
আমাকে হত্যা করা হবে তাই
পারদের মতো রূপালি হয়েছে সৈনিকের চোখ
আমাকে হত্যা করা হবে তাই
আদেশগুলো ফুটছে হিরোশিমার মতো
আমি এগিয়ে যাচ্ছি জ্বলন্ত আকাশের দিকে
অদূর থেকে ভেসে আসছে
আমার শিশুর কান্না
সাথে একটা তীব্র হেঁসেল ফায়ার ফায়ার…..
আমি আলিঙ্গন করছি মহিমান্বিত
গৌরব আমার
আমি আলিঙ্গন করছি মৃত্যুর মতো
ভেজালহীন সত্যকে
আমি বিশ্বাস করি শোষণ-লুণ্ঠন প্রবঞ্চনায়
জন্ম-মৃত্যুের গোলকধাঁধায়
আস্ফালন আর ক্রন্দন ভুলে
একদিন মৃতরাই জেগে উঠবে
একদিন মৃতরাই বুঝে নিবে
পৃথিবীর অধিকার।
দালান জাহান
১০.৭.২০
২৩টি মন্তব্য
হালিম নজরুল
আমি বিশ্বাস করি জন্ম-মৃত্যুের গোলকধাঁধায়
আস্ফালন আর ক্রন্দন ভুলে
একদিন মৃতরাই জেগে উঠবে
একদিন মৃতরাই বুঝে নিবে
পৃথিবীর অধিকার।
————বাহ
দালান জাহান
ধন্যবাদ ভাই ভালো থাকুন সবসময়
নিতাই বাবু
পৃথিবীতে যাকিছু আছে সবই অনিশ্চিত, কেবল জীবের মৃত্যুই নিশ্চিত।
এটাই সত্য, এটাই বাস্তব।
কবিতা পাঠে মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবি।
দালান জাহান
আপনার বোধের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি দাদা
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী ।
দালান জাহান
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন। সবকিছুকে ফেলে মৃত্যুকেই আলিঙ্গন করতে হয় । ওটাই চিরন্তন সত্য। ভালো থাকবেন। অবিরাম শুভ কামনা
দালান জাহান
কৃতজ্ঞতা কবি ভালো থাকুন সবসময়
তৌহিদ
স্পার্টাকাস যোদ্ধাদের মনোবল ঠিক এমনই। নিজেদের গৌরব তারা বিলীন হতে দেয়না।
ভালো লিখেছেন ভাই।
দালান জাহান
ঠিক বলেছেন আপনি। আসুন আলিঙ্গণ করি। ভালোবাসা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অনবদ্য। দারুণ লিখেছেন ভাই —- একদিন মৃতরাই জেগে উঠবে
একদিন মৃতরাই বুঝে নিবে
পৃথিবীর অধিকার।
— শুভেচ্ছা রইল।
দালান জাহান
কৃতজ্ঞতা প্রিয়জন ভালোথাকুনসবসময়
দালান জাহান
কৃতজ্ঞতা প্রিয়জন ভালো থাকুন সবসময়
ইঞ্জা
একদিন মৃতরাই বুঝে নেবে পৃথীবির অধিকার।
এই একটা লাইনই পুরা কাব্যকে ধারণ করেছে, বিমোহিত হলাম।
ভাই আপনি তো ভালো গল্প লেখে জানি, এখানেও লেখেন।
দালান জাহান
ভাই গল্প আমার মনে মতো না হলে লিখতে পারি না। তবে ইদানীং চেষ্টা করছি। আপনি ভালো থাকুন ইঞ্জা ভাই অনেক দোয়া রইলো আপনার জন্য।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ভাই, ব্লগে গল্প কমই আসছে, এ জন্যই লেখার অনুরোধ করছি।
দালান জাহান
একটা তো পোস্ট করেছি দাদা। আরও দুটো লিখেছি অণুগল্প। পোস্ট করব দাদা। সোনেলার মতো প্রেম কোন গ্রুপেে আমার হয়নি। অন্তর থেকে ভালো লাগে সোনেলা। মেকাপের দরকার পড়ে না।
সুরাইয়া পারভীন
মিথ্যে আস্ফালন
অকারণ ব্যথাতুর কন্দন ভুলে
মৃত্যুর মতো নির্ভেজাল সত্যকে আলিঙ্গন করতেই হয়
চমৎকার লিখেছেন
দালান জাহান
ধন্যবাদ কবি ভালো থাকুনসবসময়
খাদিজাতুল কুবরা
মৃত্যুই চিরন্তন।
তাই প্রকৃত মানুষকে ভয় পায়না।
এক সাহসী সৈনিকের অন্তর্ছায়ার দেখা পেলাম কবিতায়।
খুব সুন্দর লিখেছেন।
ভালো থাকুন শুভকামনা রইল।
খাদিজাতুল কুবরা
মৃত্যুই চিরন্তন।
তাই প্রকৃত মানুষ মৃত্যুকে ভয় পায়না।
এক সাহসী সৈনিকের অন্তর্ছায়ার দেখা পেলাম কবিতায়।
খুব সুন্দর লিখেছেন।
ভালো থাকুন শুভকামনা রইল।
আলমগীর সরকার লিটন
একদিন মৃতরাই জেগে উঠবে
একদিন মৃতরাই বুঝে নিবে
পৃথিবীর অধিকার। ————-chomtkar———
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার লিখেছেন।