তেত্রিশ বছর কেটে গেল , কেউ কথা রাখেনি
থামেন এখন সুনীল বাবু , লজ্জা হয়না এমন দুর্বলতা প্রকাশ করতে ?তেত্রিশ কেন তেত্রিশ হাজার বছরেও আপনার কথা কেউ রাখবে না । আর আমারটা শুনেন দাদা , আমার কথা ১৬ বছর থেকেই রাখা শুরু করেছে সবাই।
কথা বলা জানতে হয়রে পাগল ।
তোমার চোখ এত লাল কেন ?
দেখেন গুন বাবু , এই কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি ? আমার চোখ লাল , নীল , সবুজ , হলুদ যা খুশি আমি করবো , আপনার সমস্যা কি ? নাকি ভেবেছেন আমি গাজা খেয়েছি ? বাংলা মদ ? আপনি আপনার চোখ লাল বানাতে পারেন না ? বানান , আমার কোন সমস্যা নেই , আমি জিজ্ঞেস করবো না আপনাকে , কেন চোখ লাল ।
আশা ছিলওও ভালোবাসা ছিলওওও
ঐ কিশোর কুমার , নিজে ছ্যাকা খেয়ে রাস্তায় রাস্তায় এই গান গেয়ে মানুষকে জানাতে লজ্জা করে না ? বাথরুমে গাবেন এরপর থেকে ।
আমার বাড়ীর সামনে দিয়া রঙ্গ কইর্যা হাইট্টা যায় , ফাইট্যা যায়
মমতাজ ছি ছি ছি , একটা মেয়ের কাছে এভাবে হেড়ে গেলে ? দড়ি কেনারও পয়সা নাই ? কিনে ঝুলে পরো ।
সে যে কেন এলোনা , কিছু ভালো লাগেনা , এবার আসুক তাঁরে আমি মজা দেখাবো
বাসায় জানে ?
বড় সাধ জাগে একবার তোমায় দেখি ……… কতদিন দেখিনি তোমায়
আশ্চর্য আপনি আমাকে এসব শুনাচ্ছেন কেন ? যাকে দেখতে ইচ্ছে হয় তাঁকে বলুন না , সবাইকে দেখতে ইচ্ছে করা ভালো নয় আপু , লোকে মন্দ বলবে ।
৩১টি মন্তব্য
জিসান শা ইকরাম
হা হা হা হা হা ,
আরো কিছু যোগ করেন 🙂
ব্লগার সজীব
আচ্ছা :p
আদিব আদ্নান
ঘটনা কী , ক্ষেপে গেলেন কেন ?
বাসায় জানাব নাকি ?
ব্লগার সজীব
বাসার কথা বলেন কেনু ভাই ? আপনার কি দয়া মায়া নাই ? 🙁 🙁
আফ্রি আয়েশা
হা হা হা হা … হাসি তো থামাইতে পারি না …
ব্লগার সজীব
হাসি কেনো থামাবেন ? সবে মাত্র সুচনা 🙂
নিশিথের নিশাচর
হা হা হা হা হা ব্যাপুক হয়েছে বাসায় জানে ???
ব্লগার সজীব
না জানে না :p
স্বপন দাস
হা-হা-হা ।। প্রানখুলে হাসলাম ।।
ব্লগার সজীব
অপেক্ষা করুন , আরো আসিতেছে 🙂
ছাইরাছ হেলাল
এখন অবস্থা ক্যামন ?
চোথ এখন কোন্ পথে ?
ব্লগার সজীব
🙂 ভালোর দিকে ।
লীলাবতী
ভেবেছিলাম আজ লগইন হবোনা। পোস্ট দেখে না হয়ে পারলামনা। হাসতে হাসতে মরে যাবোতো ভাইয়া :D)
ব্লগার সজীব
প্লিজ মরবেন না , আপনি মারা গেলে আমি ফেসে যাবো 🙁
"বাইরনিক শুভ্র"
আসলেই ব্যাটারা পুরা পাগল । ভালো করছেন ঝাড়ি মেরে । 😀
ব্লগার সজীব
কেউ এতদিন ঝাড়ি কেন দিলনা ?
অন্তরা মিতু
ক্যানভাস জুড়ে একটি সুদৃশ্য প্লেটে মৃত সুন্দরীর
নাচের মুদ্রা ।
আলিলায়িত কেশ ঝুলে আছে অমাবশ্যার নেশা লাগিয়ে
যেখানে সুখেরা উড়ে যায়
বাদুরেরা গুহা ছেড়ে প্রাগ – ঐতিহাসিক যুগে
নিমন্ত্রনের চিঠি খানি
একাকী , একলা রাতে ।
ব্লগার সজীব
আপু আপনি লিখেন না কেনো আর ?
খসড়া
মজারু হইছে মজারু, মজারু ঝাঝা।
ব্লগার সজীব
:p :p :p
এই মেঘ এই রোদ্দুর
হু হা হাহাহাহা দারুন মজাদার হইছে
ব্লগার সজীব
🙂
ফাহিমা কানিজ লাভা
কার কার দাত ভাঙ্গালো? Dentist-এর adress দিব? 😀
ব্লগার সজীব
দিন দিন , অনেকের দরকার হবে মনে হয় 🙂
প্রিন্স মাহমুদ
আরো কিছু যোগ করিতে হইবে বন্ধু 🙂
ব্লগার সজীব
আচ্ছা সাজেশন দিন , যোগ করে দেব 🙂
প্রিন্স মাহমুদ
তুমি আমার জীবন , দুচোখে ঘুম আসেনা তোমাকে দেখার পরে , আমি লেংটা ছিলাম ভালো ছিলাম
প্রিন্স মাহমুদ
আরও কিছু যোগ করতে হবে ।
ব্লগার সজীব
কি যোগ করা যায় ?
অপরাজিতা সারাহ
পুরাই ঝাকানাকা পোস্ট! :D)
ব্লগার সজীব
আপনি এত পুরানো পোষ্ট খুঁজে ঠেলা দিলেন কিল্লাই আপু ? :p