কিছুই নেই

আলমগীর সরকার লিটন ৭ আগস্ট ২০২১, শনিবার, ১০:৫৬:৩৫পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

এই মাটির জন্ম নেই
ঘর নেই- সংসার নেই-
জাত নেই- সমাজ নেই
পাড়ায় হৈ হৈল্লর নেই
অঘোর প্রাণ একটা;

বাবা নেই, মা নেই, ভাই নেই,
বোন নেই- বন্ধু বান্ধব নেই,
স্কুলের সহপাঠী নেই- ছবি নেই
স্মৃতি নেই, স্বজন নেই- কারণ
অঘোর প্রাণ একটা!

বউ নেই- সন্তান নেই- দুমুঠো
খাওয়ার থাল নেই- মৃত্যু নেই-
মাটি নেই, আকাশ নেই, আলো নেই
বাতাস নেই রবি শশী নেই-পূর্ণিমা নেই-
অমাবস্যা নেই- মাছ নেই জল নেই
খাল বিল নেই, নদ নদী নেই-
বন জঙ্গল নেই অতঃপর কিছুই নেই।
২৫/৭/২১

৬১৬জন ৫৫২জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ