কে বলে ভাই?

বোরহানুল ইসলাম লিটন ১০ জুন ২০২২, শুক্রবার, ০৬:৫৫:৩৪পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

কে বলে ভাই কেউ আপনার নয়?
সখ্য বিনে প্রাণ কি সুখের হয়?
ভাই বলো বা বন্ধু স্বজন
সবাই করে বাঞ্ছা বপন,
বাপ-মা সে তো মরেও পাশে রয়!
কে বলে ভাই কেউ আপনার নয়?

কও তো বেঁধে ভাবনাটারে কষে,
বিপদ দেখে রয় কি সবে বসে?
পড়লে ঢেলে এক বেলা ভাত
কেউ বা না কেউ নেয় টেনে হাত,
শত্রু সেও দেয় না কি অভয়?
কে বলে ভাই কেউ আপনার নয়?

নিঃস্ব যেজন ভুগলে কঠিন জ্বরে,
কতো লোক-ই যায় দেখি তার ঘরে।
করলো কে কি ক্যান ভাবো মূল!
রয় না তাদের মন কি ব্যাকুল?
আর তা দেখে রব হলে সদয়,
কে বলে ভাই কেউ আপনার নয়?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

১৬১৬জন ১৫০৫জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ