
চুড়ান্ত ব্যাস্ততার পরিক্রমায়
চোখের পলকের মতো সময়ে মিলে অবসর,
তাৎক্ষণিক অবসরের সূচনালগ্ন থেকেই
শুরু হয় আত্ম সমালোচনা-
সময় পেলে
কখনো চিহ্নিত “ভাবনাগুলোর” ময়নাতদন্ত হয়,
চকচকে কাঁচের টুকরায়
এক ফোটা রাসায়নিকের উপরে রাখা
“ভাবনার হৃৎপিন্ডের” নিরীক্ষণ হয় অনুবিক্ষনের চোখে।
ধবধবে সাদা চার দেয়ালে,
থরে থরে সাজানো তাকে,
সারিবদ্ধ রাসায়ণিকের ভীরে,
মায়াবী সোনালী আলোয়,
হাড় কাঁপানো তাপমাত্রায়,
কাঁচের টেবিলের উপর,
কালো কালিতে ভেজা নিবের আঁচড়ে,
লাইনের পর লাইন সাজিয়ে লিখা হয় ফরেন্সিক তথ্য-
না নেই ;
ভাবনার হৃৎপিন্ডের অনু পরমানুতে
রক্তের যৌগ আর মৌল চর্বির অস্তিত্ব ছাড়া
আর কিছু নেই-
তবে কেন চিনচিনে অনুভুতি হয় বুকের বামপাশে ?
তবে “কষ্ট” কাকে বলে ?
২৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
মনের হৃৎপিন্ড থাকেনা, থাকেনা রক্ত-মাংসের আবরণ। মন দিয়ে মনটাকে দেখাও যায় না। কারন মনের একজোড়া চোখ হয় না। তাহলে মনের কি থাকে? মনের মাঝে থাকে দানা-দানা অনুভুতি। সেগুলো এক সময় রঙ্গীন হয়ে আল্পনায় আলোড়িত হয়, তাকে যদি সুখ ধরে নিই, তাহলে দলা-দলা অনুভব গুলোকে কষ্ট বলা যেতে পারে। মন – অনুভব আর অনুভূতির সংঘবদ্ধ নাম…
এস.জেড বাবু
কষ্ট নিয়ে অনেকে অনেক রকম কথা বলে-
তবে আপনি চমৎকার বললেন-
“”দানা দানা রঙ্গীন অনুভুতি যদি সুখ ধরে নিই
দলা-দলা অনুভুতি হলো কষ্ট “”
শুভেচ্ছা আপু
অনন্য অর্ণব
কষ্ট আর সুখের নিদারুণ সজ্ঞায়ন। এটা বেস্ট ছিলো আপু।
এস.জেড বাবু
মনের কথা বলেছেন অর্ণব দা
বেশ গুছিয়ে বলেছেন সাবিনা ইয়াসমিন আপু ।
রুমন আশরাফ
দারুণ লিখেছেন বাবু ভাই।
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান
সুরাইয়া পারভিন
তবে কেনো বুকের পাশে তীব্র ব্যথা হয়।
কোথা থেকে হয় ঐ ব্যথার উৎপত্তি?
তবে কষ্ট ই বা কি
এসব জটিল প্রশ্নের উত্তর কেউ কি দিতে পেরেছে যথার্থ।
চমৎকার উপস্থাপন
এস.জেড বাবু
আসলেই কেউ যথার্থ কোন জবাব দিতে পারে নাই।
তাইতো প্রশ্নটা থেকে যায় আপু-
অনেক শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা রইলো
নিতাই বাবু
মহান সৃষ্টিকর্তার সৃষ্টির সেরা মানব! মানবদেহের কোথাও কোনও কষ্ট নামের পার্টস পিয়ার বা গিয়ার নেই। তবুও মানব দেহে কষ্ট অনুভূত হয় কোন? মনে হয় সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। দুঃখটাই হচ্ছে কষ্ট, আর দুঃখ থেকেই কষ্ট। যা বাইরে থেকে মানবদেহে প্রবেশ করে।
এস.জেড বাবু
কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। দুঃখটাই হচ্ছে কষ্ট, আর দুঃখ থেকেই কষ্ট। যা বাইরে থেকে মানবদেহে প্রবেশ করে।
দারুন বললেন ভাইজান।
সত্যি চমৎকার অনুভব
মনির হোসেন মমি
কষ্ট !! হৃদয়ের গহীনে হতে থাকে যার জন্য সেই মুহুর্তটা মনে হয় জীবন বুঝি বড় অসুন্দর। দারুণ লেখা বাবু ভাই কিন্তু প্রশ্নের উত্তর সঠিক জানা নেই।
এস.জেড বাবু
সঠিক উত্তর হয়ত কেহই জানে না মমি ভাই।
তবুও কষ্ট থাকে।
আর উত্তর না পাওয়ার আরও একটা কষ্ট যোগ হয়।
শুভেচ্ছা রইলো প্রিয় ভাইজান
প্রদীপ চক্রবর্তী
দেহ আছে কষ্ট অনুভূত হবে।
কষ্ট সহিবার শক্তি যেন আমরা পাই।
কষ্টের নানা দিক রয়েছে….
এস.জেড বাবু
আসলে এটা চমৎকার বলেছেন-
কষ্ট সহিদার শক্তি যেন আমরা পাই
শুভেচ্ছা রইলো ভাইজান
জিসান শা ইকরাম
মনের হৃৎপিণ্ডে কিছুই পাওয়া যায় না,
তারপরেও চিনচিনে ব্যাথা অনুভূত হয় হৃৎপিণ্ডে।
ভাল লেগেছে কবিতা।
এস.জেড বাবু
আসলেই তাই
এ কেমন অনুভুতি
এ কেমন ব্যাথা
এ কেমন ক্ষত
এক্সরে তে ধরা পড়ে না কিছুই।
ধন্যবাদ ভাইজান
কামাল উদ্দিন
কষ্ট, ভালোবাসা, ভালোলাগা এসব কি ফরেনসিকে মেলার কথা? এতো শরীর আর মনের একটা যৌথ অনুভূতি মাত্র, নাকি অন্য কিছু?
এস.জেড বাবু
মাঝে মাঝে মনে হয় কষ্ট টা আসলে “অবসর বিলাস”
কারন ব্যাস্ততা কে দেখেছি কষ্ট চিবিয়ে খায়।
আবার শরীর আর মনের যৌথ অনুভুতিও হবে হয়ত।
অন্য কিছু তো জানি না।
ধন্যবাদ প্রিয় ভাই
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ বাবু ভাই
ছাইরাছ হেলাল
কষ্ট!
তার উৎস রয়ে যায় অজানায়,
ফরেনসিকের উল্লাস এখানে এসেই
হয়ে যায় ম্রিয়মাণ, শুধুই হতাশায় ।
আয়না-জলে আজ ভাসে অচেনা/অজানা জলছবি
ক্ষতগুলো শুধুই হাসে রাত্রির শেষ অব্দি।
এস.জেড বাবু
বাহ্
চমৎকার বলেছেন।
এমন মন্তব্যে পোষ্ট চকচকে হয়ে যায়।
মুগ্ধতা রইলো
অনন্য অর্ণব
অনুভব হচ্ছে এমন একটা বস্তু যা মানুষের যাবতীয় ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ ক্ষমতা রাখে। এটা এক প্রকার স্নায়বিক শক্তি। যাই হোক কষ্ট যেন আমাদের স্পর্শ করতে না পারে।
এস.জেড বাবু
সুন্দর বলেছেন,
তবুও কষ্ট দানা বাঁধে,
অলস সময়ের একান্ত সঙ্গি হয়ে।
ধন্যবাদ ভাইজান।
সঞ্জয় মালাকার
দেহ আছে কষ্ট অনুভূত হবে।
কষ্ট সহিবার শক্তি যেন আমরা পাই।
কষ্ট আসে না-না ভাবে, তারপরেও চিনচিনে ব্যাথা অনুভূত হয় হৃৎপিণ্ডে।
এস.জেড বাবু
না থাকুক কষ্ট
না থাকুক কষ্টের অনুভুতি
অনেক ভাল থাকবেন ভাইজান।
আরজু মুক্তা
কষ্ট হয় লাল নীল বেগুনী রং এর
এস.জেড বাবু
আরে বাহ্
অর্ধেক রংধনু হবে তাহলে,
সাত রংয়ে হবে সুখ।
দারুন বলেছেন আপু, শুভেচ্ছা