মনে হয়, কোনও এক বিহগ জন্মে
ক্লান্ত ডানার ওড়ার বিরতি হয়েছিল
কাঁটাতারের ওপর, অচেনা সীমান্তে।
অনেক দুরের আকাশ পাড়ি দিয়ে
শুধু দু’টি চোখে চোখে রাখার তরে
ক্লান্তিহীন ওড়াওড়ি দিন- রাত- দিন।
তারপর,
চোখ ভরে হাসির পেয়ালা পান করে
তার দাম দেয়া হয়নি সেইবার,
পিছু না ফিরে চলে আসার পাপ
ঘোচেনি আজও।
প্রায়শ্চিত্ত্বের মানব জন্মে তাই
গুনে গুনে শতবার, বক্ষজুড়ে তৃষ্ণা
আর উড়তে না পারার আক্ষেপ
আর প্রানপণ অপেক্ষা,
আবারো কোনও এক জন্মে
জাত-পরিচয়হীন একটা দাঁড়কাক হবার।
৩০টি মন্তব্য
জিসান শা ইকরাম
উড়তে না পারার আক্ষেপ আর প্রানপণ অপেক্ষা আছে বলেই এমন লেখার সৃষ্টি
লেখার মাঝে তিনি ভালো থাকুক।
কতদিন পরে দেখলাম আপনাকে সোনেলায়
সোনেলা আপনাকে মিস করে
মিস করতেই থাকবে।
শুভ কামনা
সিনথিয়া খোন্দকার
আপনি অনেক নরম মনের মানুষ জিসান ভাই। 🙂
সোনেলা আমাকে মিস করার কিছু নাই। সোনেলা এখন আর সেই ছোট্ট নেই। অনেক গুনী লেখকের পদচারণা সোনেলায় এখন।
অনেক ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।
জিসান শা ইকরাম
হ্যা, নরম আমি। শক্ত হতে পারিনা যে।
চেষ্টা করেও দেখেছি শক্ত হবার, এখন হাল ছেড়ে দিয়েছি।
যেকটা দিন বেঁচে থাকবো, নিজকে পালটিয়ে আর লাভ কি ?
এমনই থাকি………।।
সোনেলার অনেকেই জিজ্ঞেসে করেছেন আপনার কথা
বর্তমানে যে অবস্থাই হোক
যাদের হাত ধরে সোনেলা কৈশর অতিক্রম করেছে,তাঁদেরকে ভুলবে কেন সোনেলা?
আপনি তাদের মাঝে অন্যতম একজন।
ব্লগার সজীব
কেমন এক কষ্টের লেখা।জাত-পরিচয়হীন একটা দাঁড়কাক হবার ইচ্ছে বাস্তবায়ন না হোক।মানুষ না হোক ময়ুর হলেই হয় 🙂 কেমন আছেন আপু?আপনার ফান মিস করি।ফান পোষ্টে আপনি সেরা।নিয়মিত হোন আপু।
সিনথিয়া খোন্দকার
সেইদিন গুলো আমিও মিস করি। স্যাটায়ারই আমার ভাল লাগে। আবার শুরু করব, উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।
ব্লগার সজীব
অপেক্ষায় আছি আপু।
রিমি রুম্মান
ভাললাগা রইল কবি ও কবিতার প্রতি।
“আবারো কোনও এক জন্মে
জাত-পরিচয়হীন একটা দাঁড়কাক হবার অপেক্ষা__ চমৎকার লাগলো।
সিনথিয়া খোন্দকার
আপনার ভাল লাগা আমার জন্য বড় ইন্সপিরেশন। আপনার লেখার ভক্ত আমি। অনেক ধন্যবাদ আপু।
ইমন
ভাল লিখেছেন .শুভেচছা 🙂
সিনথিয়া খোন্দকার
অনেক ধন্যবাদ আপনাকে।
আবু জাকারিয়া
আর প্রানপণ অপেক্ষা,
আবারো কোনও এক জন্মে
জাত-পরিচয়হীন একটা দাঁড়কাক হবার।”- সবটাই ভাল লাগল।
সিনথিয়া খোন্দকার
অনেক ধন্যবাদ। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক দিন পর আপনার লেখা পড়লাম।ভালো থাকুন পাশেই থাকুন।
সিনথিয়া খোন্দকার
ধন্যবাদ আপনাকে। ভালো আছি, পাশেই আছি। 🙂
খেয়ালী মেয়ে
ভালো লাগলো কবিতাটা…
এতো কিছু থাকতে কবির জাত পরিচয়হীন দাঁড়কাক হবার ইচ্ছে কেনো?..
সিনথিয়া খোন্দকার
কারন দাঁড়কাক কে কেউ খাঁচায় পোষে না, জাত- পরিচয়হীন, তাই তাকে কোনও সীমান্তের কাঁটাতার ও আটকায় না। অনেক ধন্যবাদ পড়ার জন্য। 🙂
নীলাঞ্জনা নীলা
শেষ দুই লাইন মাথায় থাকবে অনেকদিন।আপনি ভালো লেখেন।আরো লেখুন প্লিজ।
সিনথিয়া খোন্দকার
ভালো লিখি কিনা জানি না, তবে লিখতে ভালো লাগে। তাই অনেক প্রতিকূলতার মাঝেও আসি এখানে। অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ দেবার জন্য।
শুন্য শুন্যালয়
উড়ুক পাখি উড়ুক না, এজন্মেই। দাঁড়কাক, কোকিল কিংবা হুতুম হয়ে। মানুষ আমি, যা ইচ্ছে তাই হতে পারি।
এত্তোদিন পর? আপনি ভুললে কি হবে, আমরা আপনাকে ভুলিনি।
সিনথিয়া খোন্দকার
ম্মম্ম, কোকিল খারাপ না। মিস করি আপনাদেরকেও। কিন্তু অনেক সমস্যার জন্য আসা হয় না। এজন্য ক্ষমা চাই সোনেলার সবার কাছে।
ইমন
তারপর,
চোখ ভরে হাসির পেয়ালা পান করে
তার দাম দেয়া হয়নি সেইবার……..
ভাল লিখেছেন .শুভেচছা 🙂
সিনথিয়া খোন্দকার
অনেক ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
আগে বলুন কেমন আছেন প্রিয় আপু?এতদিনে মনে পরলো আমাদের 🙁 মিস কিন্তু আমিও করেছি খুব।
কবিতা কিন্তু ভালো হয়েছে।আমরা যা খুশী হবো 🙂
সিনথিয়া খোন্দকার
মিস করি রাত জেগে ইনবক্সে গল্প করা। 🙂 দেখি আবার সেই ব্যাবস্থা করা যায় কিনা।
লীলাবতী
শুভ নববর্ষ আপু 🙂 আপনাকে ফেইসবুকে পাইনা 🙁 প্রিয় ব্লগারদের নিয়ে একটি পোষ্ট দেব।সবাইকে ইনবক্সে একটি মেসেজ দিয়েছি।উত্তর পাবার পরে পোষ্ট দেবো।আপনাকে মেসেজ দেব কিভাবে? 🙁
সিনথিয়া খোন্দকার
রিকোয়েস্ট পাঠিয়েছি ফেসবুকে, প্লিজ এড মেহ। ;(
লীলাবতী
আবার সেই এড মেহ :D)
সিনথিয়া খোন্দকার
শুভ নববর্ষ। 🙂
লীলাবতী
🙂
কৃন্তনিকা
শেষ লাইনটি আসলেই ভীষণ দারুণ…
ভালো লেগেছে