কেউ কারো নই

আরজু মুক্তা ৩ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:৩৫:০৮অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

আমি কেউ নই বা কারো নই
তাহলে তুমি কে?
আচ্ছা, এভাবে কি মিলানো যায়?
কি চুপচাপ কেনো?
কিছু তো বলো!

ভালোবাসা কারও কাছে পেতে চাও?
অথবা আদুরে সংলাপ?
নাম ধরে ডাকো আমায়
নতুবা চলে যাও!

 

১০০৬জন ৮৮১জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ