কবর প্রজন্ম

ছাইরাছ হেলাল ২০ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১০:২৮:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

হে দাস,
কখনও কি তাকিয়েছ প্রভুর পানে তাকানোর নিষেধ নিয়ে?
ইচ্ছে কী করেনি এড়িয়ে প্রভুর চোখ, সবুজে মিশ যেতে?
অথবা আকাশ চিড়ে শির উঁচিয়ে মহা শূন্যে মিলিয়ে যেতে?
হে দাসানুদাস,
চকচকে দগ্ধ যন্ত্রণা কী করে ভুলে যাও ভুলে থা্‌ক, দগদগে ঘা নিয়ে?
হাপিত্যেশ সভ্যতার মায়াজালে হুতাশন ছড়িয়ে আর কত কাল?
সদা-প্রভুর ব্যতিক্রমী নিয়ম কি শুধু নিয়মের জন্য?
স্ফটিকের মরীচিকায়?
স্বপ্নের বৈকুন্ঠে?

উষ্ণতায় লীন হয়ে কাফনে লুপ্ত কবরের হা করা মুখ
মুক্ত আমি প্রভুর রূপ-গুনে,
ফোঁসে কোন আগুন,
এ বুকে তার অসহ্য স্খলিত মৌনতা।
হে নিদ্রালু ঋতু, জাগো, জাগাও।

৪৪৪জন ৪৪৪জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ