
কবিতা – রিভিউ
যৌথ কাব্যগ্রন্থ – নির্ঝর শব্দের ঢেউ
সম্পাদনা – আরজু মুক্তা
প্রকাশক – আব্দুল্লাহ আল তানিম
প্রকাশনায় – ইচ্ছে স্বপ্ন প্রকাশনী
কবিতা – ১) শেষ প্রহরের ভূষণ ২) অধরা অমৃত রস
কবি — সুপর্ণা বসু ফাল্গুনী
কবি কবিতা লিখে , পাঠক তাঁর অনুভূতি দিয়ে সেই রস উপভোগ করে | কখনো কবির সাথে পাঠকের উপভোগ মিলে যায় , কখনো বা অমিল থেকে যায় | কবি কল্পনায় শব্দের মালা গাঁথে , পাঠক বাস্তবের সাথে মিলিয়ে সে সুধা পান করে | ২০২১ বইমেলা উপলক্ষে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘ নির্ঝর শব্দের ঢেউ ‘ এ ঢেউ এর মূর্ছনায় লিপিবদ্ধ করা হয়েছে নবীন – প্রবীণ কবিদের সমন্বয়ে ৭৪ টি কবিতা | কাব্যগ্রন্থের দুটি কবিতা ‘ শেষ প্রহরের ভূষণ ও অধরা অমৃত রস ‘ | কবিতা দুটি লিখেছেন প্রিয় কবি সুপর্ণা বসু ফাল্গুনী |
শেষ প্রহরের ভূষণ কবিতাটিতে শব্দের অলংকার এর সৌন্দর্য পাঠকের মনে আনন্দ দিবে | অসাধারণ শব্দ শৈলী |
জীবন আঁধারে প্রকৃতির সাথে মানুষের সখ্যতা | যেন তিমির রাত্রি জেগে খেলে যায় কানামাছি |
মৃত্তিকা ভেদ করে আশা গাছের ডালে ডালে পাখিদের জীবন যাপন | সেখানে মাঝে মাঝে উঁকি দেয় অশরীরী আত্মা | মনের কথাগুলো কখনো প্রকাশিত হয় , কখনো গোলকধাঁধার ঘুরে বেড়ায় | পাখির কুজন কর্ণে পৌঁছালেও , মনের রুদ্ধ দ্বারে আটকে যায় | ব্যাকুল মনে তখন বেজে উঠে রণ ডঙ্কা | এর ই মাঝে উত্তর – পূর্ব আকাশে জেগে উঠে সোনালী স্বপ্ন |
রাতের আঁধার কেটে কবি সোনালী স্বপ্নে পৃথিবীকে সাজাতে চান |
কবির আরেকটি সুনিপন রচনা ‘ অধরা অমৃতরস ‘ – জীবনে একটুখানি সুখ – শান্তির জন্য আমাদের কত প্রচেষ্টা | ভালোবাসার প্রাপ্তির জন্য ব্যাকুল তনু মন | কল্পনার সাগরে সাঁতরে পেতে চাই অমিয় সুধা | জীবন পথের বাঁকে বাঁকে ক্ষয় হতে থাকা মন প্রাণ কখনো সে সুধা পান করতে পারে | কখনো তা অধরা ই রয়ে যায় | জীবন তৃষ্ণার সাধ এখানে অতৃপ্ত |
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি
জীবন ভিত্তিক কবিতা।
দিদির কবিতা সহ আরো যাদের কবিতা ছিলো কবিতা কবিতারস্থলে রবে শুধু সম্পাদক সেই মানুষটি নেই।তিনি বেচে থাকবেন আজীবন আমাদের মাঝে কবিতা গল্পের মাঝে।
হালিমা আক্তার
আরজু বেঁচে থাকবেন তাঁর কবিতার মাঝে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
সূপর্ণা দির কবিতা মানেই অসাধারণ কিছু। এবারেও এই বইটি বের হচ্ছে। আমরা চাই তিনি থাকুন আমাদের সাথে।।।
হালিমা আক্তার
দিদির কবিতায় শব্দের অলংকরণ অসাধারণ। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
বেশ ভালো লাগলো উপমায় শৃঙ্খলে গাঁথা কবিতাদ্বয়।
মুগ্ধতা রাখলাম পাতায়।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
খাদিজাতুল কুবরা
বাস্তবতা বাদী লেখক সূপর্ণা দি। তাঁর কবিতা
গুলো আরও জীবন্ত হয়ে উঠেছে হালিমা আপুর পর্যালোচনায়। খুব ভালো থাকবেন আর লিখুন মন খুলে
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
প্রথমেই বলি, সম্পাদক তাঁর মননের পরিচয় সম্পাদনায় উজাড় করেছে। আর সূপর্ণা দিদির কবিতা আমাকে মাঝে মাঝে অনেক ভাবাই, তাঁর লেখা থেকে আমিও অনেক লিখা লিখেছি।
ধন্যবাদ আপনাকে সুন্দর কাব্যময়ের উপস্থাপনা করার জন্য।
হালিমা আক্তার
একদম সত্যি বলেছেন। কবিতার রিভিউ করতে ভাবনায় পরে গিয়েছিলাম।এত সুন্দর শব্দের ব্যবহার।এক কথায় অসাধারণ। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
অন্যদের লেখা পড়ি যখন তখন নিজের লেখাগুলো কে অখাদ্য, কুখাদ্য মনে হয় কিন্তু এমন করে রিভিউ পেলে তখন মনে হয় কিছু একটা পারছি লিখতে। অসংখ্য, অজস্র ধন্যবাদ এভাবে রিভিউ দেয়ার জন্য , এতো ভালো ভালো কবিতার মাঝে আমার লেখাগুলো নিয়ে চমৎকার ভাবনার জন্য। কৃতজ্ঞতায়, ভালোলাগায় মনটা আনন্দিত হয়ে উঠলো অনেক দিন পর। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
আপনার কবিতা অনেক ভালো লাগে। শব্দের অলঙ্করণ চমৎকার। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।