ক্রেসাস /স্পার্টাকাস

দালান জাহান ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১১:১২:১৯অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

আমাকে হত্যা করা হবে তাই

পারদের মতো রূপালি হয়েছে সৈনিকের চোখ 

আমাকে হত্যা করা হবে তাই 

আদেশগুলো ফুটছে হিরোশিমার মতো

আমি এগিয়ে যাচ্ছি জ্বলন্ত আকাশের দিকে 

অদূর থেকে ভেসে আসছে 

আমার শিশুর কান্না 

সাথে একটা তীব্র হেঁসেল ফায়ার ফায়ার….. 

 

আমি আলিঙ্গন করছি মহিমান্বিত 

গৌরব আমার 

আমি আলিঙ্গন করছি মৃত্যুর মতো 

ভেজালহীন সত্যকে

আমি বিশ্বাস করি শোষণ-লুণ্ঠন প্রবঞ্চনায়  

জন্ম-মৃত্যুের গোলকধাঁধায়

আস্ফালন আর ক্রন্দন ভুলে

একদিন মৃতরাই জেগে উঠবে 

একদিন মৃতরাই বুঝে নিবে

পৃথিবীর অধিকার। 

 

দালান জাহান 

১০.৭.২০

১৬১৪জন ১১৩৩জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ