
কেমন করে চলবো আপনাকে ছাড়া। আপনি যে মানুষটা সবার খোঁজ নিতেন, উৎসাহ দিতেন, পাশে থাকতেন, আজ আর কেন নেই। বিকেল ৫টায় মাত্র ৪৪ বছর বয়সে মারা গেলেন আমার অতি প্রিয় একজন, আপন, আমার শিক্ষক “আরজু মুক্তা” ম্যাম। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
কদিন আগে আমি অসুস্থ হলাম আমাকে ফোন দিয়ে জানতে চাইলেন কি হয়েছে? বলতেই, হেসেই উডিয়ে দিলেন এতো ছোট মানুষ তুমি কেমন করে হয়? ওসব হার্টের কিছুই হয়নি। যাও দেখোগে তোমার ডাক্তার ভুল বলেছেন।
এরপর তিনি নিজেই অসুস্থ। বললেনও যে এখন ভালো আছেন।
আজ নিজেকে খুব ছোট মনের একটা কালপিট মনে হচ্ছে। যতোবার কুড়িগ্রাম আসেন ততোবার বলেন, “ দেখা করো রুকু”!
আমি কাজে ব্যস্ত। তাকে এডিয়ে যাই। রংপুরে গেলেই যেন তার কাছে যাই। আর যাওয়া হলো না তার কাছে। কোনদিন আর বলবে না, তোমাকে দেখতে ইচ্ছে করে এসো?
একটা মানুষই ছিলেন, সবাইকে এক করে বই বের করার উৎসাহ দিতেন। বলতেন আরে ওসব লোকের কথায় কান দিও না লিখে যাও! একদিন দেখবে পত্রিকায় নাম এমনিই এসে গেছে।
শেষ তার সাথে দেখা হলো কুড়িগ্রাম এ। আমাদের লেখার কথা, ব্লগের কথা, কিভাবে লেখা ভালো করা যায় তার কথা, এগিয়ে যাওয়া যায় এ রকম অনর্গল কথা বলেই গেলেন। নিজের কথা, নাবার কথাও বললেন। কৌশলে বলেও গেলেন বিয়ের পর তার অনেকদিন বাচ্চা হয়নি। তারপর কোন ডাক্তার দেখিয়েছিলেন। রেজওয়ানা আর আমার বাচ্চা নেই। আমরা যেন সেই ডাক্তারের কাছে যাই।
কতো প্রান্জল একটা মানুষ। আজ ডাক্তারের ভুল চিকিৎসায় তিনি মারা গেলেন। তিনি স্ট্রোক করেছিলেন এটা বুঝতেই পারেন নি। ডাক্তার বলেছেন তার কিছুই হয়নি, আসলে তিনি স্ট্রোক করেছিলেন বুধবার। এরপর তিনদিন ধরে আই, সি, ইউ তে ছিলেন। আজ দুপুর থেকে অবস্খার অবনতি হলে। বিকেল পাঁচটায় মারা গেলেন।
আল্লাহ কেন তুমি মাঝে মাঝে এমন অবিচার করো। অসময়ে কেড়ে নাও আমাদের অতি আপনজনকে। আজ যে অপূরনীয় ক্ষতি হয়ে গেলো কোনদিন তা আর ফিরে আসবে না। আল্লাহ তাকে জান্নাতবাসী করো। আমিন!!!
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। খুব খুব খারাপ লেগেছে খবরটা জেনে যেন এক কালো ঝড় বয়ে গেল হৃদয়ে। মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে। ঈশ্বর সহায় হউন নাবার।
রোকসানা খন্দকার রুকু
দোয়া রইলো তার জন্য।
ছাইরাছ হেলাল
এই দুঃখের সংবাদটি ভুল ছিল, এমন কথা কেউ বলুক তার অপেক্ষা করছি।
রোকসানা খন্দকার রুকু
অত্যন্ত কষ্টের মেনে নেয়া।
হালিমা আক্তার
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
রোকসানা খন্দকার রুকু
আমিন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ তাঁকে জান্নাতবাসি করুন আমিন।
রোকসানা খন্দকার রুকু
আমিন।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই আর অনেক দোয়া কবি জান্নাত বাসি হোন আমিন
রোকসানা খন্দকার রুকু
আমিন।
উর্বশী
এক অচেনা ঘুম পরীদের ভিরে মিলিয়ে গেলেন।যে ঘুম কখনোই ভাঙবেনা। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত বাসি করেন— আমীন।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
অনন্য অর্ণব
মহান রাব্বুল আলামীন আপুকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমীন।
রোকসানা খন্দকার রুকু
আমিন।
সাবিনা ইয়াসমিন
সব প্রশ্নের উত্তর হয় না। সব প্রশ্নের উত্তর কারো কাছেই থাকে না। যিনি সৃষ্টি করেন তিনিই ভালো যানেন।
ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা আরজু মুক্তার প্রতি সদয় থাকবেন। তার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন। আমিন।
জিসান শা ইকরাম
ভুল চিকিৎসায় মৃত্যু দেশে একটি স্বাভাবিক ঘটনায় পরিনত হয়েছে। ডাক্তাররা রোগীদের জিম্মি করে রেখেছে।
আরজুর এমন হঠাৎ চলে যাওয়া আমাকে এখনো স্তব্দ করে রেখেছে।
আরজুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।