তখন সবে কিশোরী বেলা
দূরন্ত আর চঞ্চলতা,
দুষ্টু,লাজুক চোখের মাঝে
কখনও সংশয়ের খেলা।
তখন সবে কিশোরী বেলা
উচ্ছ্বলতায় মনটা ভরা,
হঠাৎ মনে বিষাদও আসে
কষ্ট গুলো দেয় পাহারা।
হঠাৎ,হঠাৎ উদাস হওয়া
কোথাও যেন হারিয়ে যাওয়া,
কিসের টানে,কিসের নেশায়
ইচ্ছে, তারে কাছে পাওয়া।
তখন সবে কিশোরী বেলা
অভিমান আর অনুযোগে,
অনুভূতির মিশ্র খেলা।
তখন সবে কিশোরী বেলা।
১৮টি মন্তব্য
তৌহিদ
বাহ! কিশোরী বেলার সেই সময়কে সুন্দর করেই কবিতায় ধারণ করেছেন। ভালো লাগলো পড়ে।
অনেকদিন পরে এলেন কিন্তু! নিয়মিত চাই আপনাকে সোনেলায়। শুভকামনা সবসময়।
সুপায়ন বড়ুয়া
“তখন সবে কিশোরী বেলা
অভিমান আর অনুযোগে,
অনুভূতির মিশ্র খেলা।
তখন সবে কিশোরী বেলা।”
কিশোরী বেলার কথা বল্লে
কৈশোরের দুরন্তপনা মনটার কথা
মনে পড়ে যায়
কতই না খেলেছি তখন অগোচরে
বেলা অ বেলায়।
ভাল হলতো। শুভ কামনা।
সাদিয়া শারমীন
ধন্যবাদ। ভালো থাকবেন।
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
সাবিনা ইয়াসমিন
কিশোরী বেলার হুবুহু প্রতিচ্ছবি ফুটে উঠেছে কবিতায়।
অনন্য সুন্দর লেখনি! মুগ্ধ হলাম।
নিয়মিত লিখুন,
ভালোবাসা অবিরাম ❤❤
সাদিয়া শারমীন
ভালোবাসা আপনার জন্যও।
জিসান শা ইকরাম
কিশোর কিশোরী বেলায় দুরন্তপনা থাকে, থাকে অভিমানও।
সুন্দর লিখেছেন আপু।
শুভ কামনা।
সাদিয়া শারমীন
ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
কিশোরীবেলার অভিমান টা মনে হয় একটু বেশিই থাকে। কিশোরী বেলার সব ধরা দিল আপনার কবিতায়। খুব ভালো লাগলো আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
সাদিয়া শারমীন
আপনিও ভালো থাকবেন দিদি।
পার্থ সারথি পোদ্দার
বেশ ছন্দময়! সুন্দর কবিতা।ভালো থাকবেন।
সাদিয়া শারমীন
ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
সুন্দর কাব্যকথন।
ভালো লাগলো।
সাদিয়া শারমীন
অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
আমি কিন্তু ফিরে গিয়েছি কিশোরি বেলায়
শুভকামনা
সাদিয়া শারমীন
ধন্যবাদ আপু । ভালো থাকবেন।
হালিম নজরুল
ভাল লাগল কিশোরীকালের কবিতা।
কামাল উদ্দিন
সুন্দর ছন্দে কিশোরী বেলা দেখে এলাম, শুভ কামনা জানবেন আপু।