
মনটা আমার ছোট্ট পাখি
দিন রজনী মেলে আঁখি
বুনতে সদাই আশ,
কল্প লোকের শুভ্র দেশে
রোজ গিয়ে সুর ছন্দ বেশে
স্বপ্ন করে চাষ।
লিখবে বলে মনের ভাষা
বুক ভরা বেশ স্বপ্ন খাসা
নেই যেন তার শেষ,
দেয় না বলে শব্দ ধরা
ভাবনাটা হয় উদাস খরা
বাও লিলুয়ার দেশ।
যায় তবু কি স্বপ্ন ভুলে!
উদ্যমে নেয় আবার তুলে
শক্তে গড়ে পণ,
নাই বা সৃজন উঠলো ঘরে
রোজ তবু সে তুষ্টে গড়ে
কাব্য জয়ের রণ।।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
নিয়মিত লিখছেন দেখে ভালো লাগছে।
নিজে নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন।
সোনেলা ব্লগের নীতিমালা একবার পড়ে নিয়েন। যারা আমরা এখানে লেখা লেখি করি, সোনেলার নীতিমালা আমাদের সবারই পড়ে নেয়া উচিৎ। আমিও পরেছি। নীতিমালা পাবেন প্রথম পাতার একদম নীচে।
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা রইল।
অবশ্যই নীতিমালা পড়ে নিব।
ফয়জুল মহী
সহজ সরল ও অমিয় শব্দ চয়ন।
পরিপুষ্ট ও পরিবর্ধন ভাবনা ।
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
কবি দা বেশ ছন্দময় প্রকাশ
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আরজু মুক্তা
খুব ভালো লাগলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন। শুভ কামনা অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
কবিরা কাব্য জয়েই তুষ্ট থাকে। চমৎকার লিখেছেন কবি।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ বলেছেন প্রিয় কবি।
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।