ক্ষমা

সিনথিয়া খোন্দকার ১১ এপ্রিল ২০১৫, শনিবার, ১২:০৬:৫১পূর্বাহ্ন বিবিধ ৩০ মন্তব্য

মনে হয়, কোনও এক বিহগ জন্মে
ক্লান্ত ডানার ওড়ার বিরতি হয়েছিল
কাঁটাতারের ওপর, অচেনা সীমান্তে।
অনেক দুরের আকাশ পাড়ি দিয়ে
শুধু দু’টি চোখে চোখে রাখার তরে
ক্লান্তিহীন ওড়াওড়ি দিন- রাত- দিন।
তারপর,
চোখ ভরে হাসির পেয়ালা পান করে
তার দাম দেয়া হয়নি সেইবার,
পিছু না ফিরে চলে আসার পাপ
ঘোচেনি আজও।
প্রায়শ্চিত্ত্বের মানব জন্মে তাই
গুনে গুনে শতবার, বক্ষজুড়ে তৃষ্ণা
আর উড়তে না পারার আক্ষেপ
আর প্রানপণ অপেক্ষা,
আবারো কোনও এক জন্মে
জাত-পরিচয়হীন একটা দাঁড়কাক হবার।

৬০০জন ৬০০জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ