
কে বলে ভাই কেউ আপনার নয়?
সখ্য বিনে প্রাণ কি সুখের হয়?
ভাই বলো বা বন্ধু স্বজন
সবাই করে বাঞ্ছা বপন,
বাপ-মা সে তো মরেও পাশে রয়!
কে বলে ভাই কেউ আপনার নয়?
কও তো বেঁধে ভাবনাটারে কষে,
বিপদ দেখে রয় কি সবে বসে?
পড়লে ঢেলে এক বেলা ভাত
কেউ বা না কেউ নেয় টেনে হাত,
শত্রু সেও দেয় না কি অভয়?
কে বলে ভাই কেউ আপনার নয়?
নিঃস্ব যেজন ভুগলে কঠিন জ্বরে,
কতো লোক-ই যায় দেখি তার ঘরে।
করলো কে কি ক্যান ভাবো মূল!
রয় না তাদের মন কি ব্যাকুল?
আর তা দেখে রব হলে সদয়,
কে বলে ভাই কেউ আপনার নয়?
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এখন ও আপন ও আপনার আছে বলেই এই সমাজ এই পৃথিবী টিকে আছে।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
এখনো আপন স্বজন আছে বলেই পৃথিবী সুন্দর। তেমনি বিপরীত চিত্রের অভাব নাই। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
মুগ্ধ হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রিতু জাহান
আমি এখনও জ্বরে পড়লে মাকে খুঁজি।
মেমনকে খুঁজি।
মনে হয় আমার হাত ধরে বসে থাকুক।
আমার দুই বাচ্চা আমার হাত ধরে বসে থাকে।
পাশে আছি’
কথাটা আপনজনই বলে।
ভালো লিখেছেন
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় তৃপ্ত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম চিরন্তন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
এই সোনেলার কথাই ভাবুন আমরা সবাই একটা পরিবার। অথচ কেউ কাউকে দেখিনি। শুভ কামনা অশেষ
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।