
তোমার অনেক দেনার মাঝে আমার একটুখানি ঋণ
আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-
অলক্ষ্যে বিলীন।
আষাঢ় শ্রাবণ খোঁজে না মন –
বাউন্ডুলে মোর তান
তোমার সুরেলা গান মাতাল ভুবন –
মুগ্ধ লাখো প্রাণ।।
উষ্ণ তোমার আঁচল তলায় তিলেক নাই যে ঠাঁই
আমার বরফ শীতল অসার দেহে-
এতটুকু তাপ চাই,
যদি সুযোগ জোটে উষ্ণ ঠোঁটে করো আলিঙ্গন
আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-
অলক্ষ্যে বিলীন।।
ক্লান্ত আমার পথের বাঁকে শুঁয়োপোকার দল
তোমার পূর্ণ চন্দ্রে জোছনা ভরা –
আলোয় ছলছল –
অন্ধকারের প্রবল স্রোতে আমি যে ম্রিয়মান,
আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-
অলক্ষ্যে বিলীন।।
অনেক কথা বলার ছিলো সেবার জৈষ্ঠ্য মাসে
হয়নি বলা কিছুই কেবল হারাই যদি শেষে,
তবু- অদেখা বান ঘূর্ণিবায়ে ;
হৃদয় যে খানখান,
আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-
অলক্ষ্যে বিলীন।।
শেষ যে মাসে আউলা কেশে উড়নচণ্ডী মনে
ভীষণ প্রেমের বীজ বুনেছ নিবিড় আলিঙ্গনে
বুক পাঁজরের গভীরে তার অঙ্কুরিত প্রাণ
আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-
অলক্ষ্যে বিলীন।।
আজ ভীষণ প্রেমের তপ্ত খরায় চৈতী ক্লান্ত দুপুর
তবু হৃদয় ঘন্টা অচল –
তোমার বাজাবে কি ঐ নূপুর?
তোমার উষ্ণ বাহুর আলিঙ্গনে জুড়াবে কি মোর প্রাণ-
আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-
অলক্ষ্যে বিলীন।।
১৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কিছু ঋণ শোধ হবার নয়। চোখের অশ্রু ঝরে যায় কেবলই অবিরত। ভালো থাকুন সুস্থ থাকুন
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ আপু। দীর্ঘদিন পরে আবারো ফিরে এলাম প্রিয় সোনেলা অঙ্গনে। জানিনা কতদিন থাকতে পারবো। শুভকামনা নিরন্তর ।
ফয়জুল মহী
কিছু ঋণ জমা থাকাই শ্রেয় । যদি ঋণের টানে কাছে আসে
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই। ভালো থাকুন সবসময় 💖
সঞ্জয় মালাকার
আমার দুই ফোঁটা জল অশ্রু কেবল-
অলক্ষ্যে বিলীন।।
ভালো থাকবেন শুভ কামনা দাদা।
ত্রিস্তান
অনেক অনেক কৃতজ্ঞতা দাদাভাই। ভালো থাকবেন সবসময়💖
আরজু মুক্তা
ভালো লাগলো কবিতাখানি
ত্রিস্তান
ভালোবাসা রেখে গেলাম আপু। কৃতজ্ঞতা অনিমেষ ।
রেহানা বীথি
চোখের জলের কোনও দাম হয় না, অমূল্য। জমা থাক ঋণ, কাছে আসার গল্প হোক শুরু।
সুন্দর কবিতা।
ত্রিস্তান
ভালোবাসা রেখে গেলাম আপু। কৃতজ্ঞতা অনিমেষ ।
কামাল উদ্দিন
একটু অন্য রকম ভাবে লেখা, এটাকে কি ছন্দ বলে ভাইজান?
হালিম নজরুল
ক্লান্ত আমার পথের বাঁকে শুঁয়োপোকার দল
তোমার পূর্ণ চন্দ্রে জোছনা ভরা –
আলোয় ছলছল
———————-চমৎকার
সঞ্জয় মালাকার
ক্লান্ত আমার পথের বাঁকে শুঁয়োপোকার দল
তোমার পূর্ণ চন্দ্রে জোছনা ভরা –
আলো ঝলমল,
চমৎকার উপস্থাপন,