
আমাদের বাড়িওয়ালী পান স্পেশালিষ্ট। পান ছাড়া তার চলে না। কিন্তু এখন কড়াকড়ি। বাসায় মাস্ক পরে থাকতে হবে। বেচারির হয়েছে জ্বালা। পানের পিক ফেলতে গিয়ে ; হাত ধোয়ার সাথে সাথে মাস্কও ধুচ্ছেন। কিছু করার নাই। মাস্ক পরেই সংসার সামলাচ্ছেন চাচী। টিভিতে দেখেছেন, ইউনেসেফ বলছে, বাসায় থাকলে কাপড়ের মাস্ক পরতে হবে। বাহিরে গেলে কাপড়ের মাস্কের সাথে সার্জিক্যাল মাস্ক। আর করোনা হয়েছে এমন রোগির সামনে এন 95 মাস্ক। আড় চোখে দেখি, ধ্যাত্তেরি বলে মাস্ক ছুঁড়ছেন পেঁয়াজের ডালাতে।
বাড়িওয়ালা চাচা। সারাক্ষণ আছেন চেঁচামেচিতে, হাত ধোও, হাত ধোও। অথচ সারাক্ষণ নাকের ময়লা দলা পাকাতে ব্যস্ত। নিজের হাত ধোয়ার চেয়ে তার চেয়ার ঝাড়াই পছন্দ।
বাড়িওয়ালার মেয়ে, হেভি চটপটে। আমাদের বলে, ” ভাবি বেড়াতে আসেন না যে? আমরা বলি, মাস্ক পরে গল্প জমে না। মেয়েটি বলে, ভাবী আমরা তো এখন বাহিরে যাচ্ছি না। বাড়িতেই থাকি। আপনারা হ্যান্ড স্যানিটাইজ করবেন ; তাহলেই হবে। বিকেলে সবাই আড্ডায় বসলাম। মেয়েটি বলে, কেমন একটা আঁশটে গন্ধ। আমি বললাম, এটা তো হ্যান্ড স্যানিটাইজের গন্ধ। মেয়েটি বলে, আপনারা যান। আমার বমি লাগছে।
গরুর দুধে আমরা এতোটাই ভেজাল মিশিয়েছি যে : গরু ঈশ্বরের কাছে করজোড়ে বিচার চেয়েছিলো। তাইতো, তিনি অভিশাপ দিলেন, ” টিকা নিলেও নিজের সুরক্ষায় মাস্ক পরতেই হবে। মানুষকে সালাম দেয়া ভুলে গেছো ? কথাও বলতে চাও না ! একে অপরের খোঁজ নিতেও ভুলে যাও। এবার সব বন্ধ। নাস্তা খাওয়াও বন্ধ। ”
এবার কি আর করা ! সামলিয়ে চলি। ভ্যাকসিন নিলেও মাস্ক পরি। হাত ধুই। সামাজিক দূরত্ব মেনে চলি।
২২টি মন্তব্য
মনির হোসেন মমি
গরুর চোখে মুখে যেটা লাগানো সেটাকে আমরা কাফা বলি।সেই কাফাই আমাদের এখন শেষ ভরসা।মানুষের পৃথিবীতে খোলা বাতাসে খোলা মুখে থাকাটা যেন দিন দিন শেষ হয়ে আসছে।
সবাই ভাল থাকুক।সুস্থ থাকুক।
আরজু মুক্তা
আসলেই এখন মাস্ক পরেই চলতে হবে
ছাইরাছ হেলাল
অন্যদের কথা জানি না, আমি তো চেনা মানুশদের চিনতে পারি না, আমাকেও অনেকে চেনে না।
অবশ্য যা সুন্দর সুন্দর মাস্ক, আমার তো এমনি এমন পড়ে থাকতে ইচ্ছে করে। যদিও একটু বেশি-ই খরুচে!!।
আরজু মুক্তা
ঐটা কিন্তু বেনোফিট, না চেনাটা।
হা হা। ম্যাচিং করেই চলি
হালিমা আক্তার
আবার কবে মাস্ক ছাড়া সাধারণ ভাবে চলতে পারবো জানি না। খুব কষ্ট হয়। এখনো তো স্লোগান একটাই। জীবন বাঁচাতে মাস্ক, জীবন সাজাতে মাস্ক। শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
নিজের এবং অপরের সুরক্ষায় মাস্ক পরতেই হবে।
শুভ কামনা সবসময়
আলমগীর সরকার লিটন
একধম বাস্তবমুখি ভাবনা মুক্তা আপু অনেক শুভেচ্ছা রইল
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
দারুন রম্য । চাচীর অবস্থা দেখে তো অনেক হাসলাম, চাচার কথা আর কি বলবো! এখন দেখছি মাস্ক ই জীবন মরণের সাথী হয়ে গেছে। মাস্ক এর কারনে চেনাজানা অচেনা লাগে। আগে ধাঁধা দিতো পত্রিকায় শুধু চোখের, ঠোঁটের ছবি দিয়ে মানুষটাকে চেনা এখন দেখছি সেটা কতটা কাজে লাগছে। আসলে অভিজ্ঞতা র কোনো বিকল্প নেই। শুভ সকাল
আরজু মুক্তা
ভালো বললেন। চোখ যে মনের কথা বলে তাইনা, মানুষও চেনায়।
শুভ সকাল। ভালো কাটুক।
মোঃ মজিবর রহমান
আমাদের অঞ্চলে ঠুসি বলি গরুর মুখে দেই।
আসলে একটু বলেই ফেলি যেগরু গু/পায়খানা খাই ঐ ঠুসি দিলেও ঘুসে ঘুসে খায়। তাই পাপ কমান আল্লাহ রেহাই দিতে পারে। ভালোই রম্য পড়ি, কর্ম করি।
আরজু মুক্তা
আল্লাহ ভরসা। তিনিই ভালো জানেন।
শুভ কামনা
রিতু জাহান
গরুর ঠুসি এখন মানুষের মুখে,,,, ভালোই কাজ হয়েছে গরুর অভিষাপে
আরজু মুক্তা
কি আর করা। তবে, অনেক কিছু থেকেও মুক্তি।
শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
আমাকে অনেকেই বলেছে কি লাভ হলো এত স্বাস্থ্যবিধি মেনে? করোনা তো তোমায় ছাড়লো না,, আমি বলি স্বাস্থবিধি মেনেও যদি করোনা হয় হোক, আমি নিজেকে সামলে রাখি তোমাদের সামাল দিতে।
আমিও মাস্ককে ভালোবেসেছি। মাস্ক শুধু করোনা ঠেকায়, এই ভাবনার ওয়াজিদের জন্য এক পাহাড় সমবেদনা সংরক্ষণ করে রাখলাম।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
মাস্ক করোনা নয়। ধূলাবালি থেকেও রক্ষা করে।
কথা ঠিক। অন্যদের ভালো রাখতে নিজেও একটু সচেতন হওয়া।
ভালো থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু
হা হা কি যে কি ঠেকায় সেটাই তো বুঝি না। তবুও অপেক্ষা করোনার তৃতীয় ডোজের।। চলুক,,,
আরজু মুক্তা
এইভাবেই চলতে হবে।
জীবন কঠিন হয়ে গেলো।
শুভ কামনা
সৌবর্ণ বাঁধন
রম্য নয় বাস্তবতা। বাস্তুবতার স্থিরচিত্র। শুভেচ্ছা জানবেন।
আরজু মুক্তা
বাস্তব বললে কেউ শোনে না। রম্য বললে তাও পড়ে দেখে।
ভালো থাকবেন সবসময়
ফারজানা আক্তার
অনেক সুন্দর হল।মন জুড়িয়ে গেল।ভালবাসা অবিরাম
আরজু মুক্তা
নিরাপদে থাকুন। সুস্থ থাকুন