কুহক সমুদ্দুর

ছাইরাছ হেলাল ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৮:১০:২৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৫ মন্তব্য

বিরহী সকাল
ঘুমোয় এবার পাশ ফিরে ফিরে, শিলা পাহাড়ের ওপাশে।
বিপন্ন কুয়াশারা ছুঁয়ে যায় এবেলা ওবেলায় অবেলায় ও,
ওপারে সাঁওতালী সুরের উথাল পাথাল ঢেউ;
টলটলে গ্লাসে ভাসা সূর্যের সোনালী উষ্ণতা আমাকে ভরকে দেয়
হে আমার নিঃসঙ্গতা আমাকে জড়িয়ে নাও।
দীর্ণ কর খাঁজ কেটে কেটে, ঝুঁকে পড়ে ঘরে যেন আর না ফিরি
সবুজের গন্ধ শুঁকে শুঁকে,
ঐ উঁচু শিলার গা ঘেঁষে দাড়িয়ে আছি
ডাঁই করে রাখা ক্ষয়ে যাওয়া স্মৃতি হাতে;
মৃত্যু,অভিবাদন তোমায় এক সমুদ্র কুহক এড়িয়ে,

৪৩২জন ৪৩২জন
0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ