কল্পনার কত রং

আমি আমি ৫ মার্চ ২০১৬, শনিবার, ১১:০৭:১৫পূর্বাহ্ন বিবিধ ২১ মন্তব্য

 

তুমি এলে,রুপ এলো,ভালবাসাও পাখা মেলে ধরল।ধীরে ধীরে এলে কাছে থেকে আরও কাছে।কত সুখ,কত দু:খ,কত ঝামেলা দুজনে বুঝে নিলাম। তুমি বলতে আমি শুনতাম।কষ্টের পাহাড় কমিয়ে দিতাম তোমার। ছোট্ট থেকেও ছোট্ট কথা না জানালে তুমি থাকতে পারতে না। তখন আমি ভালবাসার রং এর ডানায় ভেসে বেড়াতাম। কতই না ভালবাস তুমি আমায়।কিন্তু এক সময় হয়ত তুমি উপলব্ধি করলে আমাকে ফেলে তুমি নির্ঝঞ্জাট জীবনে ফিরে যাবে। কারন আমার জীবনে ঝামেলা অনেক। কে এই ঝামেলায় জড়াবে বল? তাই তো সরে যেতে মন চাইছে তোমার। আমিও ভেবেছি যাকে মনের অন্ত:স্থল থেকে উজাড় করা ভালবাসাই দিয়ে দিলাম তাকে কেন কষ্টের পাহাড়ের বোঝায় দাবিয়ে রাখব? তাই তুমি মুক্ত আমার তরফ থেকে। তুমি এভাবেই সারাজীবন থাকবে আমার মনের গভীরে। ভালবেসেছি তাই কখনো ভুলতে পারব না।
এটাই বোধ হয় ভালবাসার কল্পনার অনেক রং জড়িয়ে গেছে আমার মনে। তুমি ভাল থেক,সুখে থেক।

ভালবাসার কল্পনায় কত রং এসে ঘুরে যায়।তার কোন স্থায়িত্ব কখনো থাকে কখনো থাকে না। সবার ভালবাসার কল্পনার রং সবাইকে ঘিরে রাখুক এই কামনায় শুভ সন্ধ্যা।

৯২৬জন ৯২৬জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ