কেউ নয় সে আমার

সুরাইয়া পারভীন ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৮:৩৬:২৭অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

কেনো ঝড় উঠে হৃদয় মাঝে?
ব্যথা জাগে মনের কোণে,
চোখের বাঁকে জমে জল,
দেখলে তাকে অন্য কারোর সাথে।

অথচ সে কউ  নয় তো আমার!
না ছিলো কোনো কালে,
তবুও কেনো যায় না মানা,
অন্য কারো সাথে তার ভাবখানা।

ইলশে গুঁড়ি যায় গড়িয়ে কপোল বেয়ে,
প্রচন্ড এক ঈর্ষা জাগে মনে,
রক্ত ফোটে টগবগিয়ে,ক্ষত হয় দগদগে
দেখলে তাকে অন্য কারোর সাথে।

কেউ নয় সে আমার তবুও কেনো?
জ্বালা পোড়া এতো তার তরেতে,

দূরে গিয়েও থাকতে দেবে না-
বুঝি সে আমায় শান্তিতে।

৫৭৬জন ৪৬৭জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ