একদিন আমারে কইছিলেন,
‘তোমারে ছাড়া বাচমু না’
অহন তো ঠিকই বাইচা রইছেন,
সংসার করতাছেন,
সন্তান জন্মাইছেন;
স্বামী-শ্বাশুড়ীর ফরমাইশ খাটছেন,
কামের ভুলে গালি হুনছেন,
রান্নায় প্রশংসা কুড়াচ্ছেন!
সুখে হাসছেন–দুঃখে কাঁদছেন,
নিজের জন্য বাইচা আছেন বাইচা থাহেন আমারে কামলা ডাকার লাইগা অইলেও।
মাইনষের মুখেত্তেন হুনি আন্নের ম্যালা সুখ,
গোলা ভরা ধান–পুকুর ভরা মাছ,
গঞ্জে জামাইর মোদীর দোহান!
আমি ধানের ক্ষেতে কাঁচি চালাইতে চালাইতে কল্পনায় দেহি,
উওরমূখী বারান্দায় বইয়া,
শ্বাশুড়ী বেটির পাকা চুলে ঘাইসা দিচ্ছেন গন্ধরাজের তৈল;
দু’চোখ ভইরা দেহি পরাণে শান্তি পাই,
আন্নের সুখ-আহ্লাদ দ্যাহার তৈফিক দিয়া মাবুদ আমারে ভূবনে পাঠাইছে।
বাপের বাড়ী নাইওর আইলিপরে,
আমাগো ঘরের ভাঙা জানালা দিয়া উঁকি মাইরা দ্যাহেন, ঘরে বিবি-বাচ্চা কেউ নাই;
কামলাডায় আগের লাহান ছেড়া চাদর জড়াইয়া চিৎ অইয়া শুইয়া রইছে!
আপনার আমার পুরাইনা কথা গুলান মনে অইলে,
আসমানের দিকে চাইয়া বিড়বিড় কইরা কই;
কামলার হাতে কাঁচি ধরাইয়া দিয়া ধানক্ষেতে পাঠান যায়,
আঁচল দিয়া ঘাম মুইচা দেওন যায়,
ভালবাইসা আদরও করান যায়;
দেড়শো টাকা হাজিরা বইলা বিয়া করান যায় না।
১৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
স্বার্থপর প্রেম এমনই হয়।
অনেক অনেক স্বপ্ন দেখানোর পর, নিজের স্বপ্ন পুরুণ করতে চলে যায় নিজের পথে।
আঞ্চলিক ভাষায় লেখা কবিতা খুবই ভালো লাগলো।
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম।
লিখুন আপনার ইচ্ছে মতো, থাকুন এই উঠোনে।
শুভ কামনা 🌹🌹
* আপনার নাম বাংলা অক্ষরে দিন।
নুর হোসেন
ধন্যবাদ আপু,
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা আপনাকেও।
নিয়মিত লিখুন, চেষ্টা করুন বাকিদেরটা পড়তে। মিলেমিশে থাকলে তবেই না নিজেকে পরিবারের একজন মনে হবে। 🙂
তৌহিদ
সোনেলায় স্বাগতম। আঞ্চলিক ভাষায় দারুন একটি কবিতা লিখলেন। প্রিয়জনদের চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে আমারা আমাদের নিজেদের কথাই ভুলে যাই অনেকসময়। তবুও সবাই মিলেমিশে থাকুক এটাই কাম্য।
লিখুন নিজের মত করে। অন্যদের লেখা পড়ুন, গঠনমূলক মন্তব্য করে পাশে থাকবেন সবসময়।
শুভকামনা রই।
নুর হোসেন
ধন্যবাদ।
নিতাই বাবু
গল্পের গোলামীর সুখ দুখ সবই বুঝলাম। কিন্তু শেষের কথা মথায় খেলছে না। “দেড়শো টাকা হাজিরা বইলা বিয়া করান যায় না।” এর মানে কী?
আরজু মুক্তা
মনে হয় কাবিননামার কথা বলছেন
নুর হোসেন
দেড়শো টাকা ব্যক্তির দৈনিক উপার্জনকে বুঝিয়েছি।
-ধন্যবাদ, ভাল থাকুন।
আরজু মুক্তা
এরকম মানুষ কমে গেছে। আগে নিজেরটা দেখে।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় আপনাকে।
নিজে লেখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
নুর হোসেন
ধন্যবাদ।
এস.জেড বাবু
মাইনষের মুখেত্তেন হুনি আন্নের ম্যালা সুখ,
গোলা ভরা ধান–পুকুর ভরা মাছ,
গঞ্জে জামাইর মোদীর দোহান!
////
পুরান কথা মনে কইরা আর কি অইবো- দোয়া করেন দোয়া।
মোদীর দোহান দুইখান হউক।
আমিন।
নুর হোসেন
ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালবাসা রইলো।
মনির হোসেন মমি
সোনেলায় অভিনন্দন এবং স্বাগতম।
প্রথম লেখায় মন কেড়ে নিলেন। লিখুন আরো।
নুর হোসেন
শুভেচ্ছা নিবেন,
আমি অবশ্যই আপনাদের সাথে আছি থাকবো।
ভাল থাকুন।