
এই মাটির জন্ম নেই
ঘর নেই- সংসার নেই-
জাত নেই- সমাজ নেই
পাড়ায় হৈ হৈল্লর নেই
অঘোর প্রাণ একটা;
বাবা নেই, মা নেই, ভাই নেই,
বোন নেই- বন্ধু বান্ধব নেই,
স্কুলের সহপাঠী নেই- ছবি নেই
স্মৃতি নেই, স্বজন নেই- কারণ
অঘোর প্রাণ একটা!
বউ নেই- সন্তান নেই- দুমুঠো
খাওয়ার থাল নেই- মৃত্যু নেই-
মাটি নেই, আকাশ নেই, আলো নেই
বাতাস নেই রবি শশী নেই-পূর্ণিমা নেই-
অমাবস্যা নেই- মাছ নেই জল নেই
খাল বিল নেই, নদ নদী নেই-
বন জঙ্গল নেই অতঃপর কিছুই নেই।
২৫/৭/২১
১১টি মন্তব্য
হালিমা আক্তার
নেই নেই নেই। জীবন কোনো কিছুই নেই। হাজারো নেই এর
মাঝে জীবন কি করে বেঁচে থাকে। শুভ কামনা অবিরাম।
আলমগীর সরকার লিটন
জি কবি আপু সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
বোরহানুল ইসলাম লিটন
শুধু নেই আর নেই!
মুগ্ধতা রাখলাম কবি দা।
আলমগীর সরকার লিটন
হু কবি দা অশেষ ধন্যবাদ জানাই
আরজু মুক্তা
নেই এর মাঝেই বেঁচে থাকা। তবুও সবাই স্বাভাবিক জীবনে ফিরুক।
শুভ কামনা ভাই
আলমগীর সরকার লিটন
জি কবি মুক্তা আপু সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
মোঃ মজিবর রহমান
এই নেই এর মাঝে সুস্থ বেঁচে আছি এটা আল্লাহর অশেষ রহমত কবি ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
মোঃ মজিবর রহমান
সতত ভাল থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সহায়।
সুপর্ণা ফাল্গুনী
চারিদিকে নেইয়ের মাঝে বেঁচে থাকার লড়াইয়ে বিজয়ী হতে হয় সবাইকেই। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ রাত্রি
আলমগীর সরকার লিটন
জি কবি ফাল্গুনী দিদি
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–