
(১)
স্মৃতি মুছে যায়,
কে বলে?
পিছন ফিরে ডেকে ডেকে
তবু ব্যথা দেয়।
(২)
হারিয়ে যেতে দাও বলে
হারাই নিমিষে!
হৃদয় দিয়ে আগলালে
ছেড়ে যাওয়ার সাধ্য কি আছে?
(৩)
মাঝে মাঝে ওর জন্য
বিধি নিষেধ ভুলে
দূরে যেতে মন চায়।
লুকোচুরির ফাঁকে
নীরব থেকে,
দেখি, তুমি কতোটা খোঁজ আমায়?
(৪)
কি ভুলে এলে জীবনে?
শান্ত নদীর ধারে
নীল পদ্ম হাতে
বৃষ্টির তালে তালে
কবিতার ছন্দে।
চলেই যদি যাবে?
কেনো কর্ণফুলি নদীর মতো
খরস্রোতা বানালে ?
(৫)
*****************
এটি একটি নিরীক্ষা ধর্মী ছবি পোষ্ট। এমন পোষ্ট আমি আর দেইনি কখনো। হঠাৎ খেয়ালের বসে দিলাম। “পৃথিবী” নামে এই কবিতাগুচ্ছ আমি একটি সাইটে এভাবে লিখি। সবার সাথে তা শেয়ার করলাম। ভালো লাগলে লেখার আগ্রহ বাড়বে। শুভকামনা।
৩১টি মন্তব্য
তৌহিদ
পোস্ট দেখে মনে হচ্ছে লেখাগুলো আপনার নয়। ডাউনলোড করে পোস্ট দিয়েছেন। your quote in এটির লোগো সহ একজন ব্লগারের পোস্ট বেমানান লাগছে কিন্তু।
ক্রমান্বয়ে লিখে পোস্ট দিন সেটাই ভালো লাগবে মনে হচ্ছে। এটি আমার মতামত।
তৌহিদ
আমি কিন্তু জানি এগুলি আপনার লেখা। ঐ সাইটে আপনি পৃথিবী নামে লিখেন তাইনা আপু?
আরজু মুক্তা
জি, ভাই।
শুভকামনা সবসময়।
আরজু মুক্তা
ভাইয়া, গুগলে পৃথিবী নামে সার্চ দিলেই পাবেন আমার নাম। অথবা আরজু মুক্তা নামে দেন। ১) ফেসবুক ২) সোনেলা ( লেখক) ৩) your quotes ( পৃথিবী)!
ধন্যবাদ।
রেজওয়ানা কবির
নতুন পরিচয় জানলাম পৃথিবী।এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর লেখা 😋।তাইতো বলি এই পৃথিবীতে আমাদের বসবাস।অনেক ভালো লাগল আপু।শুভকামনা ।
আরজু মুক্তা
ধন্যবাদ আপি
সুপায়ন বড়ুয়া
কোন সে পৃথিবী এত ব্যাথা দেয়
আজও হয়নি জানা।
কোট করে কবিতা গুচ্ছ দেয়া
পড়তে নেই মানা।
আপনার জন্য শুভ কামনা।
আরজু মুক্তা
হা হা। কেউ ব্যথা দেয়না। কবিতার কল্পনায় ঘোরাফিরা।
শুভকামনা
জিসান শা ইকরাম
কবিতাগুচ্ছ ভালো হয়েছে।
নাম্বার গুলোর সামনে ছবিতে দেয়া কবিতাটি লিখে দিলে সুন্দর দেখাতো। এখন প্রথম পাতায় কেবল ১) (২) (৩) (৪) (৫) এমন দেখায়।
শুভ কামনা।
আরজু মুক্তা
আপনার সহযোগিতা ছাড়া অনেক কিছুতেই এগুতে পারতাম না। আমি সবসময় কৃতজ্ঞ। আর সোনলার ছাত্রী হিসেবে আমি পথচলাটা দীর্ঘতর করতে চাই।
আপনার সুস্থতা আর শুভকামনা বরাবরি কামনা করি।
ভালো থাকবেন সবসময়।
শান্ত চৌধুরী
বাহ অসাধারণ কবিতাগুচ্ছ
ভালো থাকুন অভিরাম
আরজু মুক্তা
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই প্রথম মন্তব্য করলেন। সবার পোস্ট পড়েন এবং মন্তব্য করেন। এমনটি চাই।
শুভকামনা
ফয়জুল মহী
অপূর্ব , নান্দনিক উপলব্ধির উপস্থাপন। বেশ মুগ্ধ হলাম।
আরজু মুক্তা
ভাইয়া, দারুণ কমেন্টে মুগ্ধ হলাম।
শুভকামনা
ছাইরাছ হেলাল
এ লেখায় মন্তব্য দিতে তো টাইম লাগবে!!
আরজু মুক্তা
তাহলে অপেক্ষাই করি!!!
রোকসানা খন্দকার রুকু
নতুন একটি প্রতিভার কথা জানলাম। শুধু লেখা গুচ্ছ আকারে দিলে অসাধারণ হবে। কারন কথামালা ভাবার্থ।
শুভ কামনা রইলো আপুনি।
শুভ সকাল।
আরজু মুক্তা
ভালো থাকবেন।
বেশি বশি দোয়া করবেন
আরজু মুক্তা
বেশি
আলমগীর সরকার লিটন
সত্যই নতুনত্ব পেলাম কবি আপু অনেক শুভ কামনা রইল
আরজু মুক্তা
শুভকামনা ভাই।
মোঃ মজিবর রহমান
সুন্দর মননের গুচ্ছ
পড়েই যাই মনগভীরে ইচ্ছে
পৃথিবী দেয়না ধোকা
মানুষ মারে বুলি ফাঁকা।
আরজু মুক্তা
হা হা।
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
আপুর এতো এতো গুণ! আপু কেমনে পারেন? ট্রেনিং নিতে হবে আপনার কাছে। গুচ্ছ কবিতা দারুন লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
আরজু মুক্তা
কি যে বলেন? আপনি অনেক সুন্দর লিখেন। কবিতাগুলো অসাধারণ।
শুভকামনা দিদি
মনির হোসেন মমি
নতুন আইডিয়া।নতুন সাজে বড় করে ছোট ছোট কবিতাগুুচ্ছ পড়ে খুবই ভাাল লাগল। চালিয়ে যান।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
শুভকামনা
ছাইরাছ হেলাল
প্রতীক্ষা-আলোর প্রহর শেষে
জুৎসই বিশ্বাসে,
কে আর কবে (কাকে) হারাতে পেরেছে
ঝাঁপ -জলের সুনামি থেকে!!
আরজু মুক্তা
নাহ্! সুনামি দেখলেই বোঝা যায় মানুষ কতো অসহায়।
তবুও এগিয়ে যাওয়া। স্বপ্ন ছুঁয়ে দেখা।
শুভকামনা
রোকন রিপন
ভালো লিখেছেন। মন ছুঁয়ে গেল।
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে