
অন্তবাহিরে হাত ধুবার পানি স্বচ্ছ না
সুতরাং গামছা শুকনো না থাকলে-
মুখ পরিষ্কার করে যায় না; কাপড় শুকানো
দড়ি নাই বলে- বাড়ি উলঙ্গ করে উঠান রেখেছে!
অথচ ভাবতেই লোম দুর্বল হচ্ছে,
কষ্টকুটুম জল ধারা কোন কথাই শুনছে না
হাতটা কেমন করে স্পর্শ করবে!
ভালবাসা সেতো বুঝলই না-
তাহলে মন পরিষ্কার করবে কি ভাবে
বরং এভাবেই থাকল প্রণয় সংসারে-
সংসারের প্রতিছবি আমি একে বারে দেখছি না!
শুধু ভেবে নিচ্ছি কতখানি সুখে থাক-
আসুক না হয় এ সময়ে মেঘাচ্ছন্ন কষ্টকুটুম জল।
৩১ ভাদ্র ১৪২৬, ১৫ সেপ্টেম্বর ২০
————————————-
১৬টি মন্তব্য
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর কবিতা।
শুভেচ্ছা রইলো কবির জন্য।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় শামীম দা
সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
মনির হোসেন মমি
কষ্টকুটুম জল ধারা কোন কথাই শুনছে না
হাতটা কেমন করে স্পর্শ করবে!
ভালবাসা সেতো বুঝলই না-
দারুণ কাব্যিক মোড়।খুব চমৎকার।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মমি দা
সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
ফয়জুল মহী
অতীব অতুলন ভাবে সাজানো লেখা । আমার ভীষণ ভালো লেগেছে । মুগ্ধ হলাম ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
রেজওয়ানা কবির
ভালোবাসা সেতো বুঝলোই না। চমৎকার প্রকাশ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কবির আপু
সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
আরজু মুক্তা
কাব্যিক উপস্থাপন। ভালো লাগলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। মেঘাচ্ছন্ন কষ্টকুটুম জল ভাসিয়ে নিয়ে যাক প্রণয় সংসারের সব জঞ্জাল। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
রোকসানা খন্দকার রুকু
কষ্টকুটুম জল ধারা কোন কথাই শুনছে না
হাতটা কেমন করে স্পর্শ করবে!
ভালবাসা সেতো বুঝলই না-*****
কেন যে বুঝল না। শুভ কামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
হালিম নজরুল
কঠিন কবিতা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নজরুল দা
সুন্দর মন্তব্য ও প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——