কৈফিয়ত

কামাল উদ্দিন ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৪:১৩:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

আমি সোনেলার নতুন ব্লগার। লেখার বেলায় অত্যন্ত ঠনঠন বলে ছবি দিয়া ব্লগ সাজানোর চেষ্টা করি। ব্লগিং, ছবি তোলা আর ভ্রমণ আমার নেশা। আমি একটু সময় অন্য দিকে কমিয়ে হলেও সোনেলায় সময় দেওয়ার এবং সবার সব পোষ্ট পড়ার চেষ্টা করি। আগে বড় কোন পোষ্ট দেখলে দৌড়ে পালাতাম, এখন চেষ্টা করি পড়তে এবং অল্প কথায় হলেও মন্তব্য করতে। কবিতার পোষ্টগুলো সাধারণত ছোট হয়, অর্থাৎ আমার ফেবারিট পোষ্ট। কিন্তু এখানেই আমার ব্যর্থতা সব থেকে বেশী। আমি অধিকাংশ কবিতারই অর্থ করতে ব্যর্থ হই, তাই ওখানে অনর্থক মন্তব্য করতে পারিনা বলে কবিতায় আমার মন্তব্য একেবারেই সীমিত। আমার এই ব্যর্থতাটা সবাইকে জানানোর জন্যই আজকে আমার কৈফিয়ত পোষ্ট।

ভালো থাকুন সবাই, শুভ ব্লগিং…………….

৫৮০জন ৪৫২জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ