এক
আহ্! যদি নীল হতাম; শরতের এই আকাশে
তবে হাওয়ায় ভাসা তুলোর মতো-
শুভ্র মেঘকে বুকে ধরে রাখতাম খুব করে!
দুই
যাকে ভেবে কাটছে দিন,
যার জন্য জমছে বুকে-
অজস্র যন্ত্রণার ঋণ!
সে কী তোমায় ভালোবাসে শর্তহীন?
কাছে পেতে চায় অন্তহীন?
তিন
আমার শহরে নির্জন নিস্তব্ধ রাতের সাথে-
ভেসে আসে তাহার নিঃশ্বাসের উষ্ণ স্পর্শ!
মৃদু কুয়াশাচ্ছন্ন ভোরের শিশিরের সাথে-
নেমে আসে তাহার আলিঙ্গনের উষ্ণ শিহরণ!
চার
তুমি নেই ভাবতেই…
কান্নারা মিছিল করে এসে চোখের পাতায়
কষ্টরা আন্দোলন করে নেমে মনের রাস্তায়
যন্ত্রণারা অনশন করে বসে হৃদয়ের আঙ্গিনায়
পাঁচ
হাত বাড়িয়ে দুঃখ ছুঁয়েছি,
মন ছুঁয়েছি ভালোবাসায়!
দুঃখভরা ভালোবাসার ছোঁয়া পেতে-
আমার আমি’কে নীল কঙ্কণে জড়াই!
ছয়
আঙ্গুলের ডগায় শব্দের নাচুন নেই
নেই অজস্র বাক্যের স্তর বিন্যাস
মস্তিষ্ক জুড়ে আষ্টেপৃষ্ঠে চলছে
শুধু খাঁ খাঁ শূন্যতা আর শূন্যতা বাস!
সাত
কত শত কল্প-কথার জল্পনা
হৃদয়ে এঁকে যায় প্রেমের আল্পনা
আট
প্রিয় ফুল হাতে নিয়ে-
তোমারই অপেক্ষায় প্রহর গুনছি প্রিয়!
জানি তুমি আসবে, ঠিক আসবে
কোনো এক শিউলি ঝরা শরৎ পাতে!
নয়
আমিও একদিন কাশফুল হয়ে-
ফুটেছিলাম তুলশী গঙ্গা নদীর তীরে।
হাওয়ায় দুলে মন রাঙিয়ে ছন্দ তুলেছিলাম-
কতো শতো প্রেমিকের হৃদয়ে!
হয়তো কোনো প্রেমের কবি কাশফুল ভালোবেসে,
দু’চারটে কবিতাও লিখেছিলো আমায় নিয়ে!
দশ
প্রিয় স্নিগ্ধ ভালোবাসার পবিত্রতায়;বেঁধে রেখো অশান্ত অবাধ্য উড়নচণ্ডী এই আমায়!
শ্বাস কষ্টে ভোগা এই আমি’র; বিশুদ্ধ অক্সিজেন
হিসাবে আমৃত্যু তোমাকেই চাই!
এগারো
এই জানো জানো…..
দখিন জানালার কার্নিশ বেয়ে
চাঁদের আলো চুপিচুপি এসে
আমার ঘরে ঢুকেছে; চোখের পাতা ছুঁয়েছে
আমার অধর ছুঁয়েছে; ছুঁয়েছে নগ্ন চিবুক
বারো
আমি মনের চোখে দেখেছি
তোমার ঐ ঘুমন্ত মায়াময় দুটি আঁখি
কি অদ্ভুত মায়া ছিলো সেখানে লুকায়িত!
আহ্! আমি পরিতৃপ্ত প্রশান্ত মনে-
অতি সন্তর্পনে আলতো করে অধরে অধর ছুঁয়ে
চুপিচুপি পিছু ফিরে এসেছি!
তেরো
আমায় রিক্ত করে, অশ্রু জলে সিক্ত করে
হৃদয়ের উঠান ছেড়ে নিরবে চলে গেছে যে!
সে কেনো আসে ফিরে?
নীলাকাশের মেঘ হয়ে, বাতাসের গন্ধে মিশে
অআধার মানিক হয়ে, তটিনীর বুকে ভেসে
চৌদ্দ
জানি না সে কে ছিল?
যে আবার নতুন করে-
পুরোনো জরাজীর্ণ ফেলে আসা;
ভুলে যাওয়া নাম ধরে ডাক দিয়ে
হারানো শিহরণ ফিরিয়ে দিল!
পনেরো
তুমি আমার হবে;
এটুকু নিশ্চয়তা পেলে
সাদা পায়রার মত উড়াল-
দেবো একলা আকাশে!
ষোলো
যদি তুমি আমার হতে!
নীল ছিটানো আকাশ পথে,
শুভ্র মেঘের ভেলায় চেপে;
পাড়ি জমাতাম মহাকাশে!
২৯টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
একি ষোল কলায় পুর্নতা,নাকি অন্যকিছু। বুঝিনা তারপরও পড়তে ভালো লাগে। বড় ব্যাপার হল প্রথম মন্তব্যের দুঃসাহস কখনই করতে পারিনা।
কত কিছু শিখছি। একান্ত অনুভূতি ভালো লাগলো।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
প্রথম মন্তব্য দানকারী হিসেবে আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা❤️❤️
প্রেম বিরহ মিলেমিশে একাকার হয়ে ষোল কলা পূর্ণ করেছে।
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানবেন আপু।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
টুকরো প্রেম আর টুকরো রইলো কই? জোড়া লাগিয়ে ষোলো টি পদ্মের সমাহার ঘটালেন। প্রত্যেকটি লেখাই যেন পরিপূর্ণ প্রেমের গল্প।
চমৎকার লিখেছেন আপু। শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
আরে বাহ্! ষোলোটি পদ্মের সমাহার
দারুণ বলেছেন কিন্তু
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ষোল খানা প্রেম প্রেম বিরহে কোনটি রেখে কোনটি নেব
এই না-বুঝ জগতে তাই ভাবছি।
ক্যামনে লেখে কে জানে, শিউর লেখা ভুতের আছর!
সুরাইয়া পারভীন
আহা! একটিও ছাড়তে হবে না
সবগুলোই নিয়ে নিন না
উঁহু! কষ্ট করে লিখবো আমি
আর নাম হবে ভূতের!!
এটা মেনে নেওয়া যায় না কিন্তু হুঁ
হা হা হা হা হা
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বন্যা লিপি
এ যেনো জানালায় এলোচুলে গ্রীবা রেখে নিজের সাথে করা বকবকানিগুলো ঢেলে দেয়া সাদা পৃষ্ঠাভরে। ষোলকালা পূর্ণ চন্দ্রাবতী।
দুর্দান্ত।
সুরাইয়া পারভীন
আহ্! আহা! চন্দ্রাবতী
হেব্বি লেগেছে কমেন্টটা
লাভ ইউ লাভ ইউ ❤️❤️
আলমগীর সরকার লিটন
সুন্দর অনুভূতির প্রকাশ করেছেন কবি আপু অনেক শুভ কামনা রইল
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
প্রেম, ভালোবাসা, বিরহ সবগুলো মিলিয়েই ষোলকলা পূর্ণ হয়। জীবন তো এইরকমি নীল আকাশের ভেলায়বচড়ে ভেসে বেড়ায় না? জীবন সবসময় কঠিনের মুখোমুখি হয়।আর আমরাও সদা প্রস্তুত। না পাওয়া থেকে পাওয়া গুলো নিয়ে সুখেই থাকি।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
জীবন এমনই কল্পনায় হাওয়ায় ভেসে মহাশূন্যে যাওয়া গেলেও বাস্তবতা সম্পূর্ণ আলাদা
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
আপনার জন্য থাকলো শুভেচ্ছার ফুলঝুড়ি।
হালিম নজরুল
এক হালির দিনে বলেছিলাম এরপর ডজন হবে। আজ দেখি ষোল। শুভকামনা রইল।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আপনার কথা মাথায় ছিল
কৃতজ্ঞতা প্রকাশ করছি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার! ষোলো কলা পূর্ণ হলো আর কিছু রইলো না বাকী। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
একদম ষোলো করা পূর্ণ
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদিভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“তুমি আমার হবে;
এটুকু নিশ্চয়তা পেলে
সাদা পায়রার মত উড়াল-
দেবো একলা আকাশে!”
তাই যদি হয় থাক মিলে মিশে
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
সুন্দর হলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
ষোলকলায় পরিপূর্ণ।দারুন প্রেমের অনুভূতির প্রকাশ।শুভকামনা। ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
উর্বশী
সুরাইয়া বচন। পারভীন কথণ। প্রেমের আলাপণ,সবাই করবে মনন। ভাল লাগলো হে প্রিয়া। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
সুরাইয়া পারভীন
আহ্ কি যে দারুণ
অন্য রকম লিখলেন প্রিয়জন
ভালোবাসায় করলেন ঋণী
কৃতজ্ঞতা জানবেন সারাক্ষণ
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শামীম চৌধুরী
আর চারটা যোগ করে এক কুঁড়ি অনুভূতি প্রকাশ পেলে দারুন হতো।
খুব ভাল লাগলো আপু।
সুরাইয়া পারভীন
পরেরবার অবশ্যই নিয়ে আসবো দাদাভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ত্রিস্তান
আমার শহরে নির্জন নিস্তব্ধ রাতের সাথে-
ভেসে আসে তাহার নিঃশ্বাসের উষ্ণ স্পর্শ!
মৃদু কুয়াশাচ্ছন্ন ভোরের শিশিরের সাথে-
নেমে আসে তাহার আলিঙ্গনের উষ্ণ শিহরণ!
সুরাইয়া পারভীন
জ্বী ধন্যবাদ অশেষ
এতো পর কই থেকে উদয় হলেন।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
তুমি আমার হবে;
এটুকু নিশ্চয়তা পেলে
সাদা পায়রার মত উড়াল-
দেবো একলা আকাশে! দারুন অনুভবে লেখা।
কিন্তু লেখার সুন্দর মন্তব্য আমি আজ দিতে পারছিনা। তাছাড়া লিখায় পড়ে মুগ্ধ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়