
করোনা ভাইরাস নিয়ে কখনোই আমরা সচেতন ছিলাম না
করোনা ভাইরাস যখন চীনের উথান থেকে উৎপত্তি হচ্ছিলো তখন আমরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে উথানে আটকে পড়া বাংলাদেশী ছাত্রদের আনলাম এনে যে কি হলো কোথায় তারা হারিয়ে গেলো তার কোন হদিস পেলাম না
এর পর ইতালিতে যখন করোনা ভাইরাস ধীরে ধীরে প্রাদুর্ভাব হচ্ছে তখন প্রবাসীরা দেশের কাছে ছুটে আসছে তাদের আটকাতে পারলাম না
দেশপ্রেম তখন আমাদের উদ্বুদ্ধ মানবতার আফিম খেয়েছিলাম
যেমন আমরা আড়াই বছর আগে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দুই বছরে তার ফল পেলাম কোরআন শরীফের ভিতর ইয়াবা পাচারের মাধ্যমে
ঠিক তেমন মানবতা আর দেশ প্রেমের মাদকে প্রবাসীদের বুকে জড়িয়ে দেশের ভিতর ঢুকতে দিলাম
প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধার দাবিতে দেশে ঢুকে গেলো হোম করেন্টাইন এর কথা বলে দুইদিন পর শশুর বাড়ি গেলো কেও বিয়ে করলো কেও আড্ডা মারলো কেও কেও করোনার সম্ভবনা নিয়ে অন্তর্ধান নিলো
কেও কেও কাস্টম কে ঘুষ দিয়ে করোনার তাপমাত্রা নিয়ে ঢুকে পড়লো অনেক এয়ারপোর্ট এ তাপামাপা মেশিন ও নষ্ট ছিল
পুলিশ কাস্টমের সৎ অফিসাররা যাদের আটকালো তারা অতি বিপ্লবী হয়ে উঠলো তারা পাগলের প্রলাপ বকতে থাকলো
আমরা রেমিট্যান্স যুদ্ধা বাংলাদেশ
সরকার আমাদের টাকায় চলে আমরা মুসুলমান আমরা শুয়োর সাপ খাইনা আমাদের করোনা হবেনা
আমাদের ঢুকতে দিতে হবে
সরকার তাদের ঢুকতে দিলো তারা করোনা রেমিট্যান্স আমাদের সুধে আসলে দিয়ে দিলো
করোনা যখন মৃদু মৃদু প্রাদুর্ভাব চার পাঁচ জন করে আক্রান্ত হচ্ছে দুই একজন করে মারা যাচ্ছে তখন সরকার কোরেন্টাইন করতে বললো
লকডাউন এর জন্য অনুরোধ করতে থাকলো আর্মি পুলিশ নামালো জনগণ কে বাসায় ঢুকাতে
অবাধ্য ভোদাই জনগণ ঢুকে না লাঠিচার্জ করলো মান সম্মানের ভয় দেখানোর কানে ধরে উটবস করালো
একজন মহিলা এসি ল্যান্ড বাহিরে অবৈধভাবে বের হবার জন্য কানে ধরে উটবস করায়
তবুও জনগণকে বাড়িতে রাখা যাচ্ছিলোনা
এসি ল্যান্ড মহিলা করোনার ভয়াবহতা বুঝেই বাবার বয়সী ভ্যানচালকের কানে ধরে উটবস করায় যাতে তারা চক্ষুলজ্জায় আর বাহিরে বের না হয়
আমাদের অতিবিপ্লবী জনতা মহিলা কর্মকর্তার গুষ্টি উদ্ধার করে নিজ দায়িত্বপালনের অপরাধে তাকে বিনা দোষে অপসারণ করা হয়
করোনার ভয়াবহতা যখন ব্যাপক হবার আশঙ্কা জাগাচ্ছে আমরা তখন সবাই গরিব প্রেমী হয়ে গেলাম
যে গরিব রিক্সাওয়ালা সামান্য মেঘ গুড়গুড় করলে ভাড়া দ্বিগুন করে যে বাস হেল্পার ধাক্কা দিয়ে বাস থেকে নামায় চলন্ত বাস এ দৌড়ে উঠায়
তাদের সাহায্যের জন্য আমরা উঠে পড়ে লাগলাম
করোনা মোকাবিলায় আমাদের ডাক্তারদের কাছে সুরক্ষা পোশাক নেই যন্ত্রপাতি নেই চিকিৎসার কোন ব্যবস্থা নেই এসব বাদ দিয়ে সবাই ছুটলো গরিব সেবায়
মধ্যবিত্তরা গরিব সেবা করতে গিয়ে নিজেরাই গরিব হয়ে গেলো আর গরিবরা অতিরিক্ত সাহায্য পেয়ে সেগুলো নিয়ে ব্যবসা শুরু করলো
এদিকে করোনা মহামারী আকার ধারণ করছে সেদিকে কারো খেয়াল নেই সবাই আছে গরিব বন্দনায়
গরিবরা লক ডাউন ভেঙে করোনা ছড়াচ্ছে পাবলিকের আছে প্রচ্ছন্ন সনর্থন
তারা বলে গরিব কি করবে করোনা ছড়িয়ে সবাইকে মারুক তবুও ওরা বাঁচুক গরিবের বাঁচার অধিকার আছে কোন কিছু না করেও
নামুক তারা রাস্তায় চালাক তারা রিক্সা করুক তারা ভিক্ষা দিক আমাদের শিক্ষা
তারা সেই শিক্ষাই আমাদের দিয়েছে সেই শিক্ষার ফলভোগ এখন আমরা করছি
করোনা এখন আকাশের দিকে উঠছে মহামারীর দিকে যাচ্ছে
বাংলাদেশের জন্য এখনো আমরা করোনা প্রতিরোধে সুনিস্দিষ্ট আলোচনা নেই
আমাদের শিরোনাম চাল চুরি এদিকে করোনা ধীরে ধীরে আমাদের জীবন চুরি করে নিচ্ছে সেদিকে আমাদের লক্ষ নেই
বাহিরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারছি গরিব মানুষের কি হবে তাদের চাল চুরি হয়ে যাচ্ছে
সারা পৃথিবীতে শিরোনাম দুশ্চিন্তা করোনা নিয়ে আমাদের দুশ্চিন্তা চাল চুরি নিয়ে
এখনো করোনাকে অবহেলা
বাংলাদেশ সরকার বা জনগণ করোনা মোকাবিলায় ব্যর্থ
তিন মাস আগে থেকে প্রস্তুতি নিয়েও তারা ব্যর্থ হতো করোনার উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই
যেখানে পৃথিবীর সুসভ্য দেশ গুলো দিশেহারা সেখানে বাংলাদেশের মতো গরিব বিদেশী সাহায্য নির্ভর দেশ করোনার মোকাবিলা করবে এটা অলৈকিকর থেকেও অলৈকিক কথা
করোনার উপর কারো নিয়ন্ত্রণ নেই করোনা তার নিজ গতিতে আগাচ্ছে
বাংলাদেশ তিন মাস আগেও প্রস্তুতি নিলেও একই অবস্থা থাকতো কারণ সরকার সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না
সরকারের সব কিছুর উপর নিয়ন্ত্রণ নেই
নিয়ন্ত্রণ নেই ওয়াজ মাহফিলের উপর যেখানে আল্লাহ কসম দিয়ে বলা হয়েছে কোন মুসুলমানের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে
মসজিদ বন্ধ করা যাবেনা জুম্মার নামাজ জামাতের নামাজ বন্ধ করা যাবেনা স্বাস্থঝুঁকির উপর বহুদিন জামাতে নামাজ চলেছে
ইতালিতে করোনা মহামারী হুহু করে প্রবাসী ঢুকেছে লোকডাউনের মধ্যে গরিবরা রাস্তায় বসে আছে
বাংলাদেশের পেক্ষাপটে একমাত্র উপায় ছিল যখনি করোনা সংকট শুরু হলো বিদেশী সব ফ্লাইট বন্ধ করে দিয়া
দেশের ভিতর কাওকে ঢুকতে না দিয়া দেশের বাহিরে কাওকে যেতে না দিয়া
বাংলাদেশের পেক্ষাপটে বাংলাদর্শের বাস্তবতায় এই পদ্ধতি ছাড়া করোনা মোকাবিলার আর কোনই উপায় নেই
এটাই বাস্তবতা
১১টি মন্তব্য
নাজমুল হুদা
করোনার প্রতি অনীহা আমারও এসেছে। করোনা নিপাত যাক। প্রতিটি ভুলের প্রতিশোধ করোনা যেন না নেয়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সাথে পুরোপুরি একমত। আমাদের খামখেয়ালি, ভন্ড দেশপ্রেম, ধর্মের নামে আদিখ্যেতা সবকিছু দায়ী। যেখানে উন্নত দেশগুলো বেসামাল সেখানে আমরা গরীবের দোহাই দিয়ে, ধর্মের দাম্ভিকতায় নিজেকে করোনার ছোবলে বন্দী করছি। ভালো থাকুন
সুপায়ন বড়ুয়া
সহমত আপু,
উহান থেকে আসা বিমান সহ সব স্টাফরা ১৪দিন কোয়ারান্টাইনে ছিল। বিশ্ব স্বাস্থ্যসস্থার নির্দেশে/গাইড লাইনে। এরপর ও সব এয়ার লাইন চালু ছিল। লাখ লাখ মানুষ আসা যাওয়া হলো।
২০ জন করোনা রোগী যদি ইন করে ১৪ দিন পরে ১০ দিনে ৪০ কোটি মানুষ আক্রান্ত ও ২ কোটি মানুষ মারা যাওয়ার কথা হিসাবে।
এটা নিয়ে আমার একটা লেখা আছে যদি পারেন অন্যের লেখায় যাবেন মন্তব্য করেন মানুষ শিখবে আপনার থেকে।
শুভ কামনা।
ফয়জুল মহী
অনবদ্য প্রকাশ। খুবই ভালো লাগলো।
ইঞ্জা
যথার্থ লিখেছেন দিভাই
জিসান শা ইকরাম
উহান থেকে আসা ছাত্ররা ঢাকায় ১৪ দিন সরকারী ব্যাবস্থাপনায় কোরেন্টাইনে ছিল। সমস্যা করেছে ইতালি থেকে আসা প্রবাসীরা।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন।
করোনারি প্রতি অনীহার, আমাদের কিছু হবে আমরা মুসলমান ইত্যাদি ইত্যাদি
করোনা কইলো দাঁড়াও তোমাদের কিছু হয় কি না দেখি?
এখন মর সব আবাল জাতি
হালিম নজরুল
কঠিন পরিণতির জন্য করোনার চেয়ে আমরাই বেশি দায়ী।
সঞ্জয় মালাকার
করোনা নিপাত যাক।
আপনার জন্য শুভ কামনা রইলো 🌹🌹
নিতাই বাবু
আমাদের বর্তমান সরকারের উদার মনোভাবের কারণে হয়তো খুব তাড়াতাড়ি এই প্রাণঘাতী নভেল করোনাভাইরাস আমাদের আঁকড়ে ধরেছে। কিন্তু কথা হলো, তাঁদের প্রতি-ও-তো আমাদের মায়া-মমতা থাকা উচিৎ! তাই সেদিকে বিবেচনা করে সরকার তাঁদের আদরযত্ন-সহকারে যাঁর যাঁর বাড়ি পৌঁছে দিয়েছেন। তাঁদের না আনলেও কিন্তু এই প্রাণঘাতী রোগ সংক্রমণে আমরা পৃথিবীর অন্যান্য দেশের মতো ধীরে ধীরে আক্রান্ত হতাম।
কিন্তু বর্তমান অবস্থায় আমরা কী করছি? আমরা কী সরকার এব বিজ্ঞ চিকিৎসকদের দিকনির্দেশনা মেনে চলতে পারছি? মোটেই না। তাহলে আমি মনে করি এই সময়ে সরকার এবং বিজ্ঞ চিকিৎসকদের নির্দেশনাগুলো যথাযথভাবে আমাদের মেনে চলতে হবে। যাতে এই প্রাণঘাতী নভেল করোনাভাইরাস আর কাউকে আক্রমণ করতে না পারে। প্রয়োজনে স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কও ত্যাগ করতে হবে।
আপনার প্রতি শুভেচ্ছা-সহ শুভকামনাও থাকলো। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।
মুন
সকলকে অনেক ধন্যবাদ আপনাদের সকলের সাহায্য সহযোগিতা সব সময় চাই