তা সব সময় সহায় হবেন। অনাবিল আনন্দের মাঝে তার দিন কাটুক, এটাই প্রার্থনা করি।
আপনাকে ধন্যবাদ 🌹🌹
* তার আবৃত্তির লিংক এখানে দেয়া আছে। খুঁজে দেখুন, পেয়ে যাবেন 🙂
আলমগীর সরকার লিটন
অনেক অনেক শুভ জন্মদিন অনেক বড় হও
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ লিটন ভাই, আপনাদের দোয়া যেবানের আগামীর দিন গুলোকে আলোকিত রাখবে ইনশাআল্লাহ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
শুভ জন্মদিন। জীবন আলোয় ভরে থাক। প্রফুল্লবদন হোক প্রতিটিক্ষন।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ মজিবর ভাই।
এমন স্নেহ, ভালোবাসা আর দোয়ায় রাখবেন যেবানকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
শুভ জন্মদিন। ক্ষুদে ব্লগারের জন্মদিনে রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রস্ফুটিত হোক জীবন। আলোকিত হোক জীবনের প্রতিটি সময়। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপনার এত চমৎকার শুভেচ্ছা মন্তব্যের জন্য।
ভালো থাকুন, শুভ কামনা আপনার জন্য 🌹🌹
আরজু মুক্তা
আমি কিন্তু চিনলাম না তাকে।
ছোট বাচ্চারা আমাদের থেকেও চিন্তাশীল এবং অনেক কিছুই বোঝে।
সকল বাচ্চা ভালো থাকুক।প্রস্ফুটিত হোক।
শুভ হোক জন্মদিন
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
যেবানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
দোয়া করি যেবান যেন ওর বাবা মা এর অনুপ্রেরণায় নিজস্ব স্বকীয়তায় বড় হয়ে ওঠে।
সোনেলা অপেক্ষায় আছে হবু ব্লগারের আগমনের।
এত সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সবাইকে আগলে রাখেন, প্রমানিত সত্যি এটি।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
যেবানের গন্তব্য সুন্দর সাবলীল হোক, পরম করুনাময়ের কাছে প্রার্থনা করি।
ভালো থাকবেন সব সময়। শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
আল্লাহ যেবান-কে উচ্চতর মর্যাদা দান করবেন এমন আশা আমরা সবাই করি।
ওর পড়াশোনার হাতে-খড়িতে উপস্থিত থাকতে পেরেছি এটি ভাবতে ভাল লাগছে।
ধন্যবাদ, আমাদের জানানোর জন্য এখানে লিখে।
সাবিনা ইয়াসমিন
যেবানের মঙ্গল কামনা করি। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা ওর জন্য সুন্দর গন্তব্য রাখবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন মহারাজ।
শুভ কামনা 🌹🌹
নাসির সারওয়ার
শুনেছি এই লেখাটা এই ক্ষুদে ব্লগার পড়েছে (আর একজনকে দিয়ে পড়ানো হয়েছে মনে হচ্ছে!)। পাশে থেকে আর একজন তার চোখের ভাষা পড়ার বৃথা চেষ্টা করেছেন। ঝলমলে চোখ দিয়ে কি কৃতজ্ঞতার প্রকাশ নাকি সুখী-তৃপ্তি, ঠিক ধরা গেলোনা।
সুন্দর এবং সাবলীল লেখাটা ক্ষুদে ব্লগারের পাথেয় হয়েই থাকুক। আমাদের শুভকামনা জানাবার সুযোগ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । ভালো থাকুন এবং সেও থাকুক।
একটা আচানক ব্যপার!
এই ক্ষুদে ব্লগারের লেখা আমি পড়েছিলাম এবং আর্কাইভ থেকে উদ্ধার করেও ফেললাম। আপনি চাইলে পড়তে পারেন।
১) https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a7%a7-%e0%a5%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf/
২) https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a7%a8-%e0%a5%a4-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%a4%e0%a6%be/
৩) https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be/
৪) https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a7%aa-%e0%a5%a4-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2/
সাবিনা ইয়াসমিন
এত এত লেখা হয়ে গেছে, আর আমি দেখছি এখন!! এরপর তো এখন বলতে লজ্জা পাচ্ছি এই ক্ষুদে(?!) ব্লগারকে আমি মনেপ্রাণে জানি!
আপনি বিশাল মানুষ তাই ধন্যবাদ দিয়ে খাটো করবো না, আগে লেখা গুলো মন দিয়ে পড়ি।
এই কমেন্টের জবাব কিস্তিতে দিবো 🙂
সাবিনা ইয়াসমিন
লেখাগুলো পড়লাম।
আমি আন্তরিক ভাবে দুঃখিত এই উঠোনে আসার এতদিন হয়ে এলেও লেখা গুলোতে মনোযোগ না দেবার জন্যে। কতো চমৎকার এক বিস্ময়কর সিরিজ আমি মিস করেছিলাম! নিজের উপরই রাগ হচ্ছে।
লেখাগুলো আর্কাইভ থেকে এখানে যুক্ত করার জন্য, আমাকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভালো থাকুন সারাক্ষণ, সুস্থ ও নিরাপদে থাকুন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
নাসির সারওয়ার
এই ক্ষুদে ব্লগার নাকি খুবই ব্যাস্ত তার লেখা পড়া নিয়ে। একটু সময় পেলেই তার ঝুলিতে লেখা বের করে আনবে!
হালিম নজরুল
শুভ হোক সমগ্র জীবন।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ নজরুল ভাই।
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
উর্বশী
শুভ জন্মদিন যেবান।অনেক বড় হও বাবা মায়ের মুখ উজ্জ্বল করো,মানুষের মত মানুষ হও মহান আল্লাহ পাক ওমার সহায় হোক।অনেক দোয়া, আদর ও ভালোবাসা রইলো। হবু ব্লগারের অপেক্ষায় রইলাম। পোষ্ট দেয়ায় জানতে পারলাম হবু ও ক্ষুদে ব্লগার সম্পর্কে। আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা রইলো।
সাবিনা ইয়াসমিন
এই ক্ষুদে/ হবু ব্লগার আমাদের অনেক আদরের রুবি আপু। আপনার অফুরন্ত দোয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹