
লম্বা চাদর মুড়িয়ে ল্যাম্পপোস্টের নিয়ন বাতির আলোয় সিগারেটের বিবর্ণ ধোঁয়ার জালে ফেঁসে উশখুশ রূপে বসে আছে। উসকোখুসকো চুল দাঁড়ি, হাতে রংবেরঙের ব্রেসলেট, ময়লা জরাজীর্ণ জীর্ণশীর্ণ জিন্স প্যান্ট ফতুয়ায় চেনার উপায় নেই। বিদঘুটে অবস্থা।
কি রে! কি হয়েছে তোর? বিকেল থেকে কোন খোঁজখবর নেই। হাঁড়িতেও দেখলাম ভাত রয়েছে।
– আর খোঁজখবর। খোঁজখবর দিয়ে কি হবে?
আবার ব্রেকআপ হলো নাকি?
– সে তো রোজ সন্ধ্যায় সিগারেটের সাথে হচ্ছে। প্রতি সন্ধ্যায় ভাবি আজ থেকেই…।
হুমম, বুঝেছি। ঝগড়া হয়েছে। আমি দেহুড়ীর সাথে কথা বলবো।
– কথা বলে কোন লাভ হবে না। একটা বেকার ছেলে…। তাও আবার কবি হতে চাই। তার সাথে কি…?
বুঝেছি। গাঁজাও…। চল, রুমে চল। রুমে বসে…।
– প্রেমে তো পড়েছিস। তোকে একটা ফ্রি-তে উপদেশ দেই। মনে রাখবি- প্রিয়তমা ভালো হলে প্রতিদিন প্রতি রাতই ১৪ই ফেব্রুয়ারি। আর না হলে প্রতিদিন প্রতি রাতই ২৫শে মার্চ।
১৯টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“প্রিয়তমা ভালো হলে প্রতিদিন প্রতি রাতই ১৪ই ফেব্রুয়ারি। আর না হলে প্রতিদিন প্রতি রাতই ২৫শে মার্চ। “
সত্যি বলেছেন ভাই সহমত ,
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় সোনেলা ব্লগার বন্ধু। ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক , প্রিয়জন ভালো হলে প্রতিদিন ই ভ্যালেন্টাইন ডে আর না হলে ট্রাম ট্রাম যুদ্ধ। ছোট গল্প ভালোই হলো
নৃ মাসুদ রানা
ধন্যবাদ ব্লগার বন্ধু।
জিসান শা ইকরাম
অনুগল্প ভাল হয়েছে,
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
যদি প্রিয়তম ভালো না হয়? তাহলে রাত কেমন হবে মাসুদ ভাই?
নৃ মাসুদ রানা
২৫ শে মার্চ। আরও যদি বিস্তারিত চান তবে অন্য কোন গল্পেে প্রকাশ করবো।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা করুন। অজানাকে জানতে পেরে ধন্য হই।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
প্রেমে তো পড়েছিস। তোকে একটা ফ্রি-তে উপদেশ দেই। মনে রাখবি- প্রিয়তমা ভালো হলে প্রতিদিন প্রতি রাতই ১৪ই ফেব্রুয়ারি। আর না হলে প্রতিদিন প্রতি রাতই ২৫শে মার্চ।
হা হা হা,,,ইউনিক উপদেশ। ভালো লিখেছেন
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর। ভালো লাগলো।
কামাল উদ্দিন
১৪ ফেব্রুয়ারি আর ২৫ মার্চের উপদেশটা খুব ভালো লেগেছে ভাই 🙂
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ
মনির হোসেন মমি
১৪ এবং ২৫ তারিখ হা হা হা মনে থাকবে।চমৎকার বাক্যটা দারুণ মিল।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
ছাইরাছ হেলাল
এই ১৪ই ফেব্রুয়ারির নিশ্চয়তা কে কবে পেয়েছে!
সৈকত দে
অসাধারণ উপস্থাপন।বেশ ভালো।
শুভ কামনা সবসময়
রুমন আশরাফ
ভাল লাগলো।