কিশোরী বেলা

সাদিয়া শারমীন ৯ জুন ২০২০, মঙ্গলবার, ০৮:৫৭:২৬অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তখন সবে কিশোরী বেলা
দূরন্ত আর চঞ্চলতা,
দুষ্টু,লাজুক চোখের মাঝে
কখনও সংশয়ের খেলা।

 তখন সবে কিশোরী বেলা
উচ্ছ্বলতায়  মনটা ভরা,
হঠাৎ মনে বিষাদও আসে
কষ্ট গুলো দেয় পাহারা।

 হঠাৎ,হঠাৎ উদাস হওয়া
কোথাও যেন হারিয়ে যাওয়া,
কিসের টানে,কিসের নেশায়
ইচ্ছে, তারে কাছে পাওয়া।

তখন সবে কিশোরী বেলা
অভিমান আর অনুযোগে,
অনুভূতির মিশ্র খেলা।
তখন সবে কিশোরী বেলা।

৭২৪জন ৬৩০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ