রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল …
এবারের দুই হোস্ট টিম অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড লড়বে ফাইনালে যেমনটি হয়েছিল ২০১১ সালে … সেবার তিন হোস্ট টিমের দুটিই ( ভারত ও শ্রীলংকা ) খেলেছিল ফাইনাল।

গতবার অবশ্য ফাইনালের হোস্ট ভারতই জিতেছিল বিশ্বকাপ। সে হিসেবে ধরলে এবার চ্যাম্পিয়ন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। খেলাটা যে মেলবোর্নে !
বিশ্বের অন্যতম প্রাচীন ভেন্যু হচ্ছে এই মেলবোর্ন। ঐতিহাসিক এই মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তাসমান সাগরের দুই প্রতিবেশি দেশ। ম্যাচটা যে সমানে সমান হবে সেটা নিয়ে কোন সন্দেহ নেই।

গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। এ পর্যন্ত এ বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল তারাই। তবে সেই খেলাটা ছিল নিউজিল্যান্ডের মাটিতে। অস্ট্রেলিয়ার মাটিতে কি অস্ট্রেলিয়া এতটা সহজে ছেড়ে দিবে ! নিউজিল্যান্ডের সাথের ওই ম্যাচ ছাড়া অন্য সব ম্যাচেই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে তারা। কোয়ার্টার আর সেমিতে বিদায় করেছে পাকিস্তান, ভারতের মত শক্তিশালী দলকে। তাই জমজমাট এক ম্যাচের আশা করতেই পারে ক্রিকেটপ্রেমীরা !

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কি পঞ্চমবারের মত শিরোপা জিতবে নাকি নেপোলিয়নের মত সাতবারের প্রচেষ্টায় প্রথম ফাইনালে উঠার স্বাদ পাওয়া নিউজিল্যান্ড জিতবে আর ক্রিকেট বিশ্ব পাবে নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন ! নিউজিল্যান্ড কি পারবে এই বিশকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নাকি ঘরের মাটিতে গ্রুপ পর্বের হারের বদলা নিবে অস্ট্রেলিয়া ! সব প্রশ্নের জবাব পাওয়া যাবে … খালি আর কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র !

দেখা যাক কি হয় ! এইবার আসি আমার সমর্থনের প্রসঙ্গে …

এই ফাইনালে আমি সমর্থন দিবো নিউজিল্যান্ডকে। তবে সত্যি বলতে ক্লার্ক, স্মিথ আর স্টার্কদের কান্না দেখতে মোটেও ভালো লাগবে না কিন্তু এরপরেও আমি চাই নিউজিল্যান্ডই জিতুক বিশ্বকাপ। এবার ভারত আর পাকিস্তানকে বিদায় করে ফাইনালে আসা অস্ট্রেলিয়াকে সিংহভাগ বাংলাদেশী সমর্থন দিবে। দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই ভুলে যাচ্ছে ক্রিকেটের তিন মোড়লের একটা কিন্তু অস্ট্রেলিয়া।

অন্যদিকে নিউজিল্যান্ডের প্রত্যেকটা খেলোয়াড়ই নিপাট ভদ্রলোক। ব্রেন্ডন ম্যাককালামের কথা মনে আছে ? সাকিবের ফিফটির জন্য নিজে গিয়ে আম্পায়ারকে বলে এক ওভার বাড়তি বোলিং করিয়েছিল নিষ্প্রাণ ড্র হওয়া এক টেস্ট ম্যাচে … এই তো ২০১৩ সালের কথা। বাংলাদেশের ক্রিকেটে দুঃসময় যখন চলছিল তখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তি অনেক সমালোচনা করেছিল কিন্তু যতদূর মনে পড়ে নিউজিল্যান্ড, শ্রীলংকা আর সাউথ আফ্রিকা থেকে তেমন কোন ব্যক্তি পাওয়া যায়নি।

সব মিলিয়ে তাই এবার আমার বাজির ঘোড়া নিউজিল্যান্ডই …
বিশ্বকাপ হাতে হাসি নিয়েই বিদায় নেক ড্যানিয়েল ভেট্টরি, হাসি ফুটুক সাউদি, ম্যাককালামদের মুখে … এটাই আমার প্রত্যাশা।

৪৮৩জন ৪৮৩জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ