কামুক

আলমগীর সরকার লিটন ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ০১:০৫:২৯অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

কামুক ভাবনা না থাকলে,
কি আর সারা গাঁয়ে প্রেম হয়?
তাই তো কৃষ্ণচূড়ার প্রেম হয়নি!
রাঙিয়ে গেছে সমস্ত রাজপথ;
তবুও কামুক ভাবনা আসেনি
কত ভোর দিগন্তে ছুটে গেছে
সাদা মেঘে ঘুড়ি, শিউলি ঝরা গন্ধ
তারপরও ঘর মুখে প্রেম হয়নি;
রক্তাক্ত হয়েছে শিমুলের পাঁজর
ভারাক্রান্ত দুপুর কিংবা সুবহে সাদিক
আজও কামুক ভাব আসলো না-
দূর দুরন্ত দেশে হারিয়েছে কামুক।

২৯ আশ্বিন ১৪২৮, ১৪অক্টোবর ২১

৯৯৩জন ৮৭৫জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ