আসলে কি জানো তো
সত্যিটা আজ আমিও মেনে নিয়েছি..
প্রেম, ভালোবাসা, আদর এসব হবেনা আর আমাদের..
চারটে বছরের মতো রোজ রাতে আর আজও ভিজবে আমার বালিশ…
ভুলতে পারিনি, কিংবা একপ্রকার জোর করেই ভুলতে চাইছিনা হয়তো..
কি করবো বলো? বড্ড ভালোবাসি
শেষবেলায় শুধু একটা কথার উত্তর কি দিতে পারবে তুমি??
তোমার ঐ চোখের কোনে কখনোও কি একবিন্দু জলও আসবেনা আমার জন্য?
শুধু আমার জন্য??
আমার ই জন্য….
এতোটাই অযোগ্য আমি?
__রিজু
কলকাতা
জানুয়ারি ৭, ২০২০
৩৬টি মন্তব্য
নৃ মাসুদ রানা
উত্তর জানা নেই… ফিরতি প্রশ্ন করলাম।
তোমার ঐ চোখের কোনে কখনোও কি একবিন্দু জলও আসবেনা আমার জন্য?
রেজিনা আহমেদ
আমার চোখের পানি
বাধ মানেনি কখনোই
আসবে
জল আসবে
শুধু প্রশ্নের উত্তর না পেয়ে
আবারো ফিরে এলাম খালি হাতে
নৃ মাসুদ রানা
ইস্!
খালি হাতে জমে উঠুক
দূর গগনের চাঁদ।
কপাল থেকে বেয়ে পড়ুক
চাওয়া পাওয়ার নিনাদ।
রেজিনা আহমেদ
ভালোবাসা নেবেন, ধন্যবাদ
রেজিনা আহমেদ
কথাগুলো সত্যি হোক আশা রাখলাম
কামাল উদ্দিন
সত্যিকারের ভালোবেসে থাকলে তো ওর ও বালিশ ভেজার কথা।
রেজিনা আহমেদ
কিজানি
উত্তর পাইনি
কিংবা পেলেও তার বড়োই অস্পষ্ট
কামাল উদ্দিন
কোন একদিন পেয়েও যেতে পারেন আপু?
সুপর্ণা ফাল্গুনী
এই প্রশ্ন আমার ও। খুব জানতে ইচ্ছে করে সে কি ভুলতে পেরেছে! শুভ কামনা রইলো।
রেজিনা আহমেদ
ধন্যবাদ আপু
সুরাইয়া পারভীন
শুধু আসেই না হয় অঝর ধারায় ঝরে কপোল বেয়ে।
কিন্তু তা অপ্রকাশিতই রয়ে যায়।
চমৎকার উপস্থাপন
রেজিনা আহমেদ
ঠিক তাইই
ধন্যবাদ বন্ধু
খুব ভালো থেকো
ফয়জুল মহী
অপরূপ এক ভালো লাগলো। ♥♥
রেজিনা আহমেদ
ধন্যবাদ আপনাকে
ভালোবাসা নেবেন
ছাইরাছ হেলাল
এক রাশ বিরহ কাতরতা পড়তে ভালই লাগল।
আপনার এমন লেখা এই প্রথম পড়লাম।
অনেক দিন পরে লিখলেন!
রেজিনা আহমেদ
আমি কারেন্ট অ্যাফেয়ার্স বা চলতি সমস্যা গুলো নিয়ে লিখতেই বেশী ভালোবাসি,, কিন্তু মানুষ তো, কখনো কখনো ইমোশনস ধরে রাখা যায়না,,আর কাউকে চুপি চুপি না বলে লিখে প্রকাশ করলে অনেক শান্তি মেলে আমার..
অফিসের কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম, একমাস পর ব্লগে এলাম
পাশে থাকবেন
ভালোবাসা নেবেন
আরজু মুক্তা
সৃষ্টিকর্ত ওনার চোখেও জল দেক।
রেজিনা আহমেদ
সৃষ্টিকর্তা নিশ্চয়ই বিচার করবেন
জিসান শা ইকরাম
বিরহের কবিতা ভালো লেগেছে আপু।
এমন করে লিখলে একবিন্দু কেন, এক সমুদ্র জল আসবে।
শুভ কামনা।
রেজিনা আহমেদ
শুধু নিছক কবিতা নয়, নিজের জীবনের একটা ব্যাথা লিখে শান্তনা দিলাম নিজেকে একপ্রকার,,
একমাস পর লিখলাম
পাশে থাকবেন
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
“তোমার ঐ চোখের কোনে কখনোও কি একবিন্দু জলও আসবেনা আমার জন্য?
শুধু আমার জন্য??
আমার ই জন্য….
এতোটাই অযোগ্য আমি? “
জলতো আসে চোখের কোনে
শুধু তোমারি জন্যে
শুভ কামনা।
রেজিনা আহমেদ
শুধু আমার ই জন্য😍
মনির হোসেন মমি
ক’ফুটা জল ফেলেছ যে আমায় ভালবাসবে…গানের মতই গভীর প্রেম ভুলা যায়না।চমৎকার লেখা।
রেজিনা আহমেদ
আমার জীবনের সংক্ষিপ্ত একটা কষ্ট শেয়ার করলাম
ধন্যবাদ
ভালো থাকবেন
অনেকদিন পরে লিখলাম
সুপায়ন বড়ুয়া
“তোমার ঐ চোখের কোনে কখনোও কি একবিন্দু জলও আসবেনা আমার জন্য?
শুধু আমার জন্য??
আমার ই জন্য….
এতোটাই অযোগ্য আমি? “
জলতো আসে চোখের কোনে
শুধু তোমারি জন্যে
শুভ কামনা।
রেজিনা আহমেদ
ভালোবাসা নেবেন 😍
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা যোগ্য / অযোগ্য দিয়ে বিচার হয় না। যে ভালোবাসে সে কখনো অশ্রু ঝরায় না, যে অশ্রু আনে সে কখনো ভালোবাসেনি।
অনেক দিন পর লিখলেন। ভালো লাগছে এখানে দেখে।
শুভ কামনা 🌹🌹
রেজিনা আহমেদ
অভিমানের কিছু ভাষা আছে, যেটা বোঝেনা সকলে,,
হ্যাঁ অফিসে ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি, অনেকদিন পর লিখলাম
ধন্যবাদ
ইসিয়াক
ভালো লেগেছে বিরহের কবিতা।
শুভকামনা রইলো ।
রেজিনা আহমেদ
ধন্যবাদ আপনাকে
ভালোবাসা নেবেন
ইসিয়াক
আপনাকে ও ধন্যবাদ
ইকবাল কবীর
আসলে সত্যি বলতে কি জানেন যে আপনাকে ভালোবাসবে না সে আপনার জন্য কোনদিন চোখের পানি ফেলবে না এটাই চরম বাস্তবতা। তবে তার চোখের কোনে হয়ত সেইদিন জল আসবে যেদিন সে যাকে ভালোবাসে তাকে হারিয়ে ফেলবে। শুভ কামনা।
রেজিনা আহমেদ
সহমত আপনার সাথে প্রিয়
ধন্যবাদ
ভালো থাকবেন
সঞ্জয় মালাকার
ভালোবাসা যোগ্য / অযোগ্য দিয়ে বিচার হয় না। যে ভালোবাসে সে কখনো অশ্রু ঝরায় না, যে অশ্রু আনে সে কখনো ভালোবাসেনি।
।দিদি অনেক দিন পরে লিখলেন,আমি প্রতিদিন ব্লগে আসতা আপনার লেখা পড়ার জন্য আজ পড়ে বেশ ভালো লাগলো ।
রেজিনা আহমেদ
ভালোবাসা সবার কাছে সমান ভাবে গুরুত্ব পায়না, সবাই একই উপায়ে ভালোবাসেনা
অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম,
পুরো একমাস পর ব্লগে এলাম,
কেউ আমার লেখার জন্য অপেক্ষা করেছিলো এটা শুনেও চরম শান্তি,, আন্তরিক শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন??
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, আপনাদের আশীর্বাদে বেশ ভালো আছি।