কবিতায় মা দূর্গার ছায়া দেখি
মহিষাসুরের যুদ্ধ, দৌড়ানো,
হালকা রঙে ফুলেদের এদিক ওদিক নাচ গান
চারিদিকে মুখেদের আনাগোনা
স্যান্ডেলগুলোর সৌন্দর্য বড় বড় চুলের সাজ
লিপস্টিক পাঞ্জাবীর রোমান্স
হাতে হাত
প্রথম প্রেমের প্রথম স্পর্শ
প্রাকৃতিক বিশেষ অনুভূতি গুলো পূর্ণচ্ছেদে ও আটকায় না—
কালো কালো অক্ষরে শৈশব যৌবনের স্মৃতিগুলি রাগে ফুঁসছে
হাত পা আছড়ে অলশ বায়না—
মন বারবার মহালয়া র দূর্গা !
ভিড়গুলো দ্রুত ট্রেনের মহিলা কামরা!
চিৎকার চেঁচামেচি
সাজগুলো লোকদেখানো সাদা কাপড়ের বিধবাই–!
ব্রেক আপের ফ্রসট্রেশন লুকোতে নতুন মেক আপ–?
===================
অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ৬ সেপ্টেম্বর ২০১৭
১৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
স্বাগত শ্বারদীয় মাদুর্গা।
অরুণিমা মন্ডল দাস
(3
মোঃ মজিবর রহমান
-{@
ইঞ্জা
দারুণ লিখেছেন, শুচেচ্ছা।
ইঞ্জা
শুভেচ্ছা ★
অরুণিমা মন্ডল দাস
-{@
ইঞ্জা
(y)
গাজী বুরহান
ব্রেক আপের ফ্রসট্রেশন লুকোতে নতুন
মেক আপ–??
সময় যখন অসময় বিভিন্ন উৎসব তখন নতুন কিছুর স্বপ্ন শেখায়।।
ভাল লেগেছে.. (y) (y) (y)
অরুণিমা মন্ডল দাস
😮
রেজওয়ান
awesome
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভেচ্ছা দূর্গা -{@
নিতাই বাবু
শুভ মহালয়া ও শারদীয় শুভেচ্ছা রইল। আশা করি পরিবারবর্গ নিয়ে আসন্ন দুর্গোৎসবের আনন্দন উপভোগ করবেন। এই কামনা করি।
অরুণিমা মন্ডল দাস
🙂
রেজওয়ান
অপূর্ব -{@
অরুণিমা মন্ডল দাস
(3
নীলাঞ্জনা নীলা
শারদীয়া শুভেচ্ছা। বরাবরের মতোই আপনার লিখনী যথেষ্ট পাকা ও মজবুত।
অরুণিমা মন্ডল দাস
(3 -{@ :T