নিয়ম অনুযায়ী ‘ট্রায়োলেট’ হয়নি মজিবর ভাই!
ট্রায়োলেট এর অন্ত্যমিল হবে- কখ কক কখ কখ
১ম ৪র্থ ও ৭ম চরণ এবং
২য় ও ৮ম চরণ অভিন্ন হবে।
আর চেষ্টা করতে হবে যে কোন বৃত্ত মেনে লিখতে।
প্রতিটি চরণে সমমাত্রা হলে ভালো হয় তবে
স্বরবৃত্তের ক্ষেত্রে অপূর্ণ পর্বে ১মাত্রা হের ফের হলে অসুবিধা নেই।
উদাহরণঃ
পেয়ে তারা ভরা রাতি
তার কথা ভাবি বসে!
স্মৃতি করে মাতা মাতি
পেয়ে তারা ভরা রাতি!
জোনাকিরা জ্বেলে বাতি
চলে সদা আশা চষে!
পেয়ে তারা ভরা রাতি
তার কথা ভাবি বসে!
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল আপনার জন্য।
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
নিয়ম অনুযায়ী ‘ট্রায়োলেট’ হয়নি মজিবর ভাই!
ট্রায়োলেট এর অন্ত্যমিল হবে- কখ কক কখ কখ
১ম ৪র্থ ও ৭ম চরণ এবং
২য় ও ৮ম চরণ অভিন্ন হবে।
আর চেষ্টা করতে হবে যে কোন বৃত্ত মেনে লিখতে।
প্রতিটি চরণে সমমাত্রা হলে ভালো হয় তবে
স্বরবৃত্তের ক্ষেত্রে অপূর্ণ পর্বে ১মাত্রা হের ফের হলে অসুবিধা নেই।
উদাহরণঃ
পেয়ে তারা ভরা রাতি
তার কথা ভাবি বসে!
স্মৃতি করে মাতা মাতি
পেয়ে তারা ভরা রাতি!
জোনাকিরা জ্বেলে বাতি
চলে সদা আশা চষে!
পেয়ে তারা ভরা রাতি
তার কথা ভাবি বসে!
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল আপনার জন্য।
মোঃ মজিবর রহমান
আপনার তথ্য আমাকে আরও বুঝতে সহায়তা করল। বোরহান ভাই। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। ভালো থাকুন সতত.
হালিমা আক্তার
ট্রায়োলেট সম্পর্কে ইন্টারনেট থেকে জানলাম। খুব কঠিন মনে হলো। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ আপু, খুব কঠিন। আরও সাধনা করা লাগবে।
সুপর্ণা ফাল্গুনী
আপনার প্রচেষ্টা কে সাধুবাদ জানাই আন্তরিক ভাবে । আরো আরো লিখুন, সমৃদ্ধ করুন সৃষ্টি করে। সতত শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ বোন।
সঞ্জয় মালাকার
সাধুবাদ জানাই দাদা,
ভালো থাকবেন সব সময়।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ দাদা।
ছাইরাছ হেলাল
হৃদয় তো সত্যি সত্যি খান খান!!
মোঃ মজিবর রহমান
যেমেন বলেছেন তেমনই কবি ভাই।