
গতকাল পতিসর নেমেছি গো যেই,
দেখি আছে ঘাট-বাট তালগাছ নেই।
কোথা সে খেলার মাঠ দোকানের সারি!
তবে বেশ ছিমছাম গুরুজীর বাড়ি।
কিঞ্চিতও নেই জেগে দেয়ালের ক্ষত,
ফটকে সিংহ দু’টি পাহারায় রত।
পাশে যে পুকুর ছিলো ঘোলা কাদা জলে,
আজ বুকে খেলা করে মৎসরা দলে।
পাশেই গুরুজী দেখি বসে আছে টুলে,
বাতাস দিতেছে তারে হরতকি দুলে।
দেবদারু গাছে বসে গেয়ে ক’টা পাখি,
ব্যস্ত নড়াতে বুঝি উদাসী দু’আঁখি।
যতনে হলাম গিয়ে পাশে তার খাড়া,
দিলো কি আমার তরে ক্ষণকাল সাড়া!
কোথা সে দৃষ্টি গেছে করে দেখি তাক,
ব্যাকুলে গাঁথছে সে যে নাগরের বাঁক।
পতিসর (আত্রাই, নওগাঁ) কবিগুরুর
কুঠিবাড়ি থেকে ফিরে কবিতাটি লেখা।
ছবিঃ নেট থেকে।
১০টি মন্তব্য
নার্গিস রশিদ
বাহ চমৎকার !
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সৌবর্ণ বাঁধন
সুন্দর হয়েছে। শুভকামনা।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সাবিনা ইয়াসমিন
আরে! এটা দেখি ভ্রমণ কাব্য!
কবিতার ভাষায় কুঠি বাড়ির সম্পূর্ণ বর্ননা দিয়ে দিয়েছেন বোরহান ভাই।
বাহ, দারুণ। সত্যিই চমৎকৃত হয়েছি এমন কবিতায়।
শুভ কামনা অবিরাম 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
জি আপু!
অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
রিতু জাহান
বাহ!
কুঠিবাড়ির বর্ণনা ভালো লেগেছে।
শুভকামনা রইলো,,
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
চমৎকার বর্ণনা। কবিতায় কুঠিবাড়ি বাড়ির ছবি সুন্দর ভাবে তুলে ধরেছেন। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।