
কামুক ভাবনা না থাকলে,
কি আর সারা গাঁয়ে প্রেম হয়?
তাই তো কৃষ্ণচূড়ার প্রেম হয়নি!
রাঙিয়ে গেছে সমস্ত রাজপথ;
তবুও কামুক ভাবনা আসেনি
কত ভোর দিগন্তে ছুটে গেছে
সাদা মেঘে ঘুড়ি, শিউলি ঝরা গন্ধ
তারপরও ঘর মুখে প্রেম হয়নি;
রক্তাক্ত হয়েছে শিমুলের পাঁজর
ভারাক্রান্ত দুপুর কিংবা সুবহে সাদিক
আজও কামুক ভাব আসলো না-
দূর দুরন্ত দেশে হারিয়েছে কামুক।
২৯ আশ্বিন ১৪২৮, ১৪অক্টোবর ২১
১৩টি মন্তব্য
অনন্য অর্ণব
আপনার যতোগুলো লেখা পড়েছি, তার মধ্যে এটা খুব ভালো লেগেছে। জাস্ট অসাধারণ।
আলমগীর সরকার লিটন
জি কবি অর্ণব
পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
মোঃ মজিবর রহমান
আসলেই ভাবনায় না জাগলে
গতরে উত্তাপ না ছড়ালে
কে আসিবে সাথে উথলে
আগুনে তাপে ফাগুন আসল।
অসাধারণ বাউল দা।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
মনির হোসেন মমি
ভেতরে জাগ্রত প্রেমহীন কেউ কামবাসনার চরম সার্থকতায় যেতে পারেনি পারবেও না।
চমৎকার বলেছেন কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি দা পাঠ করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কামুক ভাবনা না থাকলে,
কি আর সারা গাঁয়ে প্রেম হয়?– আসলেই আবেগ অনুভূতি ছাড়া প্রেম হয়না। চমৎকার লেখা।
আলমগীর সরকার লিটন
জি কবি আলম দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভেচ্ছা নেবেন।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ দারুন থিম। ভাই শুভ কামনা।।
আলমগীর সরকার লিটন
জি রুকু আপু
অশেষ ধন্যবাদ জনাই
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিক নিবেদন কবি দা।
আজকের কবিতার আলাদা এক সুধাময় মুগ্ধতা
অন্তর ভরে নিয়ে গেলাম।
শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জনাই