
আজ আর হাজারটা কৈফিয়তের ডালি সাজিয়ে,
নতজানু হয়ে বসতে হয় না তোমার সামনে।
বলতে হয় না জান!
আমি ঠিক আছি,
এতো ভেবো না তো
কিচ্ছু হবে না আমার,
যতোদিন তুমি শ্বাস-প্রশ্বাস নেবে,
ততোদিন কিচ্ছুটি হবে না আমার!
আজ আর তোমাকে কৈফিয়ত দিতে হয় না বলে
পথ চলতে হয় না গুটি গুটি পায়ে,
ধাপ ফেলতে হয় না গুনে গুনে,
সীমার বাঁধন পেরুতে হয় না ভয়ে ভয়ে।
হুট করে ঘর ছেড়ে বেড়িয়ে,
পথে পথে ঘুরে ক্লান্ত শরীরে,
বেওয়ারিশ পথিকের মতো রাস্তায় বসে,
অকারণ ফোন ঘাঁটাঘাঁটি করে,
সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে,
তুমি খুঁজবে হঠাৎ মনে হলে!
আমার উপস্থিতি জানানোর জন্য,
অস্থির হয়ে ওঠে না মন,
কেঁপে উঠে না বুক।
আমার আজও খুব ইচ্ছে করে
অপরাধীর মতো নত-মস্তকে
তোমার সামনে বসে বলতে জানু!
মাস্ক না নিয়েই বাইরে গিয়েছি,
হ্যান্ড স্যানিটাইজারও সাথে নেইনি।
আর তুমি মিষ্টি ধমকের সুরে বলবে
তুমি আমার একটা কথাও শুনবে না?
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এমন কৈফিয়ত দিতে কার না ভালো! আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
কৈফিয়ত যদি এমন মধুর-মিষ্টি হয়
তাহলে হাজার কৈফিয়ত চালু থাকাই উত্তম।
সুরাইয়া পারভীন
সেটাই তো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কৈফিয়তে সুন্দর ভাবনার প্রকাশ ঘটেছে। ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মাহবুবুল আলম
জরুর কৈফিয়াত । ভাল লাগলো।
শুভেচ্ছো জানবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
সবাই একান্ত অনুভূতি লিখলে কবিতা লিখবে কে!
মিষ্টি কৈফিয়তের জন্য ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপু।
আপনার সব লেখাই আমার ভালো লাগে এটাও ভালো লেগেছে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আপনিও দারুণ লিখেন। গল্পের পর্ব মিস করার কারণে খৈ হারিয়ে গেছে।
শামীম চৌধুরী
আর তুমি মিষ্টি ধমকের সুরে বলবে
তুমি আমার একটা কথাও শুনবে না?
এটাও কিন্তু আপু ভালবাসার একটি সংজ্ঞা। দারুন হয়েছে। শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শায়লা খান
ভীষণ ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন বুবু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
কৈফিয়ত দেয়ার যাতনার চাইতে কৈফিয়ত চাওয়ার মানুষকে হারিয়ে ফেলার কষ্ট বেশি। ফিরে আসুক সে কৈফিয়তের ডালা নিয়ে,,
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
সে ফিরুক না ফিরুক
স্বস্তিতে থাকুক ভালো থাকুক
সব সময়ই তার জন্য শুভকামনা
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜💜💜
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো দিদি।
শুভকামনা অনেক।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
এমন কৈফিয়ত শুনে সে নতুন করে প্রেমে পড়বে নিশ্চিত। ভালো লাগলো লেখা পড়ে।
শুভকামনা আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
দালান জাহান
ভাবছি শুধু। সুন্দর লিখেছেন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া