কুরবানি এবং আমরা

জিসান শা ইকরাম ১ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার, ১২:২৫:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য
আমাদের ভিতরের আমির প্রতিচ্ছবি। বাইরে যতই সাদা থাকিনা কেন, ভিতরের আমিটা এমনই। 

ধর্মীয় উন্মাদনা প্রকট ভাবেই বসবাস করছে এই দেশের মুসলিমদের মাঝে। #ভারতে মুসলিমদের উপর যে কোন অত্যাচারে, লাগাও মাইর এদেশের হিন্দুদের।
#মায়ানমারে মুসলিমদের উপর অত্যাচারে, লাগাও মাইর এদেশের বৌদ্ধদের।
মনে হয় ভারতের হিন্দু বা মায়ানমারের বৌদ্ধরা চলে আমাদের দেশের হিন্দু আর বৌদ্ধদের নির্দেশে।
কিন্তু বিদেশে মুসলিমরা যখন মুসলিমদের হত্যা করে, মসজিদে আত্মঘাতি বোমা মেরে মুসলিমদের হত্যা করে,তখন এদেশের মুসলিমরা স্পিকটু নট। দু একজন বলবে – ইসলামে এসব হত্যা জায়েজ না, ইসলাম শান্তির ধর্ম।
#তা হিন্দু বা বৌদ্ধদের যখন এদেশের মুসলিমগন মাইর লাগায়, তখন এই শান্তি কই থাকে?
পশু কুরবানির চেয়ে মনের পশুর কুরবানি জরুরী, যদিও মনের কুুরবানিি দিতে পারবেনা এদেশের মুসলমানগন কোনদিন।

৪৬৫জন ৪৬৫জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ