
কান্না
কেঁদে আমি খুব কেঁদেছি
আমি এতো কেঁদেছি এতো কেঁদেছি যে চোখের জলটুকু শুকিয়ে সেখানে উতপ্ত শুষ্ক মরুভূমি সৃষ্টি হয়েছে। আচ্ছা আমি কেনো কেঁদেছি, কার জন্য কেঁদেছি, কিসের জন্য কেঁদেছি?
এতো কান্নার হেতু কি?কান্নায় কি আড়াল করতে চেয়েছি,কাকে মুছতে চেয়েছি?কেউ কি জানো সে উত্তর?
নারীরা কি এমনই হয়?
ছলনাকে ভালোবাসা ভাবে আর তথাকথিত ভালোবাসার জন্য যুগ যুগ ধরে কাঁদে?
কফির কাপ হাতে বারান্দায় বসে ছিলো পুষ্প।আজ পুষ্পের ভাবনায় হারানো অতীতের উদয় হয়েছে।পুষ্প আজও যাকে ভালোবাসে,যার জন্য খুব গোপনে সবার চোখ এড়িয়ে কাঁদে সে কি মনে রেখেছে পুষ্পকে?বাদল তুমি কি ভুলে গেছো আমাকে,তোমার মনে কোথাও কি আমি নেই,তোমারও কি কষ্ট হয় আমার জন্য?
মনের মধ্যে অজস্র প্রশ্নের আনাগোনা কিন্তু কোনো উত্তর জানা নেই পুষ্পের।
কফির কাপ পাশের টেবিলে রেখে দাঁড়িয়ে পড়ে পুষ্প।বারান্দার রেলিং এ হাত রেখে আকাশের দিকে এক দৃষ্টি তে তাকিয়ে থাকে পুষ্প। খোলা আকাশের দিকে তাকিয়েই নিঃশব্দে কাঁদতে থাকে পুষ্প। অঝর ধারায় ঝরছে অশ্রু বিন্দু। কিছুতেই যেনো বাদ মানতে চাইছে না
ঝড় বইছে প্রচন্ড ঝড়!না বাইরে নয়,একজন নারীর ভেতরে প্রচন্ড ঝড় বইছে।এ ঝড়ের দাপটে ভেঙ্গেচুরে চুরমার হচ্ছে হৃদয় নামক বস্তুটির। দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছে পুষ্পের সমস্ত মন।
বাদল আজ কেমন আছে, কতদূরে আছে? আমার বাদল!বলতে গিয়েই থেমে গেলো পুষ্প।নিজেকে ধিক্কার দিয়ে বলে ওঠে তোমার বাদল!হাহাহাহাহা
বাদল তোমার কেউ না, কিচ্ছু না,কেউ ছিলো না তোমার, কিচ্ছু ছিলো না তোমার
অকারণ তুমি এতোদিন তাকে হৃদয়ে লালন করেছো,ভালোবেসেছো
বাদল যদি কোনো কালে তোমার হতো,পারতো! তোমায় এতো কাঁদাতে?
পারতো ভুলে থাকতে তোমায়!একবারও কি খোঁজ নিতো না তোমার,জানতে চাইতো না কেমন আছো তুমি?
এখনো কেনো কাঁদছো তুমি বাদল নামক একটি বিষাক্ত মায়ার জন্য?
অনেক তো হলো থামো এবার আর কেঁদো না
হায় নারী!তুমি এমন কেনো,কেনো তোমার হৃদয়ে এতো মায়া মমতায় ভরিয়ে দিয়েছে?শুধু কি কাঁদবে বলেই তুমি নারী?
তারই জন্য সারাজীবন কাদঁবে তুমি! যে তোমার কেউ ছিলো না,কোথাও ছিলো না?সে তো বেশ আছে তোমায় ভুলে অন্য কারো সাথে,তবে তুমি কেনো কাঁদো তার জন্য?
ভুলে যাও তাকে, মুছে ফেলো মন থেকে,উপরে ফেলো স্বমূলে
ভুলে যাও ভুলে যাও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
৩৪টি মন্তব্য
রাফি আরাফাত
তারই জন্য সারাজীবন কাদঁবে তুমি! যে তোমার কেউ ছিলো না,কোথাও ছিলো না?সে তো বেশ আছে তোমায় ভুলে অন্য কারো সাথে,তবে তুমি কেনো কাঁদো তার জন্য?
ভুলে যাও তাকে, মুছে ফেলো মন থেকে,উপরে ফেলো স্বমূলে
ভুলে যাও ভুলে যাও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
অসাধারন। বলার তেমন কিছুই নাই। ভালো লেগেছে। ভালোথাকবেন
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
শামীম চৌধুরী
ভুলে যাও তাকে, মুছে ফেলো মন থেকে,উপরে ফেলো স্বমূলে
ভুলে যাও ভুলে যাও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
এতটা সহজ নয়।
সুরাইয়া পারভিন
সত্যিই দাদাভাই,,, ভুলে যাওয়া সম্ভব নয়
শামীম চৌধুরী
ভুলতে চাইলেও স্মৃতি ভুলতে দেয় না আপু।
আকবর হোসেন রবিন
গল্পে মাল-মশলা কম ছিলো। অনু গল্প গুলো কম কথায় ভাবায় বেশি।
পরের গল্পের জন্য শুভকামনা।
সুরাইয়া পারভিন
প্রথম লেখা ,,,আসলে গল্প না লিখে একান্ত অনুভূতি দিলেই ভালো হতো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সাবিনা ইয়াসমিন
ভেতরে বয়ে যাওয়া ঝড়টাই কান্না হয়ে বৃষ্টির মত ঝরে পরে। ক্রন্দনের সাক্ষী কাউকে রাখতে হয়না, কান্নার কোনো নির্দিষ্ট কারন কাউকে জানাতেও হয়না। কান্নাটুকুকে একান্ত আপন করে নেয়াই নারীর সার্থকতা।
এত গভিরে গিয়ে লেখো কেমন করে!!
সুরাইয়া পারভিন
কান্নাটুকুকে একান্ত আপন করে নেয়াই নারীর সার্থকতা,,,,, চমৎকার বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
❤❤
হালিম নজরুল
তারই জন্য সারাজীবন কাদঁবে তুমি! যে তোমার কেউ ছিলো না,কোথাও ছিলো না?সে তো বেশ আছে তোমায় ভুলে অন্য কারো সাথে,তবে তুমি কেনো কাঁদো তার জন্য?
ভুলে যাও তাকে, মুছে ফেলো মন থেকে,উপরে ফেলো স্বমূলে
ভুলে যাও ভুলে যাও,,,,,,,,,,,,,,,
————–চমৎকার উদ্দীপনামূলক লেখা
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
এস.জেড বাবু
চোখের জল হয় নারীর কান্না
আর দীর্ঘ্যশ্বাস ! সো তো আর মাপা যায়না।
ভুলতে না পারার যন্ত্রনা উভয়েরই থাকে, কেউ ভুলতে চেষ্টা করে, কেউ আড়ালে রাখে। ভুলা যায়না।
চমৎকার লিখা, দুর্দান্ত।
সুরাইয়া পারভিন
হয়তো তাই হবে কেউ ভুলতে পারে না।আবার সত্যিই ভুলে গিয়ে নতুন করে বাঁচে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
বাদলের জলে চোখ ভিজে!!!
কান্না কেন? না পাওয়ার জন্য কান্দেনা পাগলি। সব ঠিক হয়ে যাবে।
বাল লাগল। তবে কাহিনিটা মনে হচ্ছে পুরপুরি মানান্সই হচ্ছেনা। কোন ব্যাপার না। পরে আরো সুন্দর হবে নিশ্চিত।
সুরাইয়া পারভিন
চমৎকার মন্তব্যের জন্য আন। আন্তরিক ধন্যবাদ জানবেন।
আসলে যা মনে আসে লিখে ফেলি। লেখালেখিতে বড্ড কাঁচা আমি।হয়তো সময়ের সাথে সাথে উন্নতি আসবে।গত বছর থেকে টুকটাক অনুভূতি শেয়ার করি।
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
শক্ত করে প্রবোদ দিতে পারলে ভুলে যাওয়া সহজ হয় বলেই
বিজ্ঞদের কাছে শুনেছি, আপনি চাইলে লেখার প্রবোদ জোরদার করতেই পারেন।
ক্রমাগত ভাল লিখছেন কিন্তু!
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
টুকটাক অনুভূতি শেয়ার যেনো নেশাতে দাঁড়িয়েছে
না লিখলে ভালো লাগে না।
চাটিগাঁ থেকে বাহার
কিছু কিছু স্মৃতি থাকে যা ভুলা খুবি কষ্টের। তবুও সামনে এগুতে হলে থমকে যাওয়া চলবে না।
মানুষের জন্ম বাঁধা বিঘ্ন পেরিয়ে সামনে এগু বার জন্যেই। লেখা ভালো হয়েছে।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
সব ফুল দেবতার পদধুলি পায় না, কষ্টের কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
অনন্য অর্ণব
সব ফুল যেমন দেবতার পদধূলি পায় না, তেমনি সব দেবতার পায়ে নয়নতারা ও জোটে না। এটাই বাস্তবতা ভাই।
কামাল উদ্দিন
হুমম, ধন্যবাদ ভাই
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
দু’জনেই একদম সঠিক বলেছেন
অনন্য অর্ণব
তোমার চোখে জল দেখেছি- শব দেখেছি তাতে,
আমার স্বপন দেখছি সেথা ভাসছে অথৈ স্রোতে
কার সে প্রেমের মিথ্যে প্রণয় দ্বার খুঁজিয়া কাঁদো
ক্ষুদ্র আমার হৃদয় জুড়ে ঘর কেন না বাঁধো ?
ঠিক আছে তাই করো তোমার যা বলে ঐ মন-
শুধু অশ্রু তোমার লুকিয়ো আমায়, যখন প্রয়োজন-
কান্না তোমার নিথর প্রাণে জোয়ার আনুক প্রেমের
সেই প্রেমের বানে নাও ভাসাবো ও হে প্রিয়জন ।।
সুরাইয়া পারভিন
ওয়াও চমৎকার
আন্তরিক ধন্যবাদ
চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি❤
অনন্য অর্ণব
জ্বী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ ❤️
মনির হোসেন মমি
নারীদের মনে হয় কান্নার জন্যই জন্ম হয়।
জন্মেতো সবাই কেদেঁ
কৈশরেও কাদেঁ মন স্বাধীন ভাবে দূরন্তপনায় কত বিধি নিষেধের বাধাঁয়
যৌবনেও কাদেঁ মন পরের ঘরে যেতে
তারপরও হয় না নারীর দুঃখের সাগরের।
আপনার লেখাটা চমৎকার।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি
শাহরিন
নারীরা সুখে কাদে আবার কষ্টেও কাদে। একটি রিয়েলিটি অনুষ্ঠানে একজন বিখ্যাত নির্মাতা বলেছিল যদি অল্পতে কান্না পাও লজ্জিত হওয়ার কিছু নেই। যার মধ্যে মানবতা আছে সে কাদবেই। অনেক সুন্দর উপস্থাপন। ধন্যবাদ।
সুরাইয়া পারভিন
চমৎকার বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
চমৎকার মন্তব্যে উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি
আরজু মুক্তা
কান্নার রূপ বুঝতে হবে।
সুরাইয়া পারভিন
সেটাই আর কি😏
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
সাখিয়ারা আক্তার তন্নী
এটা বোধয় নিয়ম,
বড় লজ্জা হয়,তবু তাদের যত্নে মনের ভীতর সযত্নে লুকিয়ে রাখতে হয়।
ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
হয়তো এটাই নিয়তি
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়