
আমি সোনেলার নতুন ব্লগার। লেখার বেলায় অত্যন্ত ঠনঠন বলে ছবি দিয়া ব্লগ সাজানোর চেষ্টা করি। ব্লগিং, ছবি তোলা আর ভ্রমণ আমার নেশা। আমি একটু সময় অন্য দিকে কমিয়ে হলেও সোনেলায় সময় দেওয়ার এবং সবার সব পোষ্ট পড়ার চেষ্টা করি। আগে বড় কোন পোষ্ট দেখলে দৌড়ে পালাতাম, এখন চেষ্টা করি পড়তে এবং অল্প কথায় হলেও মন্তব্য করতে। কবিতার পোষ্টগুলো সাধারণত ছোট হয়, অর্থাৎ আমার ফেবারিট পোষ্ট। কিন্তু এখানেই আমার ব্যর্থতা সব থেকে বেশী। আমি অধিকাংশ কবিতারই অর্থ করতে ব্যর্থ হই, তাই ওখানে অনর্থক মন্তব্য করতে পারিনা বলে কবিতায় আমার মন্তব্য একেবারেই সীমিত। আমার এই ব্যর্থতাটা সবাইকে জানানোর জন্যই আজকে আমার কৈফিয়ত পোষ্ট।
ভালো থাকুন সবাই, শুভ ব্লগিং…………….
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ইসসিরে! একদম আমার মনের কথাটি-ই বলে ফেলেছেন!
কবিতা আমি একদম-ই বুঝিনা, তাই মন্তব্যেও ঠনঠনে অবস্থা।
আমার জন্য দুয়া আবশ্যক জরুরী ভিত্তিতে।
কামাল উদ্দিন
ঠন ঠনের জন্য আমিই সেরা এটা নিঃসন্দেহে আমি বলতে পারি 😀
জিসান শা ইকরাম
একটা বড় লেখার চেয়ে অতি ছোট একটি কবিতায় মন্তব্য করতে আমার খুব কস্ট এবং সময় লাগে। কয়েকবার পড়তে হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই বুঝতে অক্ষম হই আমি। এরপর কবিতাটি যে আমি পড়েছি তা বুঝিয়ে মন্তব্য করি 🙂
আপনার ভ্রমন পোস্ট কিছু তথ্য যুক্ত করুন, কিভাবে ভ্রমনের স্পটটায় যাওয়া যায়। তাহলে পোস্ট গুলো পরিপুর্ন হয়।
শুভ কামনা।
কামাল উদ্দিন
………..চেষ্টা করবো ভাই, তবে পারবোনা এটা আমি প্রায় নিশ্চিৎ
নিতাই বাবু
কবিতায় ঠন-ঠনা-ঠন একেবারে আমিই দাদা। যা লিখি, তা চলিত ভাষায়। কঠিন ভাষার কবিতা আমি একেবারে অনভিজ্ঞ। আর ব্লগে বড় লেখা মানে বিরক্ত! ব্লগে যত ছোট লেখা, তত পাঠক সংখ্যা।
আর আপনি ব্লগে যেভাবে, যে মাপে ছবি আপলোড করেন, তাও আমি সহ অনেকেরই অজানা। তা কীভাবে আর কোন মাপে ছবি সোনেলা ব্লগে দিলে আপনার মতো হবে, তা নিয়ে একদিন বিস্তারিত লিখবেন বলে আশা করি।
কামাল উদ্দিন
তাই আগেই আমি কবিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই পোষ্টের মাধ্যমে। ছবি পোষ্ট নিয়া বিস্তারিত বুঝিয়ে লিখতে পারবো কিনা জানিনা, তবে কোন একদিন চেষ্টা করবো দাদা।
মাহবুবুল আলম
আপনিও ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন!
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাইজান, ভালো থাকুন, সব সময়।
এস.জেড বাবু
প্রায়ই বলি আমি বাংলায় টেনেটুনে পাশ।
প্রায় কবিতা দুই চারবার পড়ি।
বুঝতে চেষ্টা করি। না বুঝলে কষ্ট বেড়ে যায়।
আসলে অনেক কবিতার মর্ম ভেদ করা কঠিন।
তবে আপনি আপনার পোষ্টে সেরা।
এটাও সত্যি।
কামাল উদ্দিন
আমিও চেষ্টা করি বাবু ভাই, কতোটা বুঝি তা নিজেই বুঝি না 🙁
এস.জেড বাবু
ওকে তাহলে, দুই ভাই হাত ধরে ওদের (লিখকদের) আশেপাশে থাকি।
দেখি কতটা বুঝতে শিখতে পারি সোনেলার উঠানে।
দোয়া রইলো ভাইজান।
অনেক ভালো থাকবেন।
রেহানা বীথি
কবিতায় মন্তব্য করা বোধকরি সবচেয়ে কঠিন। ভালো লাগলো আপনার সরল স্বীকারোক্তি।
কামাল উদ্দিন
কঠিন কাজটা করতে পারছিনা বলেই এই পোষ্টের মাধ্যমে কবিদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপু।
নুর হোসেন
হ্যাপি ব্লগিং,
পাঠক থেকে লেখক তারপর স্রেলিব্রেটি;
পোস্ট বড় হলে অনেক কিছু শেখার তাকে পড়ুন মন্তব্য করতে হবে এমন কিছু না।
শুভ কামনা জানবেন….
কামাল উদ্দিন
ধন্যবাদ নুর হোসেন ভাই। আমি এখানে আমার অপারগতাটাই প্রকাশ করলাম। ভালো থাকবেন সব সময়।
সুরাইয়া পারভিন
আমিও বড়ো পোস্ট দেখলে দৌড়ে পালাতাম। এখন কেমন নেশা হয়ে গেছে। শুধু পড়িনি না ইয়া বড়ো বড়ো পোস্ট লিখি ও। আর সত্যিই কবিতার মন্তব্য করা কষ্টকর। আপনার সাথে সাথে আমরাও কৈফিয়ত দেওয়া হয়ে গেলো। ধন্যবাদ অশেষ
কামাল উদ্দিন
হুমম, তাই তো দেখছি। ডাবল কৈফিয়ত হইয়া গেল………শুভেচ্ছা জানবেন আপু।
তৌহিদ
এ জগতের সবচেয়ে কঠিন কাজ কবিতা পড়ে মন্তব্য করা। যখন কারো লেখা কবিতা পড়ি নিজেকে যে অসহায় লাগে আমাকে কেউ ৫০ বার বুকডন দিতে বললেও এতটা অসহায় লাগেনা। এর চেয়ে বড় লেখা পড়ে মন্তব্য করা সহজ।
ব্লগে অন্যন্যদের নিয়েও ব্যস্ত থাকতে হয় বলে অনেক সময় বড় করে মন্তব্য করা হয়ে ওঠেনা। তবে চেষ্টা করি।
কামাল উদ্দিন
ভাবছিলাম আমি একাই বুঝিনা, এখন তো দেখছি আমার দলে লোকজন বেশ ভালোই আছে।
মনির হোসেন মমি
আহেন ভাই আমরা কোলাকোলি করি। আমি আপনি সেইম কেইস কবিতা বুঝি না। তবে অন্যের মন্তব্য পড়ে মন্তব্য যাই হোক করি তাতে নিজেকে পরগাছা মনে হয়।
কামাল উদ্দিন
আমি অনেক সময় করি আমার অনেক সময় পালাই, ধন্যবাদ মমি ভাই।
Rafiqvai
কেমন আছেন কামাল ভাই?
কামাল উদ্দিন
ভালো আছি রফিক ভাই, আপনি কেমন আছেন?
Rafiqvai
আমি ভালো আছি। ধন্যবাদ