
বিড়ালগুলো শেকলে বেঁধে
অট্টালিকায় দাপিয়ে বেড়াচ্ছে
কতগুলো সাদা-শুয়োর
ইচ্ছের ফরমানে আজ
মহব্বতের মানুষ শব্দটি অভিধান হত
এতো আলো এতো সুবাস
কই যাচ্ছে !কোথায় যাচ্ছে!
যা হবার কথা নয় তাই হচ্ছে।
কাঁদো কাঁদো
এই তো কান্নার শ্রেষ্ঠ সময়
জল কাঁদছে নদী কাঁদছে
আকাশ কাঁদছে মাটি কাঁদছে
সবুজ কাঁদছে অবুঝ কাঁদছে
আঁচলে মুখ লুকিয়ে নিভৃতে কাঁদছে
বীরাঙ্গনার অনাথ শিশু।
এই তো কান্নার শ্রেষ্ঠ সময়
কাঁদো তুমিও কাঁদো।
দালান জাহান
০৬.০২.২০
সখিপুর।
১৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লিখেছেন । ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভকামনা রইল
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
কামাল উদ্দিন
ভাবার্থ বুঝতে ব্যর্থতার জন্য আমি নিজেই দায়ী…….শুভ কামনা।
দালান জাহান
ধন্যবাদ ভাই এ আমারই ব্যর্থতা
সুরাইয়া পারভীন
কবিতার প্রতি পরতে পরতে ক্ষোভ উগড়ে দিলেন ভাইয়া। দারুণ লিখেছেন
দালান জাহান
কৃতজ্ঞতা কবি শুভেচ্ছা
আরজু মুক্তা
ফেব্রুয়ারীর গাঁথা ভালো লাগলো
সাবিনা ইয়াসমিন
কবিতার ভাব-প্রকাশে ভালো লাগা রইলো।
আরও লিখুন,
শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
ভালো লেগেছে, তাই কবির জন্য শুভেচ্ছা সহ শুভকামনা!
ফয়জুল মহী
পরিপাটি লেখা ।
ইসিয়াক
বেশ ভালো লাগলো।
শান্ত চৌধুরী
শুভ কামনা রইলো
তূয়া নূর
খুব ভালো লিখেছেন। ভালো লেগেছে খুব।